আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

জিপিএফ স্লিপের হিসাব ঠিক নাই, তাহলে করনীয়।

অনলাইনেই এখন জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারছেন সকল আইবাস++ ইউজার আইডিধারীগণ। আপনার জিপিএফ অনুমোদিত দেখাচ্ছে কিন্তু হিসাবের গরমিল থাকলে এই পোস্টটি আপনার জন্য। কোন সমস্যাটি থাকলে কি করতে হবে তা আপনি এখান থেকেই জানতে পারবেন।

যাদের ২০১৮-১৯এর জিপিএফ ক্লোজিং ব্যালেন্স এবং ২০১৯-২০ এর ওপেনিং ব্যালেন্স গরমিল রয়েছে অর্থাৎ ২০১৯-২০ তে কম/বেশী দেখাচ্ছে বা কোন মাসে মাসিক চাঁদা কর্তন এবং অগ্রিম কিস্তি কর্তন বাদ পড়েছে অথচ ২০১৮-১৯ এবং ২০১৯-২০ হিসাব বিবরণীতে অনুমোদিত লেখা আছে তারা অনুগ্রহপূর্বক Accounts office এর সাথে যোগাযোগ করে ঠিক করে নিবেন৷


সংশোধনের পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলঃ-

১৷ প্রথমে ২০১৮-১৯ এর অনুমোদিত জিপিএফ জের কে unapprove করতে হবে ৷ তবে unapprove করবে জেলা ও উপজেলা পর্যায়ের Accounts office এর ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ)৷

২৷ Unapprove করার পর জেলা ও উপজেলা হিসাবরক্ষন অফিস ২০১৮-১৯ এর জিপিএফ চাঁদা এবং অগ্রিম কিস্তি কর্তন যদি কোন মাসে বাদ পড়ে তা ম্যানুয়েল অডিট রেজিষ্টার এবং ব্রডসিট যাচাই পূর্বক এন্ট্রি করতে হবে ৷ বাদ পড়া চাঁদা কর্তন হলে GPF subscription history অপশনে এবং অগ্রিম কিস্তি কর্তন হলে Edit sub ledger অপশনে সংশ্লিষ্ট মাসেএন্ট্রি করতে হবে ৷

৩৷ ২০১৮-১৯ এর প্রারম্ভিক জের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে ৷ যদি কোন ভূল থাকে তাহলে Openig balance edit করে তার স্বপক্ষে একটি প্রত্যয়ন সিষ্টেমে upload করতে হবে ৷

৪৷ ২০১৮-১৯ এর প্রারম্ভিক জের, জমা এবং সমাপনী জের যদি ঠিক থাকে তাহলে সংশ্লিষ্ট জেলা এবং উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তাগন ২০১৮-১৯ জের Approve করবেন ৷ Approve করার পূর্বে DAO / UAO দের নিশ্চিত হতে হবে যে অলোচ্য কর্মকর্তার ২০১৮-১৯ এর প্রারম্ভিক জের সংক্রান্ত প্রত্যয়ন সিষ্টেমে upload করা আছে কিনা ৷

৫৷ ২০১৮-১৯ এর জের approve করার পর ২০১৮-১৯ এর সমাপনী জের ২০১৯-২০ তে প্রারম্ভিক জের হিসাবে forward হওয়ার জন্য জেলা এবং উপজেলা হিসাবরক্ষন অফিসারকে GPF Forward option এর কমান্ড apply করতে হবে ৷ যদি GPF forward কমান্ড apply করা না হয় তাহলে ২০১৮-১৯ এর সমাপনী জের ঠিক থাকলেও এটি ২০১৯-২০ এর প্রারম্ভিক জের হিসাবে স্থানান্তর হবে না৷ ফলে ২০১৯-২০ এর প্রারম্ভিক জের ” শূন্য ” দেখাবে ৷ FORWARD কমান্ড apply করা হলে ২০১৮-১৯ এর সমাপনী জের ২০১৯-২০ এর প্রারম্ভিক জের হিসাবে স্থানান্তর হবে ৷ ২০১৮-১৯ এবং ২০১৯-২০ এর জিপিএফ হিসাববিবরনী নীচে ” অনুমোদিত” দেখাবে।

মনে রাখবেন, একবার যদি অনলাইনে জিপিএফ স্লীপ ঠিক করে নিতে পারেন তাহলে পরবর্তীতে আর কোন বছরই ঝামেলা পোহাতে হবে না।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

5 thoughts on “জিপিএফ স্লিপের হিসাব ঠিক নাই, তাহলে করনীয়।

  • আইবাসে কর্মচারীর তথ্য নতুন এন্ট্রি করার সময় জিপিএফ এন্ট্রির অপশন আসছেনা । কিভাবে তা সংযুক্ত করা যাবে হেল্প প্লিজ?

  • আপগ্রেডেশন চলছে।

  • Gpf এর ২০১৮-১৯ সালের জের/ Opening Balance ADD করা যাচ্ছে না। কারন Opening Balance এর Edit Option কাজ করছে না। দয়া করে সমাধানের ব্যবস্থা করলে ভালো হয়। কারন Gpf সিলিপে জেরের ঘরে 00.00 আসছে। তাহলে আয়কর কিভাবে দিবো ?

  • Gpf এর ২০২০-২১ সালের জের/ Opening Balance ADD করা যাচ্ছে না। কারন Opening Balance এর Edit Option কাজ করছে না। দয়া করে সমাধানের ব্যবস্থা করলে ভালো হয়। কারন Gpf সিলিপে জেরের ঘরে 00.00 আসছে। তাহলে আয়কর কিভাবে দিবো ?

  • জিপিএফ তথ্য সংশোধন জুন, জুলাই, আগস্ট মাসে করতে হয়। হিসাবরক্ষণ অফিসারের আইডি হতে সংশোধন করা যাবে। যদি তাও না যায়। তবে আইবাস++ টিমের নিকট হিসাবরক্ষণ অফিসারের মাধ্যমে রিকুয়েস্ট পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *