সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি EFT এর মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। চলতি মাসে আজ ৩ তারিখ হতে বৈশাখী ভাতার বিল অনলাইনে দাখিল করা যাচ্ছে।
কিছু প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন ভাতা ডিডিওর মাধ্যমে সাবমিট করা হচ্ছে। অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন ভাতা অনলাইনেই সাবমিট করতে হচ্ছে। তবে এখনও অনলাইন কপির হার্ড ফাইল সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করতে হচ্ছে। তবে আইবাস ++ এর কিছু সীমাবদ্ধতা এখনও রয়েছে যা ধীরে ধীরে সমাধান হচ্ছে।
তবে আইবাস ++ আমাদের ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঝামেলা বিহীন ভাবেই বেতন ভাতা পরিশোধ করছে। হ্যাঁ মুল আলোচনায় আসা যাক, অনলাইনে বাংলা নববর্ষ ভাতা বা বৈশাখী ভাতার বিল অনলাইনে দাখিলে অনেকেই একটু জটিলতায় পড়ছেন।
কোন কোন দপ্তরের কর্মকর্তা বা ডিডিও গণ বৈশাখী ভাতা সাবমিট করতে পারছেন আবার কোন কোন দপ্তর বাংলা নববর্ষ ভাতা Submit করতে গেলে একটি Error Message দেখাচ্ছে, বিল সাবমিট হচ্ছে না।
এখন কথা হচ্ছে কেন এই Error Message আসছে? DDO-Coding block maping not found লেখাটি দ্বারা বা কি বোঝানো হচ্ছে?
আমরা সকলেই জানি “জাতীয় বেতনস্কেলের আওতাভূক্ত সকল সরকারী কর্মচারী (সামরিক/বেসামরিক) প্রতিবছর মার্চ মাসে আহরিত মূল বেতনের ২০% হারে ‘বাংলা নববর্ষ ভাতা’ প্রাপ্য হবেন”। মার্চ মাসের বেতন ড্র না করে কিভাবে আপনি নববর্ষ ভাতা বিল সাবমিট করেন? আপনি নিজেও জ্ঞাত আছেন যে, হিসাবরক্ষণ অফিস উক্ত বেতন ভাতা অনলাইনে এন্ট্রি করলে আপনি লগইন করে তা দাখিল করতে পারেন। সুতরাং যদি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিস বাংলা নববর্ষ ভাতা এন্ট্রি দিয়ে না থাকেন তবে উক্ত বার্তা প্রদর্শন করে আইবাস ++।
তবে প্রশ্ন জাগতে পারে, কিছু কিছু প্রতিষ্ঠান বা কর্মকর্তা আইবাস ++ এ তাদের বাংলা নববর্ষ ভাতা দাখিল করেছে। তাহলে তারা কিভাবে করল?
উত্তর: অনেক ক্ষেত্রে কিছু হিসাব রক্ষণ অফিস নির্দিষ্ট সময়ের পূর্বেই অনলাইনে উক্ত ডাটা এন্ট্রি করে থাকেন তাই, অনেকেই আগামী ০১ এপ্রিলের আগেই বাংলা নববর্ষ ভাতা দাখিল করতে পারছেন।
পরামর্শ: আমার ব্যক্তিগত মতামত হলো আপনি আজ ০৩ এপ্রিল/২২ হতে বাংলা নববর্ষ ভাতা দাখিল করুন, দেখবেন কোন error message দেখাচ্ছে না।
আরও দেখুন:
- iBAS++: বেতন বিল Submit করতে গিয়ে দেখি Insufficient Budget দেখাচ্ছে, করনীয় কি?
- অনলাইনে বিল Submit করার পরে হিসাব রক্ষণ অফিসে হার্ড কপি পাঠানো বাধ্যতামূলক কিনা?
- নববর্ষের বিল Submit করতে গেলে এইটা আসে, আমার করনীয় কি?
- সরকারি কর্মকর্তাদের বেতন ০১ ও ০২ তারিখে EFT Transmit করবে।
- পেনশনারদের মাসিক পেনশন অনলাইনে প্রাপ্তির EFT ইএফটি ফরম।
- iBAS++ ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতকরণের উপায়।
- সরকারি কর্মচারীদের ইএফটির জন্য নতুন ফরমটির (৪ পৃষ্ঠা) PDF and Docx FORMAT
- আপনার দাখিলকৃত বেতন বিলের স্ট্যাটাস চেক করুন অনলাইনেই।
- মাসের ২ তারিখ এখনও একাউন্টে টাকা আসেনি, করনীয়?
- GPF Slip বা আয়কর Statement নিন অনলাইনে।
- অনলাইনে বেতন বিলের জন্য Self Registration করবেন যেভাবে।
- অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করতে হয়? দেখে নিন।