সরকারী কর্মচারীগণ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে তাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করে থাকে। আজ আমরা জাতীয় বেতন কাঠামো ২০১৫ এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে জানবো। 

  • প্রশ্ন: অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নীট পেনশনের পরিমাণ সর্বনিম্ন কত?
  • উত্তর: ৩০০০ টাকা মাত্র। [বিধি ১০ (১) (ঘ), জাতীয় বেতন স্কেল ২০১৫]

 প্রশ্ন: একজন সরকারী কর্মকর্তা উচ্চতর পদের দায়িত্ব পালনকালে দায়ত্বভাতা কিভাবে প্রাপ্য হবেন?

উত্তর: দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর মূল বেতনের ১০% হারে কার্যভারভাতা প্রাপ্য হবেন এবং ইহার সর্বোচ্চ সীমা হইবে মাসিক ১৫০০ টাকা মাত্র। [বিধি-২২, জাতীয় বেতন স্কেল ২০১৫]

  • প্রশ্ন: ১মার্চ/ ২০১৬ তারিখে নতুন যোগদানকৃত কোন কর্মচারীর ০১/০৭/২০১৬ তারিখ বেতন বৃদ্ধি হইবে কিনা?
  • উত্তর: না হবে না। নতুন যোগদানকৃত কর্মচারীর চাকুরীর বয়স ৬ মাস পূর্ন না হরে ইনক্রিমেন্ট লাগবে না। [বিধি: ১১ (১) জাতীয় বেতন স্কেল ২০১৫]

 

  • প্রশ্ন: বাংলা নববর্ষ ভাতা কত সাল হতে প্রবর্তিত হয় এবং কি হারে প্রদান করা হয়?
  • উত্তর: বাংলা নববর্ষ ভাতা ১৪২৩ বঙ্গাব্দ হইতে প্রবর্তিত হয়। আহবিরত মূল বেতনের ২০% হারে প্রদান করা হয়। [বিধি ১৬ (১), (২), জাতীয় বেতন স্কেল ২০১৫]

 

  • প্রশ্ন: জাতীয় বেতন স্কেল ২০১৫ মতে পার্বত্য জেলা সমূহে নিযুক্ত সরকারি কর্মচারী হি হারে কত টাকা পর্যন্ত পাহাড়ি ভাতা প্রাপ্য?
  • উত্তর: পাবর্ত্য জেলাসমূহের জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্ত সকল কর্মচারীর জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৩০০০ টাকা এবং অন্যান্য উপজেলার জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫০০০ টাকা পাহাড়ি ভাতা প্রাপ্য। [বিধি ২৭, জাতীয় বেতন স্কেল ২০১৫]

জাতীয় বেতন স্কেল pay scale 2015 pdf, পে স্কেল ২০১৫ গেজেট, Pay scale 2015 gazette pdf, National pay scale 2015 bd pdf, Pay scale 2015 gadget, Pay scale 2023 Pay scale 2015 BD, জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট ডাউনলোড

বিস্তারিত পে স্কেলের গেজেট কপিতে দেখুন:

Pay Scale 2015 for Public bodies & AutonomousBank, Insurance & Financial institutionPoliceBGBProjectBJS

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

2 thoughts on “Pay scale 2015 gadget । পে স্কেল ২০১৫ এর ৫টি গুরুত্বপূর্ণ বিধিসমূহ দেখুন

  • ৬ জানুয়ারি ২০১৭ তে সরকারি কাজে যোগদান করলে কি ১/৭/২০১৭ তে ইনক্রিমেন্ট পাবো???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *