আদিষ্ট হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আসনার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণে মঞ্জুরী জ্ঞাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জননিরাপত্তা বিভাগ
আনসার শাখা-২
www.mhapsd.gov.bd
নং-৪৪.০০.০০০০.১১৫.২১.০০৭.১০(অংশ-১)-৩১; তারিখ: ১১ ফেব্রুয়ারি ২০২০
প্রাপক: প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা
জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সিজিএ ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
বিষয়: ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
আদিষ্ট হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আসনার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণে মঞ্জুরী জ্ঞাপন করছি:
০১। ব্যাটালিয়ন আনসার-১৮ তম গ্রেড হতে ১৭ তম গ্রেড।
০২। ল্যান্স নায়েক ১৭ তম গ্রেড হতে ১৬ তম গ্রেড।
০৩। নায়েক- ১৬ তম গ্রেড হতে ১৫ তম গ্রেডে উন্নীত করা হয়েছে।
ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে: ডাউনলোড
আরও দেখুন:
- উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্তির আদেশ।
- উচ্চতর গ্রেড প্রাপ্তিতে বেতন কমে যেভাবে।
- ১০/১৬ বৎসর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়ন স্থগিত, অদ্যবধি বলবৎ।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে ডিপিসি বা নিয়োগকারী কর্তৃপক্ষের অফিস আদেশ লাগবে।
- উচ্চতর গ্রেড স্পষ্টিকরণ পে স্কেল ২০১৫
- চাকরি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড (৪র্থ গ্রেড) মঞ্জুরের বিষয়ে মতামত।
- ব্যাটালিয়ন আনসার, ল্যান্স নায়েক ও নায়েক পদের বেতনগ্রেড উন্নীতকরণ।
- প্রশাসনিক কর্মকর্তা পদটি এখন দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
- কানুনগো/ উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ প্রদান করা হয়েছে (ছকসহ)
- উন্নীত স্কেলে টাইমস্কেল গণনা করে মূল বেতন নির্ধারণ হবে।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতার সম্মতিপত্র।
- উন্নীত স্কেলে সমমানের ধাপ না থাকলে নিম্ন ধাপে বেতন নির্ধারণ।
- যে আদেশ বলে উচ্চতর গ্রেড নেয়া যেতে পারে।
- উচ্চতর গ্রেড পেয়ে জুনিয়র সিনিয়র এর থেকে বেশি বেতন পাচ্ছে।
- কর্মচারী উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে বেতন পেলেও যাতায়াত ও টিফিন ভাতা পাবেন।
- বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরী এখনও হচ্ছে।
- কৃষি ডিপ্লোমাধারী উপ সহকারী কৃষি কর্মকর্তা এখন ১০তম গ্রেডে উন্নীত।
- বকেয়া টাইম স্কেল এখনও মঞ্জুর করা হচ্ছে।
- গাড়ি চালকগণ এখনও উচ্চতর গ্রেড পাচ্ছেন।
- ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে।
উন্নতি বেতন স্কেল হওয়ায় বেতন নির্ধারনি নিয়ম বুঝি না,কি ভাবে করব,সহঝুগিতা করলে ভাল হত।