মাতৃত্বকালীন ভাতা ২০২৫-২০২৬ । মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন পদ্ধতি দেখুন
গর্ভবতী ভাতার জন্য আপনি নিজেও আবেদন করতে পারবেন কিন্তু সেটি সংরক্ষণ করার পর ইউপি বা পৌরসভার সুপারিশ অনলাইনেই করতে হবে – মাতৃত্বকালীন ভাতা ২০২৫-২০২৬- মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন পদ্ধতি -মাতৃত্বকালীন ভাতা ২০২৫-২০২৬
গর্ভবতী ভাতার আবেদনে কি কি কাগজপত্র লাগে? –মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিতে আবেদনের যোগ্যতা অনুসারে প্রথম শর্ত হল মহিলা নাগরিকের বয়স ২০-৩৫ বছর হতে হবে। জন্মসনদ দিয়ে আবেদন করা যাবে না তাই এন আই ডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। প্রথম অথবা দ্বিতীয় গর্ভবস্থায় আবেদন করা যাবে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে আবেদন করা যাবে না। নিজ নামে পছন্দসই অনলাইন/মোবাইল ব্যাংকিং একাউন্ট যেমন-নগদ বা বিকাশ থাকতে হবে। পারিবারিক মাসিক আয় সর্বোচ্চ ৮০০০ টাকার বেশি হওয়ার যাবে না। দরিদ্র মা’র জন্য মাতৃত্ত্বকাল ভাতা মঞ্জুরীর আবেদন ফরম (নতুন)
স্বামী বা স্ত্রীর ইউনিয়ন পরিষদ হতে আবেদন করতে হবে? হ্যাঁ। আপনি বা মহিলা যে স্থানের নাগরিক বা ভোটার সেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন হতে আবেদন করতে হবে। নাগরিক হউননি এমন কেউ শিশু ভাতা, মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতীয় ভাতার জন্য আবেদন করতে পারবেন না। আপনি নিজে অনলাইনে বা ইউনিয়ন বা উপজেলা উদ্যোক্তার মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। মাতৃত্বকালীন শিশু ভাতা ফরম পিডিএফ
গর্ভবতী ভাতা বা দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি অনুযায়ী আপনি ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য দারিদ্র সীমার নিচে জীবন নির্বাহ করতে হবে। গর্ভবর্তী হলেই এই ভাতা পাওয়া যাবে এমনটা নয়। ভাতাভোগী নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিটি বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করে আবেদন অনুমোদন করে থাকে। তাই আবেদন করছেন মানেই আপনি মাতৃত্বকালীন ভাতা পাবেন বিষয়টি এমন নয়। গর্ভবতী মায়ের সরকারি ভাতা ২০২৫
প্রতারণা থেকে সাবধান- যেহেতু গর্ভবতী ভাতা নগদ অর্থ প্রদান করা হয় তাই প্রতারক চক্র এ সময় সক্রিয় থাকে। অবার এ কার্ডটি গর্ভবতীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিধায় প্রতারকগণ টাকা নেয়ার কথা বলে কোন কোন ক্ষেত্রে ঘুষ বা উৎকোচ নিয়ে এটি করে দেবার কথা বলে। বিষয়টি আসলে এমন নয় যে কেউ এটি করে দিতে পারবেন। সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের সদস্যের সমন্বয়ে গঠিত কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তাই ভাতা কার্ড পাওয়ার পূর্বে এবং টাকা নেয়ার সময় সতর্ক থাকুন যাতে ধান্ধাবাজের পালায় না পড়েন। অনুসন্ধানে দেখা যায়, হেমনগর ইউনিয়নের ২৫জন গর্ভবতী মহিলার কাছ থেকে মাতৃত্বকালীর ভাতা কার্ড করে দেয়ার কথা বলে ৬ হাজার টাকা করে ঘুষ নেয় প্রতারক জনি। বৈধভাবে কার্ড করে দিতে না পেরে স্বাক্ষর জাল করে ভুয়া ভাতা পরিশোধ কার্ড তাদের হাতে ধরিয়ে দেয় সে। পরে, সরেজমিনে ওই ইউনিয়নে গিয়ে জনিকে আটক করে এ দণ্ডাদেশ দেয়া হয়।
মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫ । গর্ভকালীন ভাতা কত টাকা । মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন প্রক্রিয়া । মাতৃত্বকালীন ভাতা চেক করার নিয়ম
প্রতিটি ইউনিয়ন পরিষদ অনলাইনে তালিকা প্রকাশের সরকারি নির্দেশনা থাকলেও সেটি করা হয় না। ইছাপুরা ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতাভোগীর নামের তালিকা দেখুন

দরিদ্র মা’র জন্য মাতৃত্ত্বকাল ভাতা মঞ্জুরীর আবেদন ফরম (নতুন)
মাতৃত্বকালীন ভাতা ২০২৫ । গর্ভবতী ভাতা কত টাকা ২০২৫
- বাজেট বরাদ্দ সাপেক্ষে সোনালী ব্যাংক এ মাতৃত্বকাল ভাতা নামের একাউন্টে জমা প্রদান করা হয়।
- পরবর্তীতে ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রেরণের লক্ষ্যে জেলা উপজেল উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা ও উপজেলা নিবাহী অফিসার যৌথ স্সাক্ষরে পরিচালিত মাদার একাউন্ট হতে স্ব-স্ব ভাতা ভোগীদের নামে (১০ টাকার হিসাব খোলা হয়) সংশ্লিষ্ট ব্যাংকে একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে প্রেরণ করা হয়।
- নির্বাচিত উপকারভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ২ বছর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে।
- নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৮০০.০০ (আটশত টাকা) হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়।
- এ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আবেদন ফরমে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বরাবর আবেদন করতে হয়। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচির নীতিমালা
গর্ভবতী ভাতার আবেদনের অবস্থা জানার উপায় আছে কি?
হ্যাঁ। অবশ্যই আপনার আবেদনের অবস্থা ইউপি বা পৌরসভা হতে জানতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে সার্চ করে সিস্টেমে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। ইউপি উদ্যোক্তা বা সমাজসেবা অধিদপ্তরের অনুমোদিত ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে আপনি আপনার অনলাইন আবেদন বাতিল বা গ্রহণযোগ্য বা সুপারিশকৃত বা অনুমোদন হয়েছে কিনা তা চেক করতে পারবেন। নিচের চিত্রের মত দেখাবে। অগ্রাধিকার এবং সুপারিশ প্রক্রিয়া (উদ্যোক্তা) পিডিএফ ডাউনলোড

মাতৃত্বকালীন ভাতা কয়টি সন্তানের জন্য পাওয়া যায়?
মাতৃত্বকালীন ভাতা প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য পাওয়া যায়. তবে কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তৃতীয় সন্তানের জন্যও ভাতা পাওয়ার সুযোগ থাকতে পারে। এই ভাতা সাধারণত দরিদ্র মায়েদের জন্য সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রোগ্রাম. এই প্রোগ্রামের মাধ্যমে গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তাদের এবং তাদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে নজর রাখা সহজ হয়।
মাতৃত্বকালীন বা শিশু ভাতা কত মাস কত টাকা করে পাওয়া যায়? মাতৃত্বকালীন ভাতা প্রতি ৬ মাস পর পর প্রতি মাসে ৮০০ টাকা হারে ৪,৮০০ টাকা। এ হারে একজন সন্তানের ক্ষেত্রে ২৪ মাস ও দুইজন সন্তানের ক্ষেত্রে ৩৬ মাস ভাতা পাবে।





শাপলা Nid 3312849395 গর্ভবতী অনলাইন আবেদন
আমি একজন গর্ভবতী,আমার আগের কোন বেবি হয়নি।আমার বয়স এখন আইডি অনুযায়ী 37 বছর।তাহলে আমিকি আবেদন করতে পারবোনা?
ভাতা পেতে ইউপি’র মাধ্যমে আবেদন করুন।
পারবেন। গর্ভাবস্থার ৫ মাস অতিক্রান্ত হলেই আবেদন করতে পারবেন।
আমি ৫ মাসের গর্ভবতি। এখন আবেদন করতে চাইছি। সকল কাগজ আছে। আমি কি যে কোন দিন আবেদন করতে পারব??
জি। পারবেন।
Thank You For Good information
আমার আরায় মাস আমি আবেদন করতে পারবো কি,আমার আর্থিক অবস্থা খুব খারাপ
না। ৫ মাস হলে আবেদন করতে পারবেন।
৫ মাস হলে কি আবেদন কি যেকোন সময় করা যায়।
যায়।
আমি ৮ মাসের গর্ভবতী। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আমি আর্থিক সাহায্যের জন্য অনলাইনে আবেদন করতে চাই। এখন আমাকে কি করতে হব?
ইউনিয়ন পরিষদে গিয়ে ফরম পূরণ করে জমা দিতে হবে।
আমি ৮ মাসের গর্ববতি আমি আবেদন করতে চাই
স্বামী বা স্ত্রীর ঠিকানায় ইউনিয়ন পরিষদ হতে আবেদন করুন অথবা সমাজসেবা অধিদপ্তরে চলে যান।
আমার ২য় বাচ্চা আমি কিভাবে ফর্ম করবো?
একবারই এ সুবিধা গ্রহণ করা যায়। প্রথম বা দ্বিতীয় যাই হোক না কেন?
আবেদনের শেষ তারিখ কবে
এপ্রিলের মধ্যে করে ফেলুন।
আমি ৫ মাসের গর্ভবতী আমার আর্থিক অবস্থা অনেক খারাপ আমার স্বামী দিনমজুর আমাদের সংসার চলেনা ঠিক মতো এখন আমি অনলাইন গর্ভকালীন ভাতার আবেদন করতে চাই
অনলাইনে করবে সমাজসেবা অধিদপ্তর। আপনাকে হার্ড কপিতে ফর্মে আবেদন করতে হবে। ইউপিতে গিয়ে।
গর্ভবতী মায়ের ভাতা
জি। ইউপিতে গিয়ে আবেদন করতে হবে।
আমার তো এখনো আইডি কার্ড নাই আমি আবেদন করতে পারবো?
না। আইডি কার্ড লাগবে।
কোথায় আবেন করবো গর্ভবতী ভাতার জন্য
ইউনিয়ন পরিষদ বা পৌর সভা বা সিটি কর্পোরেশনে যেতে হয়। অবস্থান অনুসারে।
কত মাস পর আবেদন করা যায়
৫ মাস হলেই আবেদন করা যায়।
আমার ওয়াইফ গর্ভবতী তাই ভাতার জন্য আবেদন করতে চাই
ইউপিতে গিয়ে আবেদন করুন।
পৌর সভায় অনলাইনের আবেদন নাকি এখন বন্ধ। তাহলে কি ভাবে আবেদন করব???
কয়েকটা দিন অপেক্ষা করুন। শিঘ্রই চালু হবে।
৫ মাস থোকে কত মাসের মধ্যে আবেদন করতে হবে
৫ মাসের পর যে কোন সময় আবেদন করা যায়।
গর্ভবতী ভাতার আবেদন নাকি বন্ধ
তাহলে কবে আবেদন চালু হবে।
খুব শিঘ্রই চালু হবে।
১৫/৪/২৫ আজকেও গেছিলাম তাও বন্ধ। কবে চালু হবে আল্লাহ জানে।
অপেক্ষা করুন। চালু হলে আমি আপনার মেইলে জানি দেব।
আবেদন নাকি বন্ধ
১৭ তারিখ শেষ তারিখ ছিল।
আমার ওয়াইফের আইডি কার্ড হয়েছে আইডি কার্ড এখনো হাতে পায়নি তাহলে কি করা যাবে
অনলাইন হতে প্রথমে আইডি কার্ড ডাউনলোড করুন। অতপর আবেদন করুন।
দয়া করে আমাকেও যদি জানাতেন কেব থেকে আবেদন শুরু হবে?
আমার বয়স ৩৮ বছর চলছে। এখন সন্তানের ভাতা পাবে কি? দয়া করে একটু জানাবেন।
যাবে।
জি। আপডেট পাবেন। এই সাইটে।
কবে থেকে অন লাইনে আবেদন করা যাবে ।
আবেদন শুরু হলে দয়া করে জানাবেন
সাইটে নোটিশ দিবো বা ফেসবুক পেইজে জানিয়ে দেবো।
আমার স্ত্রীর ৩.৫ মাসের আল্ট্রার রিপোর্ট আছে। এই রিপোর্ট দিয়ে কি আবেদন করতে পারবো??
না কি নতুন করে আল্ট্রা করতে হবে??
এখন ৪.৫ মাস চলছে।
এটি দিয়েই আবেদন করতে পারবেন।
কেউ যদি ১ম সন্তানের সময় আবেদন করে থাকে তাহলে সে কি ২য় সন্তানের সময় আবার আবেদন করতে পারবে?
দয়া করে যদি একটু জানিয়ে দিতেন, আবারো কবে থেকে আবেদন করা যাবে?
অনুগ্রহ করে অপেক্ষা করুন। ৩ মাস অন্তর অন্তর ওপেন করা হয়।
মাতৃত্বকালীন ভাতা প্রথম এবং দ্বিতীয় সন্তানের জন্য পাওয়া যায় তবে কিছু ক্ষেত্রে, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তৃতীয় সন্তানের জন্যও ভাতা পাওয়ার সুযোগ থাকতে পারে। এই ভাতা সাধারণত দরিদ্র মায়েদের জন্য সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রোগ্রাম. এই প্রোগ্রামের মাধ্যমে গর্ভবতী মায়েদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তাদের এবং তাদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টির দিকে নজর রাখা সহজ হয়।
আমার গর্ভকালীন মাস ৪। আমি কি আবেদন করতে পারবো?
৫ মাস হলে খোজ নিন।
স্ত্রীর বয়স ২২,,সে ৬ মাসের গর্ভবতী এবং স্বামীর বয়স আইডি কার্ড অনুযায়ী ১৮ -১৯ এতে কি গর্ভবতী কার্ড এর আবেদন করা যাবে,,বা হবে,, জানাবেন
স্ত্রীর আইডি কার্ড থাকতে হবে।
তৃতীয় বাচ্চা এবং বয়স ১৯ হলে হবে।
হবে। ইউপিতে যোগাযোগ করুন।
২০২৫ অনলাইনে ছাড়ছে কি?
আমি রাজু হেম্ব্রম।আমি আমার স্ত্রীর গর্ভকালীন ভাতর জন্য আবেদন করি।বাট তারা আমার কাছে কিছু টাকা দাবী করে।এটা আমি বুঝতে পারছিনা।আর আমি টাকা দিব কেন???
এটা আমার স্ত্রীর অধিকার।
এখনও কি দেশের অবস্থা তেমননি থাকবে???
আমরা পরিবর্তন হতে পারলাম না রে বাঙ্গালী।
অপেক্ষা করুন।
এসব লেভেলে আসলে কোন পরিবর্তন আসে নি।
ভাইয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দূর্নীতিবাজ সে অনলাইনে আবেদন ঠিকমতো করে না আর সুপারিশ পাঠায় না চেয়ারম্যান ও মেম্বার মিলে টাকা খেয়ে এ কাজগুলো করে।আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা,,,,এটা হয়েছে নোয়াগ্রাম ইউনিয়ন, লোহাগড়া, নড়াইল। উদ্যোক্তার নাম মোহাম্মদ তবি।ওর বিরুদ্ধে কি ব্যবস্থা আছে???
হুম। অভিযোগ করে রাখুন। নাগরিক সেবা https://www.nagoriksheba.gov.bd লিংকের হেল্প লাইনে।
টাকা বাদে হয় এমন ইতিহাস কী আছে?
জি। অবশ্যই। কোন টাকা দিবেন না।
আমি সব কাগজ আমাদের মেম্বার এর কাছে জমা দিছি টাকাও নিছে আমার কাগজ অনলাইনে দিতেছে না আজ কাল বলে দুই মাস গুরাইতেছে আমি এখন কি করতে পারি
।
সমাজসেবা অধিদপ্তরে অভিযোগ করুন। সমাজসেবা অধিদপ্তরের অভিযোগ জানানোর জন্য আপনি কয়েকটি উপায় ব্যবহার করতে পারেন। প্রথমত, আপনি সরাসরি সমাজসেবা অধিদপ্তর ওয়েবসাইটে অনলাইনে অভিযোগ দাখিল করতে পারেন। এছাড়াও, আপনি আপনার স্থানীয় জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা সমাজসেবা অফিস এ সরাসরি অভিযোগ জানাতে পারেন। যদি আপনার কোনো জরুরি অভিযোগ থাকে, তবে আপনি চাইল্ড হেল্পলাইন (1098) অথবা জরুরি হেল্পলাইন (999) নম্বরে ফোন করতে পারেন।
অনলাইনে আবেদন করার লিংক টা দেয়া যায়/
আপনাকে ইউপির মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে এন্ট্রি করবেন সমাজসেবা অধিদপ্তর।
আমি যে নাম্বারে টাকা পাই সে নাম্বার টা পরিবর্তন করে অন্য আরেকটা নাম্বার দেওয়া যাবে কি? এবং কিভাবে করবো
সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় প্রমানক সহ যোগাযোগ করলে পরির্তন করা যাবে।
আমার বাড়ি রাজশাহী। আমার ওয়াইফের বাড়ি নরসিংদী। আমার ওয়াইফ এর এলাকা থেকে কি আবেদন করতে পারবে জানাবেন পিলিজ
পারবেন।
আস্সালামুআলাইকুম।
আমার স্ত্রীর গর্ভের সন্তানের বয়স ৮ মাস। আমার স্ত্রী কি আবেদন করতে পারবেন।
পারবেন। নিজ ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন করুন।
গর্ভবতী ভাতা যে কোন
ইউনিয়নে কি পাওয়া যায়
জি।
হাসবেন্ড এর জন্ম নিবন্ধন কাগজ নেই এনআইডি কার্ড আছে, হাসবেন্ড এর জন্ম নিবন্ধন কাগজ ছাড়া কি আবেদন করা যায় না এনআইডি দিয়ে?
হাসবেন্ড এর জন্ম নিবন্ধন কাগজ নেই এনআইডি কার্ড আছে, হাসবেন্ড এর জন্ম নিবন্ধন কাগজ ছাড়া কি আবেদন করা যায় না এনআইডি দিয়ে?
আর অনলাইনে কি আবেদন চালু হয়েছে ।
এনআইডি হলেই হবে।
যায়। অনলাইনে যায় না। ইউপি বা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনলাইনে করা যায়।
Kobe khola hobe abedoner tarikh…?3mas tohoye gelo sunlm 3mas por khulbe…
আগস্টে পেতে পারেন।
আমার প্রথম
৫ মাস চলে আমি কি আবেন করতে পারবো
কখন করতে পারবো আর কিভাবে করতে পারবো জানাবেন ধন্যবাদ,
জি। ইউনিয়ন পরিষদে গিয়ে হার্ড কপিতে আবেদন করতে হবে।
Online Ki Abedon hobe na vai,
না। অনলাইনে এন্ট্রি দিবে সমাজসেবা অধিদপ্তর। মূলত ইউপি সুপারিশ ছাড়া এ ধরনের ভাতা দেওয়া যায় না।
আমাকে প্রাইমারি আবেদন পত্র টা দেওয়া যাবে, আমার সহধর্মিনী তিন মাসের গর্ভবতী, ওর জন্য আবেদন করতে চাইলাম। যদি সাহায়্যে করেন উপকার হবে আমার।
AKON KI ABEDON KORA JABE
চলতি মাসে বিভিন্ন উপজেলায় করা যাচ্ছে। আপনি যোগাযোগ করে দেখুন আপনার উপজেলায় শুরু হয়েছে কিনা।
এখানে ফরম পাবেন: https://dwa.portal.gov.bd/sites/default/files/files/dwa.portal.gov.bd/page/146b9031_9dc0_42db_99f5_5dde4ab8b332/Maternity%20Allowance%20form.pdf
গর্ভবতী ভাতার কাজ নাকি বন্ধ
না। নিকটস্থ সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন।
আমার গর্ভকালীন সময়ে এখন ৩৪ সপ্তাহ। আমি চার মাস সময় আবেদন করতে চাইছিলাম কিন্তু তখন বলছে এখন আবেদন করা যাবে না এখন কি আমি আবেদন করতে পারবো
পারবেন। যদি ইউপি না করতে দেয় তবে স্থানীয় সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন।
Amar ekhon 8 mas ses Ami ki abedon Korte parbo
পারবেন।
১৯ বছর বয়সে (আন আইডি আছে) প্রথম সন্তানের ক্ষেত্রে আবেদন করা যাবে? স্বামী স্রী আলাদা জায়গার ভোটার হলে কোথা থেকে আবেদন করা লাগবে?
যে কোন এক জায়গা হতে করলেই হবে যেখান থেকে নাগরিক সনদপত্র পাওয়া যাবে।
ইউপি মেম্বার 6000 টাকা ঘুষ চায়
সমাজসেবা অধিদপ্তরে অথবা ৯৯৯ এ কল করে অভিযোগ করুন।
আজ 22/09/25 তারিখ , ইউপি বলে এখন ও সফটওয়্যার বন্ধ। এটা কি সত্যি নাকি আমাকে ঘুরাইতেছে?
সাইট খোলা থাকে তবে বছরে চারটি প্রান্তিকে ভাতা প্রদান করা হয় সেক্ষেত্রে সাময়িক সময় অনলাইন এন্ট্রি স্থগিত থাকে। সঠিক তথ্য পেতে জেলা সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করুন।