বাংলাদেশ সরকার অসহায় ও দরিদ্র জনসাধারণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করছে। দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলায় এই সহায়তা দেয়া হয়।নারী, পুরষ ও শিশু কেউ যদি টাকার অভাবে মামলা করতে না পারেন অথবা বিনা বিচারে কারাগারে আটক থাকেন, তাহলে সরকারি খরচে আইনগত সহায়তা পাবেন। সব ধরনের ফৌজদারী ও দেওয়ানী মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়।

যে সকল মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়

ফৌজদারীফৌজদারীদেওয়ানী
চুরি, ডাকাতি, ছিনতাইঅবৈধ অস্ত্র সংক্রান্ত অপরাধসন্তানের অভিভাকত্ব
স্ত্রীর বিনা অনুমতিতে ¯^vgxi বিয়েমার-পিট বা যে কোন শারীরীক আঘাতভরণপোষন ও দেনমোহর আদায়
শারীরিক নির্যাতনহত্যাবিবহি বিচ্ছেদ
যৌতুক দাবী, যৌতুকের জন্য নির্যাতনআত্ন হত্যার প্ররোচনাসম্পত্তির পূনরুদ্ধার
এসিড নিক্ষেপপ্রতারণা, জালিয়াতিদলিল বাতিল
পাচারমাদক সংক্রান্ত অপরাধস্থায়ী  নিষেধাজ্ঞা
অপহরণপর্ণগ্রাফীসম্পত্তি বন্টন বা বাটোয়ারা
ধর্ষণমানহানিঘোষনা মূলক মামলা
আইন শৃঙ্খলা বাহিনী কতৃক আটক বা গ্রেফতারচুক্তি সংক্রান্ত মামলা

সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তির শর্ত ও যোগ্যতা ২০২২

  • কর্মক্ষম নন, আংশিক কর্মক্ষম, কর্মহীন বা বার্ষিক ১৫০০০০ ( এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকার উর্ধে আয় করতে অক্ষম এমন মুক্তিযোদ্ধা।
  • বয়স্ক ভাতা পাচ্ছেন এমন কোন ব্যাক্তি। ভিজিডি কার্ডধারী দুঃস্থ মাতা।
  • পাচারের ফলে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু।
  • দুর্বৃত্ত দ্বারা এসিডদগ্ধ নারী বা শিশু।
  • দর্শ গ্রামে গৃহ বা ভূমি বরাদ্দ প্রাপ্ত ব্যাক্তি;Ø অসচ্ছল বিধবা, পরিত্যাক্তা এবং দুঃস্থ মহিলা;Ø উপার্জনে অক্ষম এবং অসহায় প্রতিবন্ধী।
  • আর্থিক অসচ্ছলতার দরুন আদালতে অধিকার প্রতিষ্ঠা বা আত্মপক্ষ সমর্থন করতে অসমর্থ ব্যক্তি।
  • বিনা বিচারে আটক এমন ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থন করার যথাযথ ব্যাবস্থা গ্রহণে আর্থিকভাবে অসচ্ছল।
  • আদালত কতৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে বিবেচিত ব্যাক্তি।
  • জেল কর্তৃপক্ষ কর্তৃক আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল বলে সুপারিশকৃত বা বিবেচিত ব্যাক্তি।
  • আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ এর উদ্দেশ্য পূরণকল্পে সংস্থা কর্তৃক সময় সময় চিহ্নিত আর্থিকভাবে অসচ্ছল, নানাবিধ আর্থ-সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ ব্যাক্তি যিনি আর্থিক অসচ্ছলতার কারণে অধিকার প্রতিষ্ঠার মামলা পরিচালনায় অসমর্থ।
  • অসচ্ছল বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি বলতে এমন ব্যক্তিদের বুঝাবে যাদের বার্ষিক গড় আয় ১০০০০০ ( এক লক্ষ) টাকার বেশী নয়।

আইনি সহায়তার আবেদন ফরম পাবেন যেখানে

  • খুলনা জেলা লিগ্যাল এইড অফিস
  • কারাগার কর্তৃপক্ষ
  • উপজেলা চেয়ারম্যান/ ইউএনও এর কার্যালয়
  • ইউপি চেয়ারম্যান/ ইউপি সচিব এর কার্যালয় থেকে পেতে পারেন।

ফ্রি তে আইনি সহায়তা পাওয়ার জন্য যোগাযোগ ঠিকানা  ও হেল্প লাইন

  1. প্রতিটি জেলা লিগ্যাল এইড অফিস, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
  2. প্রতিটি ইউপি চেয়ারম্যান ও চেয়ার পার্সন ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি।
  3. হট লাইন- ০১৯৫১- ৮৮৪৪৫৫অথবা ০ ১৮৬১৭৭৪৪৫৫

সরকারি খরচে আইনী সহায়তা প্রার্থীদের জন্য বেশ কিছু কাগজপত্র প্রয়োজন পড়বে। কাগজপত্র মূলত বিষয় ভিত্তিক হয়ে থাকে। জমি জমার মামলার জন্য একধরনের কাগজপত্র এবং পারিবারিক মামলার জন্য আরেক ধরনের কাগজপত্র। যেমন-

জমি-জমা সংক্রান্ত মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্র

  1. সিএস, এসএ, আরএস রেকর্ডের কাগজপত্র
  2. খাজনার দাখিলা
  3. দলিলের কপি (মূল/জাবেদা)
  4. নাম খারিজের কাগজ
  5. ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদ

পারিবারিক মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্র

  • কাবিন নামা
  • তালাক নামা (প্রয়োজনীয় ক্ষেত্রে)
  • ভোটার আইডি কার্র্ড/ জন্ম নিবন্ধন সনদ
  • বাচ্চার জন্ম নিবন্ধন কার্ড (প্রয়োজনীয় ক্ষেত্রে)
  • ২য় বিবাহের কাবিন নামা (প্রয়োজনীয় ক্ষেত্রে)

ফৌজদারী/ নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার ক্ষেত্রে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজ-পত্র

  • মেডিকেল সার্টিফিকেট
  • অন্যান্য কাগজপত্র
  • ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন সনদ

২০১৬ সালে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে ডিজিটাইজেশন করা হয়। এ ব্যবস্থাপনার আওতাভুক্ত করা হয় জাতীয় হেল্পলাইন কলসেন্টার ১৬৪৩০। টোল ফ্রি এ নম্বরে ফোন করে যে কেউ আইনি পরামর্শ নিতে পারেন। সাধারণ মানুষের দোরগোড়ায় লিগ্যাল এইড সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয় লিগ্যাল এইড অনলাইন কার্যক্রম

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3063 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *