গ্রাম প্রতিরক্ষা দলের ও আনসার বাহিনীর সদস্যবৃন্দের চাকুরী সংস্থানের জন্য বিভিন্ন সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের দপ্তরে পদ সংরক্ষণ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রী পরিষদ সচিবালয়
সংস্থাপন বিভাগ রেগ-১ শাখা।
স্মারক নং ইডি/রেগ-১/এম-১৪/৭৯০১০২(২০০) তারিখ: ঢাকা, ১৬ নভেম্বর, ১৯৭৯
বিষয়: গ্রাম প্রতিরক্ষা দলের ও আনসার বাহিনী সদস্যবৃন্দের চাকুরী সংস্থানের বিভিন্ন সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থাসমূহের দফতরে পদ সংরক্ষণ।
সূত্র: সংস্থাপন বিভাগের স্মারক নং ইএসটিটি/আর-৭৩/৭২০১০১০৯(৫০০) তারিখ ৫-৯-৭২ ইং এবং স্মারক নং ইডি/আর-১/আর-১৩০/৭৬/১৮২(৩০০) তারিখ: ৯-১২-৭৬।
(১) শিক্ষিত ও যোগ্য গ্রাম প্রতিরক্ষা দলের এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দের চাকুরী সরকারী ও স্বায়ত্ত্বশাসিত সংস্থাসমূহের দফতরে নন-গেজেটেড পদের শতকরা ১০ (দশ) টি পদ তাহাদের জন্য সংরক্ষিত থাকিবে। উক্ত সংরক্ষিত কোটা বর্তমান জেলাওয়ারী কোটার অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে।
(২) উল্লিখিত সংরক্ষিত কোটাভুক্ত পদের জন্য উপযুক্ত বিবেচিত হইতে হইলে প্রার্থীকে তাহার দরখাস্তের সহিত মহকুমা প্রশাসক জেলা প্রশাসক অথবা আনসার এডজুটেন্ট কর্তৃক প্রদত্ত লিখিত সার্টিফিকেট দাখিল করিতে হইবে।
(৩) উপরোক্ত সিদ্ধান্ত সকল মন্ত্রণালয় ও বিভাগের এবং তাহাদের অধীনস্থ সরকারী ও স্বায়ত্ত্বশাসিত সংস্থাসমূহের সকল নিয়োগকর্তাকে গোচরীভূত করার জন্য অনুরোধ করা যাইতেছে।
(মো: রমজান আলী মিঞা)
উপ-সচিব (রেগ-১)
গ্রাম প্রতিরক্ষা দলের ও আনসার বাহিনীর সদস্যবৃন্দের চাকুরী সম্পর্কে: ডাউনলোড