জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

আয়কর হিসাবের মত জিপিএফ সুদ হিসাব ২০২৪ । স্ল্যাবভিত্তিক জিপিএফ ফান্ডের হিসাব দেখুন

সরকারি কর্মচারীদের জিপিএফ এর উপর স্ল্যাবভিত্তিক মুনাফা প্রয়োগ করা হয়। ফলে অধিক জেরধারীর মুনাফার হার কমে আসছে। অনেকেই প্রজ্ঞাপনটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করেই বলা আছে প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফা এবং ১৫-৩০ লক্ষ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লক্ষের উপরে হলে ১১% প্রযোজ্য এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লক্ষ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জিভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে।

আয়করের স্লাবের মত করে জিপিএফ সুদ হিসাব করা হচ্ছে। আজ আমরা দেখবো কিভাবে স্ল্যাবভিত্তিক মুনাফা নির্ণয় করে। ২০২১-২২ অর্থ বছরের জিপিএফ স্লীপে ঠিক কিভাবে হিসাব করা হয়েছে সেটিই আমরা দেখে নিব। ৩৫ লক্ষ টাকা জিপিএফ জমা হলে প্রারম্ভিক জেরের উপর অর্থাৎ ১ম ১৫ লাখ টাকার উপর ১৩% হারে সুদ ধার্য হয়। ২য় ১৫ লাখ টাকার উপর ১২% হারে মুনাফা ধরা হয়েছে এবং  অবশিষ্ট টাকার উপর ১১% হারে বাৎসরিক জমার উপর সুদ সর্বশেষ স্লাবের উপর ধার্য হয়েছে। চলুন একটি উদাহরণের সহায্যে বিষয়টি পরিস্কার হওয়া যাক।

২০২৩-২৪ অর্থ বছরের জিপিএফ স্লিপ

উপরের জিপিএফ স্লিপে প্রারম্ভিক জের ৫৯,৯৯,২০১.২৪ টাকা প্রারম্ভিক জের রয়েছে। সারা বছর ১৭৮০০ করে একই হারে ১২ মাস অর্থাৎ জুলাই/২১ হতে জুন/২২ পর্যন্ত কর্তন করা হয়েছে। কোন উত্তোলন নাই। এবার আমরা স্ল্যাব ভিত্তিক মুনাফা বের করবো। প্রথমে প্রারম্ভিক জের ৫৯,৯৯,২০১.২৪ টাকার মুনাফার এর করবো। ১৫ লক্ষ টাকার উপর ১৫,০০,০০০*১৩% = ১,৯৫,০০০ টাকা এবং পরবর্তী ১৫ লক্ষ টাকার উপর ১২% হারে ১৫,০০,০০০*১২% = ১,৮০,০০০ টাকা এবং পরবর্তী ৫৯,৯৯,২০১.২৪-৩০,০০,০০০ = ২৯,৯৯,২০১.২৪ টাকার উপর ১১% হারে ২৯,৯৯,২০১.২৪*১১% = ৩,২৯,৯১২.১৩ টাকা সহ প্রারম্ভিক জেরের উপর সর্বমোট মুনাফা ৭,০৪,৯১২.১৩ টাকা।

এবার মাসিক চাঁদার মোট জমা ১৭৮০০*১১%  = ২,১৩,৬০০ টাকার উপর মুনাফা বের করবো। ১৭৮০০*১১% (ক্রমপুঞ্জিভূত হার)  = ১২,৭২৭ টাকা। তাহলে সর্বমোট মুনাফা দাড়াল  ৭,০৪,৯১২.১৩+১২,৭২৭ =  ৭,১৭,৬৩৯.১২ টাকা যা জিপিএফ স্লিপের মুনাফার সাথে মিলে গেছে। এখন সমাপনী জের দেখবো প্রারম্ভিক জের+মোট চাঁদা জমা+মুনাফা = সমাপনী জের (৫৯,৯৯,২০১.২৪+ ২,১৩,৬০০+৭,১৭,৬৩৯.১৩) = ৬৯,৩০,৪৪০.৩৬ টাকা যা সমাপনী ব্যালেন্স বা ক্লোজিং ব্যালেন্সের সাথে মিলে যায়।

এখন প্রশ্ন আসতে পারে ১২,৭২৭ টাকা মুনাফা কিভাবে হিসাব করলাম?

আপনি কোন অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করলে হবে না কারণ সেগুলো ১৩% মুনাফা ধরে সূত্র প্রয়োগ করা আছে অথবা আপনি মাসিক কিস্তিতে ০.৮৪৫ দ্বারা গুণ করলেও হবে না। তাহলে?

প্রথমে মাসের কিস্তিকে ১১% মুনাফা বের করে ১২ দিয়ে ভাগ করে ১৬৩.‌১৭ টাকা বের করা হয়েছে এবং ক্রমপুঞ্জি যোগ কে প্রতিমাসে ১১% দিয়ে গুন করে ১২ দিয়ে ভাগ করে এভাবে মোট ১২ মাসের মুনাফা এক্সেল শীটে বের করে যোগ করা হয়েছে। নিচের চিত্র খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে আপনি অসম কিস্তির মুনাফা বের করতে পারবেন।

জিপিএফ মাসিক কিস্তির হিসাব পদ্ধতি

এক্সেল শিটের লিংক দিয়ে দিলাম আপনি শুধু কিস্তিগুলো বসালেই মুনাফা বের হয়ে যাবে। এখান থেকে সংগ্রহ করে নিন এক্সেল শীটটি: ডাউনলোড

 

জিপিএফ মুনাফার হার ২০২৩-২০২৪ । স্ল্যাব ভিত্তিক জিপিএফ মুনাফার নির্ণয় করার নিয়ম

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

One thought on “আয়কর হিসাবের মত জিপিএফ সুদ হিসাব ২০২৪ । স্ল্যাবভিত্তিক জিপিএফ ফান্ডের হিসাব দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *