বাংলাদেশ সরকার ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এ বিনিয়োগের পরিমান অনলিমিটেড করলেও মুনাফার হার কমিয়ে দিয়েছে। পূর্বের রেট যেখানে ৬ এর নিচে ছিল না যেখানে স্ল্যাবভিত্তিক রেট সর্বনিম্ন ২-৩% এ নামিয়ে এনেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
অর্থ মন্ত্রণালয়
সঞ্চয় শাখা
নং-০৮.০০.০০০০.০৪১,২২,০১৭.১৬ তারিখ: -০৪ এপ্রিল ২০২২
প্রজ্ঞাপন
The U.S. Dollar Premium Bond Rules, 2002 (Amended upto 30 June 2012) 498 US Dollar Investment Bond Rules, 2002 (Amended upto 30 June 2012) অনুযায়ী নিয়ােক্ত দু’টি বন্ডে বিনিয়ােগের শ্রেণির্সীমা ও মুনাফার হার নিম্নরুপভাবে পুনঃনির্ধারণ করা হইলঃ
- বর্ণিত সঞ্চয় স্কিম দুটির নতুন স্ল্যাব ইউএস ডলার (US$) এ হবে এবং স্কিম দুটির ক্ষেত্রে বিনিয়ােগের উর্ধ্বসীমা থাকবে না;
- নতুন স্ল্যাবভিত্তিক মুনাফা প্রদানের ক্ষেত্রে বর্ণিত স্কিম দুটির পূর্বের বিনিয়ােগ হিসাবায়ন হবে। তবে নতুন স্ল্যাব চালুর পূর্বে ইস্যুকৃত সঞ্চয় স্কিম দুটির মুনাফার হার ক্রয়কালীন বিদ্যমান হারে প্রযােজ্য হবে;
- বর্ণিত স্কিম দুটির বিনিয়ােগের পরিমাণ অন্যান্য সকল সঞ্চয়স্কিম হতে আলাদা হিসাবায়ন হবে; এবং
- স্কিম দুটির লেনদেন সংক্রান্ত সকল রিপাের্ট-বিটার্ণ ইউএস ডলার (US$) এর পাশাপাশি বাংলাদেশী মুদ্রায় (BDT) পাওয়ার ব্যবস্থা থাকবে।
২। জনস্বার্থে এই আদেশ জারি করা হইল।
রাষ্ট্রপতির আদেশক্রমে
(দীপক কুমার বিশ্বাস)
উপসচিব
ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে ২০১৭-১৮ অর্থবছরে ২৩ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৪৭ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৩০ কোটি টাকা ও ২০২০-২১ অর্থবছরে ২৩ কোটি টাকা বিনিয়োগ করেন প্রবাসীরা। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) বিনিয়োগ হয় মাত্র ৪ কোটি টাকা। আর এ সময় ৫৩ কোটি টাকার বন্ড নগদায়ন বা ভাঙানো হয়।
ইউএস বন্ড বিনিয়োগে মুনাফার হার পুন:নির্ধারণ ২০২২ : ডাউনলোড