বদলির ক্ষেত্রে নতুন পদেও ক্ষতিপূরক ভাতার বিধান থাকিলে যোগদানকালে ক্ষতিপূরক ভাতা পাইবেন। তবে দুইটি পদের ভাতার ভিন্নতা থাকিলে প্রাপ্য ভাতার মধ্যে যে পরিমাণটি কম, তাহা পাইবেন। বিধি-২০
ক্ষতিপূরক ভাতা Compensatory Allowance
বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট ২ এর বিধিসমূহ ক্ষতিপূরক ভাতা বিধি হিসাবে অভিহিত। এই বিধিসমূহ সকল সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিধিমালার ব্যাখ্যা প্রদানের ক্ষমতা সরকার সংরক্ষণ করেন। বিধি-১, ২, ও ৩
ক্ষতিপূরক ভাতা উত্তোলনের শর্তাদি
১) ক্ষতিপূরক ভাতার অর্থের পরিমাণ এমণভাবে নিয়ন্ত্রণ করিতে হইবে, যেন ইহা গ্রহণকারীর একটি লাভের উৎসে পরিণত না হয়। বিধি-৭
২) কোন সরকারি কর্মচারী ক্ষতিপূরক ভাতা সংযুক্ত পদের দায়িত্ব ত্যাগ করিলে তাহার ক্ষতিপূরক ভাতর প্রাপ্যতা বন্ধ হইবে। বিধি-৯
৩। বদলির ক্ষেত্রে নতুন পদেও ক্ষতিপূরক ভাতার বিধান থাকিলে যোগদানকালে ক্ষতিপূরক ভাতা পাইবেন। তবে দুইটি পদের ভাতার ভিন্নতা থাকিলে প্রাপ্য ভাতার মধ্যে যে পরিমাণটি কম, তাহা পাইবেন। বিধি-২০