পাবলিক বিল বা ভাউচার অডিট কর্তৃপক্ষ কর্তৃক কি কি বিষয় অডিট করবেন সে বিষয়ে নির্দেশনা ও পদ্ধতি জারি করা হয়েছে – পাবলিক অডিট বিল ২০২৩

মিতব্যয়িতা, দক্ষতা এবং ফলপ্রসূতা অডিট-এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মহা হিসাব নিরীক্ষক, এই আইনের অধীন প্রণীত বিধি অনুযায়ী সকল সরকারি দপ্তর বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সংবিধিবদ্ধ কর্পোরেশন বা সরকারি কোম্পানী বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষ বা অনুরূপ সকল সংস্থার মিতব্যয়িতা, দক্ষতা এবং ফলপ্রসূতা অডিট করিতে পারিবেন।

বেসরকারি প্রতিষ্ঠানের কি কি বিষয় অডিট করবেন? বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় প্রদত্ত সরকারি অর্থের বিষয়ে অডিট কার্যক্রম। -এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন প্রণীত বিধি অনুযায়ী, মহা হিসাব নিরীক্ষক- কোন প্রতিষ্ঠান বা সংস্থাকে কোন অর্থবছরে সংযুক্ত তহবিল হইতে কোনো ঋণ বা সাহায্য-মঞ্জুরী প্রদান করা হইলে, মহা হিসাব নিরীক্ষক উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার ব্যয় ও প্রাপ্তি অডিট করিতে পারিবেন। এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট, চ্যারিটি, এবং সুশীল সমাজ সংগঠন বা অন্য কোন বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা যাহার সহিত সরকারের সরাসরি কোন স্বার্থ সংশ্লিষ্টতা নাই সেইরূপ কোন প্রতিষ্ঠানে সংযুক্ত তহবিল হইতে কোন অর্থ, তহবিল, অনুদান কিংবা ভর্তুকি প্রদান করা হইলে, উক্ত অর্থ ব্যয়ের যথার্থতা সম্পর্কে অনুসন্ধান, পরীক্ষা ও যাচাই করিতে পারিবেন এবং উক্তরূপ অনুসন্ধান, পরীক্ষা ও যাচাই কার্যক্রম সংযুক্ত তহবিল হইতে বরাদ্দকৃত অর্থের মধ্যেই সীমাবদ্ধ রাখিবেন।

বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা যাহার সহিত সরকারের সরাসরি কোন স্বার্থ সংশ্লিষ্টতা নাই সেইরূপ কোন প্রতিষ্ঠানে সংযুক্ত তহবিল হইতে কোন অনুদান বা ঋণ প্রদান করা হইলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ কর্তৃক যেই সকল শর্তসাপেক্ষে অনুদান বা ঋণ প্রদান করা হইয়াছে সেই সকল শর্ত সন্তোষজনকভাবে প্রতিপালিত হইয়াছে কিনা মহা হিসাব নিরীক্ষক তাহা যাচাই করিতে পারিবেন; এবং
(৪) উপধারা (২) ও (৩) এর বিধানসমূহ বিদেশী রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থায় সংযুক্ত তহবিল হইতে প্রদত্ত অনুরূপ কোন অনুদান বা ঋণসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।

সরকারি প্রতিটি ব্যয়ের ক্ষেত্রে খতিয়ে দেখবে অডিট বিভাগ / বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সরকারি ও বেসরকারি বিল পরীক্ষা ও নিরীক্ষা করবেন

রুলস অব বিজনেজ ১৯৯৬ অনুসরণ করেই জারি করা হয়েছে।

পাবলিক অডিট বিল, ২০২৩ PDF Download

ব্যয় ও পরিশোধ অডিট ।  এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মহা হিসাব নিরীক্ষক

  • (ক) সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আইন, বিধি, বিধানাবলী প্রতিপালনপূর্বক যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ করা হইয়াছে, তাহা মিতব্যয়িতার সহিত সেই উদ্দেশ্যেই ব্যয়পূর্বক হিসাবভুক্ত করা হইয়াছে কিনা তাহা নিশ্চিতকল্পে সংযুক্ত তহবিল হইতে ব্যয়িত সকল অর্থের অডিট করিবেন;
  • (খ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে মহা হিসাব নিরীক্ষক সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন, বাণিজ্য ও লাভ-ক্ষতি হিসাব এবং ব্যালেন্স শিটসহ তাহাদের নিকট রক্ষিত সকল হিসাব অডিট করিবেন; এবং
  • (গ) প্রজাতন্ত্রের সরকারি হিসাব হইতে পরিশোধিত সকল অর্থের অডিট করিবেন।

রাজস্ব আদায়ও কি অডিট করা হবে?

মহা হিসাব নিরীক্ষক সরকারি হিসাবসমূহে প্রাপ্য সকল রাজস্ব ও প্রাপ্তি (Receipt) অডিট করিতে পারিবেন। যে সকল রাজস্ব সংযুক্ত তহবিলে প্রাপ্য তা যথাযথ এবং সঠিকভাবে জমা ও হিসাবভুক্ত হইয়াছে কিনা। রাজস্ব সম্পর্কিত আইন, বিধি ও পদ্ধতিসমূহ পরিপূর্ণভাবে প্রতিপালিত হইয়াছে কিনা। সরকারের রাজস্বসমূহ, যথা:- কর এবং কর ব্যতীত রাজস্ব ইত্যাদি, তাহা যথাযথভাবে নিরূপণ (Assessment) ও আদায় নিশ্চিতকল্পে পর্যাপ্ত পদ্ধতি ও ব্যবস্থা রহিয়াছে কিনা; এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাবের প্রাপ্তিসমূহ প্রযোজ্য আইন, বিধি ও পদ্ধতি অনুযায়ী যথাযথ এবং সঠিকভাবে জমা ও হিসাবভুক্ত হইয়াছে কিনা তাহা যাচাই করিবেন এবং এ সকল বিষয়ে সন্তুষ্ট হইবার উদ্দেশ্যে তিনি যেইরুপ রেকর্ড ও হিসাব পরীক্ষা করা উপযুক্ত মর্মে বিবেচনা করিবেন, তাহা পরীক্ষা করিবেন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2985 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *