প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) MS Word File ২০২২ ডাউনলোড

প্রত্যাশিত শেষ বেতনপত্র পেনশনের যাওয়ার সময় সংগ্রহ করতে হয়, পেনশনে যাওয়ার পূর্বে অবসর উত্তর ছুটি বা পিআরএল এ যেতে হয় পিআরএল মঞ্জুরের কাগজপত্রের মধ্যে ইএলপিসি একটি। তাই অবসর উত্তর ছুটিতে যাওয়ার দুই মাস পূর্বেই ইএলপিসি ELPC সংগ্রহ করতে হয়। নিচের ইএলপিসি’র একটি নমুনাসহ ওয়ার্ড ফাইল সংযুক্ত করা হলো।

 

সংযোজনী-১

প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি)

Expected Last Pay Certificate (ELPC)

(পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর ২.০৫ অনুচ্ছেদ অনুসারে)

(গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসার পূরণ ও জারি করিবেন এবং নন-গেজেটেড কর্মচারীগণের  ক্ষেত্রে সংশ্লিষ্ট আয়ন ও ব্যয়ন কর্মকর্তা পূরণ করিবেন এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার প্রতিস্বাক্ষরে জারি করিবেন)

১। কর্মচারীর তথ্যাদি:

    (ক) নাম                                                       : —————————————————————-

    (খ) পদবি (বর্তমান)                                       : —————————————————————-

    (গ) জাতীয় পরিচয় নম্বর                                 : —————————————————————-

    (ঘ) অফিস                                                  : —————————————————————-

    (ঙ) জন্ম তারিখ                                            : —————————————————————-

    (চ) গ্রাহ্য চাকরিতে প্রথম যোগদানের তারিখ ও পদবি: —————————————————————-

    (ছ) অবসরগ্রহণের তারিখ                                 : —————————————————————-

    (জ) অবসর-উত্তর ছুটি (পিআরএল) আরম্ভের তারিখ  : —————————————————————-

    (ঝ) চূড়ান্ত অবসরগ্রহণের তারিখ                         : —————————————————————-

    (ঞ) শেষ আহরিত বেতন স্কেল                         : —————————————————————-

    (ট) পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ               : —————————————————————-

২। দেয় মাসিক বেতন-ভাতার বিবরণ:

বিষয়/খাত অবসর-উত্তর ছুটি আরম্ভের অব্যবহিত          পূর্বের তারিখে (টাকা) চূড়ান্ত অবসরগ্রহণের অব্যবহিত পূর্বের তারিখে (টাকা)
(ক) মূল বেতন: (খ) পিআরএল কালীন বার্ষিক বেতন বৃদ্ধি (পরিমাণ): (গ) বিশেষ বেতন: (ঘ) দায়িত্ব/বিশেষ ভাতা: (ঙ) বাড়ি ভাড়া ভাতা: (চ) চিকিৎসা ভাতা: (ছ) মহার্ঘ ভাতা:
(জ) যাতায়াত ভাতা: (ঝ) ধোলাই ভাতা: (ঞ) ব্যক্তিগত ভাতা: (ট) কারিগরি ভাতা: (ঠ) আপ্যায়ন ভাতা: (ড) টিফিন ভাতা: (ঢ) মোবাইল/সেল ফোন ভাতা: (ণ) আবাসিক টেলিফোন নগদায়ন ভাতা: (ত) অন্যান্য        
   

৩। ভবিষ্য তহবিলের হিসাব:

    (ক) হিসাব নং ———————————————– বই নং—————————— পৃষ্ঠা নং————–

    (খ) হিসাবটি সরকার প্রদত্ত মুনাফাসহ/মুক্ত ——————————————————————————–

    (গ) বেতন হইতে নিয়মিত মাসিক জমার হার:  টাকা ———————————————————————-

    (ঘ) বিগত ৩০ শে জুন, ২০……… তারিখ পর্যন্ত মুনাফাসহ মোট স্থিতি/জমা টাকা —————————————–

    (ঙ) অবসর-উত্তর ছুটি আরম্ভের অব্যবহিত পূর্বের তারিখে প্রত্যাশিত মোট স্থিতি/জমা টাকা ——————————–

    (চ) আবেদনে উল্লিখিত তারিখ (পিআরএল-এ গমনের ৬ মাসের ঊর্ধ্বে নয়) পর্যন্ত প্রত্যাশিত মোট স্থিতি/জমা
         টাকা ————————————————-

আদায়যোগ্য বকেয়া ও গৃহীত অগ্রিমের সুদসহ অবশিষ্ট কর্তনের বিবরণ:

খাত আদায়যোগ্য বকেয়া/গৃহীত অগ্রিমের সুদসহ অবশিষ্ট (টাকা) মাসিক কর্তনের হার (টাকা) অবসরগ্রহণের অব্যবহিত পূর্বের তারিখে প্রত্যাশিত অবশিষ্ট (টাকা)

     (ক) গৃহ নির্মাণ/ফ্ল্যাট ক্রয়/জমি ক্রয় অগ্রিম

     (খ) মটর কার/সাইকেল/কম্পিউটার

     (গ) ভ্রমণ ভাতা অগ্রিম

     (ঘ) অগ্রিম বেতন

     (ঙ) বাড়ি ভাড়া

     (চ) গাড়ি ভাড়া

     (ছ) প্রাধিকার প্রাপ্ত গাড়ির অগ্রিম

     (জ) গ্যাস বিল

     (ঝ) বিদ্যুৎ বিল

     (ঞ) পয়ঃ ও পানি কর

     (ট) পৌর কর

     (ঠ) অন্যান্য

     (ড) সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের রেকর্ডের ভিত্তিতে কর্মকর্তা/কর্মচারীর নিকট হইতে অন্য কোন আদায়যোগ্য অর্থ
         

          (যদি থাকে) ———————————————————————————————————

     (ঢ) প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট হইতে প্রাপ্ত অডিট আপত্তি ও বিভাগীয় মামলা ইত্যাদি সম্পর্কিত তথ্যাদি (যদি থাকে) লাল
          কালিতে উল্লেখ করিতে হইবে:

         ……………………………………………………………………………………………………………………………..

অর্জিত ছুটির হিসাব:

ছুটির ধরন মোট অর্জিত মোট ভোগকৃত মোট অবশিষ্ট  
(ক) পূর্ণ গড় বেতনে        
(খ) অর্ধ গড় বেতনে        

ভারপ্রাপ্ত কর্মকর্তার তারিখসহ স্বাক্ষর

      সীলমোহর (নামযুক্ত)

নং—————————————————————————   তারিখ:—————————————

জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরিত হইল:

১।

২।

৩।

 

প্রত্যাশিত শেষ বেতনপত্র (ইএলপিসি) Expected Last Pay Certificate (ELPC) : ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2986 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *