ফর্ম I আবেদনপত্র । নমুনা

বিভাগীয় প্রার্থী হিসেবে অনুমতির আবেদনপত্র।

সরকারি কর্মচারীদের নিজ দপ্তরে নতুন সার্কুলে উপরস্ত পদে বা অন্য কোন সমপদে আবেদন করতে নিয়োগকারী কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে অনলাইন বা অফলাইন আবেদনের জন্য অনুমতি নিতে হয়। নিচে আবেদনের অনুমতির জন্য নমুনা প্রদান করা হলো।

বরাবর,
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
শেরে-ই-বাংলা নগর , আগারগাঁও, ঢাকা-১২০৭।

(যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে)

বিষয়: সরকারী চাকুরীতে আবেদনের অনুমতি প্রসঙ্গে।

মহোদয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার দপ্তরের ইক্যুইপমেন্ট পদে বাংলাদেশ বেতার , ঢাকায় কর্মরত আছি। আমি আপনার দপ্তরে গত ১৩/১২/২০২০ খ্রি: তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির রেডিও টেকনিশিয়ান পদে আবেদন করতে ইচ্ছুক।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমাকে উক্ত রেডিও টেকনিশিয়ান পদে আবেদনের অনুমতি দানে আপনার সদয় সু-মর্জি হয়।

বিনীত
তারিখ: ২০-০৪-২০১৯ইং
(নির্জর ঢালি)
ইক্যুইপমেন্ট
বাংলাদেশ বেতার
ঢাকা

বিভাগীয় প্রার্থী হিসেবে অনুমতির আবেদনপত্র: ডাউনলোড

বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথীলযোগ্য।, বিভাগীয় প্রার্থী কারা? বিভাগীয় প্রার্থীর সুবিধা।,

সরকারি কর্মচারীদের মধ্যে যারা প্রশাসন শাখা বা হিসাব শাখায় কাজ করেন তারাই কেবল চাকরি সম্পর্কিত বিধি বিধানগুলো সম্পর্কে ভাল ধারণা রাখেন। অবশিষ্ট ৮০% কর্মকর্তা/ কর্মচারীই সরকারি চাকরির বিধানাবলী, বাংলাদেশ সার্ভিস রুলস, হালনাগাদ পেনশন রুলস, ভ্রমণ বিধি ও প্রাপ্যতা , উৎসব ভাতার প্রাপ্যতা, সরকারি কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা বা চিকিৎসা শেষে ব্যয় উত্তোলন, বিভিন্ন ভাতাদির প্রাপ্যতা, বিভিন্ন ধরনের অগ্রিম সুবিধা গ্রহণ, নিয়োগ ও বদলি নীতিমালা, বিভিন্ন ধরনের ছুটি কিভাবে নিতে হয়, বাসা বরাদ্দ বা বাড়ি ভাড়া প্রাপ্যতা, শিক্ষা সহায়ক ভাতা বা রেশন সুবিধা ইত্যাদি সর্ম্পকে ভাল ধারনা রাখেন না। এই ওয়েবসাইটটিতে উপরোক্ত বিষয়গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে। সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ কর্মচারী যাতে সহজেই ব্যাপার গুলো বুঝতে পারে এবং যদি কোন বিধি বুঝতে সমস্যা হয় তা নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি কোন বিধি বা নীতিমালা বুঝতে অসমর্থ হয় তবে আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন। ,

কিছু কর্মকর্তা/ কর্মচারীদের কাছে সরকারি চাকরির বিধি বিধানের কিছু বইও হয়তো সংগ্রহে আছে কিন্তু তা মূলত সংগ্রহেই মাত্র বের করে পড়ার সময় বা সুযোগ নেই। কারও সময় বা সুযোগ থাকলেও বের করে পড়া পর্যন্ত হয় না। আবার দেখা যায় যে, অসংখ্য বইয়ের মধ্যে একটি সামারি বই চাকরির বিধানাবলীই শুধুমাত্র সংগ্রহ রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত অসংখ্যা বই রয়েছে যেগুলো আবার প্রতি বছরই আপডেট হয়ে থাকে আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকেন তবে আপনি সকল আপডেট তথ্যই পেয়ে যাবেন। ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *