বর্তমান মূলবেতন নিরূপিনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের কোন ধাপের সমান না হলে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চধাপে বেতন নির্ধারণ করতে হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
বাস্তবায়ন অনুবিভাগ
বাস্তবায়ন-১ অধিশাখা
www.mof.gov.bd
নং-০৭.০০.০০০০.১৬১.৪৪.০০৪.১৩.৭৯; তারিখ: ১০ জুন ২০২১
বিষয়: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত লিডার, ফায়ারফাইটার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্ট পদসমূহের বেতনগ্রেড উন্নীত হওয়ার প্রেক্ষিতে বেতন নির্ধারণ জনিত সমস্যা দূরিকরণ সংক্রান্ত।
সূত্র: সুরক্ষা সেবা বিভাগের স্মারক নং ৫৮.০০.০০০০.০৫২.২২.০০৩.১৮.১৮.১৮১; তারিখ: ১২/০৫/২০২১ খ্রি:
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত লিডার, ফায়ারফাইটার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বেতন নির্ধারণের ক্ষেত্রে নির্দেশক্রমে অর্থ বিভাগের নিম্নরূপ সিদ্ধান্ত প্রদান করা হলো:
ক) বেতন স্কেল উন্নীত হওয়ার পূর্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত লিডার, ফায়ারফাইটার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্ট পদধারীদের যিনি যে সংখ্যক টাইমস্কেল পেয়েছেন/প্রাপ্য হয়েছেন, উন্নীত বেতন স্কেলের উপরে সেই সংখ্যক টাইমস্কেল গণনা করে বেতন স্কেল উন্নীত করার প্রশাসনিক মঞ্জুরি আদেশ জারীর অর্থাৎ ০৩/০২/২০২০ খ্রি: তারিখের পূর্বে তার সর্বশেষ আহরিত / প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে।
খ) বেতন স্কেল উন্নীতকরণের তারিখে টাইমস্কেল নিরুপনকৃত স্কেলে কোন কর্মচারীর বর্তমান মূল বেতন উক্ত স্কেলের সর্বনিম্ন ধাপের কম হলে সর্বনিম্ন ধাপে বেতন নির্ধারণ করতে হবে;
গ) বর্তমান মূল বেতন নিরুপনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান হলে সেই ধাপে বেতন নির্ধারণ করতে হবে; এবং
ঘ) বর্তমান মূলবেতন নিরূপিনকৃত স্কেলের সর্বনিম্ন ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের কোন ধাপের সমান না হলে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চধাপে বেতন নির্ধারণ করতে হবে।
(মো: সফিউল আলম)
উপসচিব
ফোন: ৯৫৫০৭৮১
বেতনগ্রেড উন্নীত হওয়ার প্রেক্ষিতে বেতন নির্ধারণ জনিত সমস্যা দূরিকরণ সংক্রান্ত: ডাউনলোড