সরকার গাজীপুর জেলাকে বিশেষ ক্যাটাগরীর জেলায় উন্নীত করায় ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলার শহর এলাকার জন্য বাড়ী ভাড়ার হার অন্যান্য স্থানের চেয়ে ৫% অধিক এবং দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩৩% অধিক নির্ধারণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
প্রবিধি অনুবিভাগ
প্রবিধি অধিশাখা-৩
www.mof.gov.bd
নং-০৭.১৭৩.০২২.১৪.০২.০০.০০৫.২০১১-৩০(২০০) তারিখ:০১ ফেব্রুয়ারী, ২০১১
অফিস স্মারক
বিষয়: ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলায় বাড়ী ভাড়া ও ভ্রমণ ভাতার হার নির্ধারণ।
নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, সরকার গাজীপুর জেলাকে বিশেষ ক্যাটাগরীর জেলায় উন্নীত করায় ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলার শহর এলাকার জন্য বাড়ী ভাড়ার হার অন্যান্য স্থানের চেয়ে ৫% অধিক এবং দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩৩% অধিক নির্ধারণ করা হয়েছে।
২। অর্থ বিভাগের এ সংক্রান্ত আদেশসমূহ উপরােক্ত মর্মে সংশােধিত হয়েছে বলে গণ্য হবে।
৩। এ বিধান অবিলম্বে কার্যকর হবে।
খলিল আহমদ
উপ-সচিব
ফোন-৭১৭০১৭৪
ব্যয়বহুল স্থান হিসেবে গাজীপুর জেলায় বাড়ী ভাড়া ও ভ্রমণ ভাতার হার নির্ধারণ সংক্রান্ত: ডাউনলোড