যে সকল সরকারী কর্মকর্তা বিভিন্ন সরকারী/স্বায়ত্তশাসিত/আধা-সরকারী/বিধিবদ্ধ সংস্থায় মূল পদে লিয়েন রাখিয়া প্রেষণে নিয়োগপ্রাপ্ত হন, তাহাদের প্রেষণে নিয়োজিত কার্যকালকে নিজস্ব ক্যাডারে তাহাদের উচ্চপদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদের অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হইবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সংস্থাপন মন্ত্রণালয়
বিধি-৩ শাখা।
স্মারক নং-সম/বিধি-৩/বেতন-২১/৮৯-৮৫ তারিখ: ২৫/১১/৮৯ ইং
বিজ্ঞপ্তি
সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, যে সকল সরকারী কর্মকর্তা বিভিন্ন সরকারী/স্বায়ত্তশাসিত/আধা-সরকারী/বিধিবদ্ধ সংস্থায় মূল পদে লিয়েন রাখিয়া প্রেষণে নিয়োগপ্রাপ্ত হন, তাহাদের প্রেষণে নিয়োজিত কার্যকালকে নিজস্ব ক্যাডারে তাহাদের উচ্চপদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদের অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(আতাহার ইসলাম খান)
উপ-সচিব (বিধি)
লিয়েন কার্যকাল উচ্চপদে পদোন্নতির ক্ষেত্রে ফিডার পদের অভিজ্ঞতা হিসাবে গণ্য হইবে: ডাউনলোড