সরকারি চাকরির পরীক্ষার ফি ২০২২ – সরকারি চাকরিতে সর্বনিম্ন ৫০ টাকা ফি দিয়ে আবেদন করা যেত কিন্তু এখন আর তা করা যাবে না। সকল মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/ দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়ােগের ক্ষেত্রে পরীক্ষা ফি” নিম্নরুপ ভাবে পুন:নির্ধারণ করা হয়েছে।

৯ম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেড নন ক্যাডার পদের আবেদনের ক্ষেত্রে ৬০০ টাকা, ১০ গ্রেডের চাকরির ক্ষেত্রে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১তম এবং ১২তম গ্রেড চাকরির ক্ষেত্রে ৩০০ টাকা এবং ১৩তম গ্রেড থেকে ১৬ তম গ্রেডে ২০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেড ১৭তম থেকে ২০ তম গ্রেডের আবেদন ফি ১০০ টাকা করা হয়েছে।

এখন থেকে নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। দশম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি আগের মতো ৫০০ টাকা রাখা হয়েছে। ১১ ও ১২তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ধরা হয়েছে ৩০০ টাকা। আগে গ্রেড দুটির চাকরির আবেদন ফি নির্ধারণ করা ছিল না। ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি দ্বিগুণ বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। অন্যদিকে ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ৫০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।

সরকারি চাকরির আবেদন ফি পুন: নির্ধারণ ২০২২ / সরকারি চাকরিতে বাড়ল আবেদন ফি বৃদ্ধি করা হয়েছে।

এখন সর্বনিম্ন আবেদন ফি ১০০ টাকা করা হয়েছে।

সরকারি চাকুরির পরীক্ষার ফি ২০২২ । জনবল নিয়োগের ক্ষেত্রে “পরীক্ষা ফি” পুন:নির্ধারণ

Caption: New Government job Application Fee 2022

সরকারি চাকরির আবেদন এবং পরীক্ষার ফি ২০২২ । জনবল নিয়োগের ক্ষেত্রে “পরীক্ষা ফি” পুন:নির্ধারণ করা হয়েছে।

  1. টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং পরীক্ষা ফি” বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে;
  2. টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক “পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকুলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়ােজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে;
  3. “অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়ােজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে এ অর্থ গ্রহণ করতে পারবে;
  4. “পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের “১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড” এবং “০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬” এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে; এবং
  5. কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষা ফি জমা করতে চাইলে “১- প্রাতিষ্ঠানিক কোড (চার অংক বিশিষ্ট)-পরিচালনা কোড (চার অংক বিশিষ্ট)-অর্থনৈতিক কোড (২০৩১)” এ জমা করতে হবে।
  6. এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারি চাকরির ফি কিভাবে আদায় করা হবে?

টেলিটকের মাধ্যমে অনলাইনে পরীক্ষার ফি নেয়া হবে। এর বিনিময়ে টেলিটক কমিশন পাবে। কমিশনের পরিমাণ হবে সংগৃহীত পরীক্ষার ফি আদায়ের সর্বোচ্চ ১০ শতাংশ। টেলিটকের মাধ্যমে ফি বাবদ টাকা পাঠানোর তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা হবে। এরপর ওই প্রতিষ্ঠান দ্রুত চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে। অনলাইনে ফি জমা না দিলে চালানের মাধ্যমে তা গ্রহণ করা হবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে-অর্ডারে অর্থ নিতে পারবে।

৩য় ও ৪র্থ শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষার ফি (সর্বশেষ প্রজ্ঞাপন)।