প্রশাসন I একাউন্টস I অডিট আপত্তি

সরকারি পোশাক প্রাপ্যতা ২০২৪ । ৪র্থ শ্রেণীর কর্মচারীদের পোশাক ভাতা সর্বশেষ আপডেট মোতাবেক কি কি পায়?

বাজেট ইস্যু দেখিয়ে অনেক অফিস সরকারি কর্মচারীদের প্রাপ্য পোষাক বকেয়া থাকলে দিতে চান না যা সম্পূর্ণ অনৈতিক- আপনার প্রাপ্যতা বকেয়া থাকলে তা পরবর্তী বাজেটে বুঝে নিন–সরকারি পোশাক প্রাপ্যতা ২০২৪

সরকারি পোশাক প্রাপ্যতা ২০২৪ নতুন আদেশ জারি হয়েছে? না। ১৬-২০ নম্বর গ্রেডভূক্ত কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুনঃনির্ধারণ সংক্রান্ত “পরিপত্র” সংশোধন ২০১৯ এর পর আর কোন নতুন আদেশ জারি হয়নি। সরকারি পোষাক প্রদানের ক্ষেত্রে সাধারণ কর্মীদের ক্ষেত্রে ১৬-২০ নম্বর গ্রেডভূক্ত কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুন:নির্ধারণ ২০১৮ কার্যকর। ড্রাইভারদের ক্ষেত্রে পরিবহন পুলের আদেশ কার্যকর রয়েছে- সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়িচালক এবং কারিগরি কর্মচারীদের দাপ্তরিক সাজ-পোশাকের প্রাপ্যতা যুগোপযোগীকরণের লক্ষ্যে এ বিষয়ে ইত:পূর্বে জারিকৃত সকল পরিপত্র/অফিস স্মারকসমূহ বাতিলপূর্বক সাজ-পোশাকের প্রাপ্যতা, রং ও মূল্য সরকার নিম্নরূপভাবে পুন:নির্ধারণ করেছে

জুতা কি ১ জোড়া নাকি দুই জোড়া?  ১৭-২০ নম্বর গ্রেডভূক্ত (৪র্থ শ্রেণী) কর্মচারীদের দাপ্তরিক পোষাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মূল্য পুন:নির্ধারণ ২০১৯ অনুসারে জুতা (পুরুষ কর্মচারীদের জন্য) ০১ জোড়ার পরিবর্তে ০২ জোড়া করা হয়েছে। নাম ফলক (পুরুষ মহিলা উভয় কর্মচারী) জন্য নির্ধারিত ছিল না সংশোধন করে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত কর্মচারীদের দাপ্তরিক পোশাক ও আনুষঙ্গিক দ্রব্যাদির প্রাপ্যতা ও মুল্য পুন:নির্ধারণ সংক্রান্ত ১৮.০১.২০১৮ তারিখে ৫৩ নম্বর স্মারকে জারিকৃত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। সাজ পোষাক / লিভারেজ Liveries 2019 । ১৭-২০ গ্রেডের কর্মচারীদের পোষাক প্রাপ্যতা পরিপত্র

তৃতীয় শ্রেণীর কর্মচারী কি সরকারি পোষাক পায়? না। তৃতীয় শ্রেণীর শুধুমাত্র ড্রাইভারগণ পান। তাদের জন্য আলাদা পরিবহনপুলের আদেশ জারি রয়েছে। সাজ পোষাক বা সরকারি পোষাক সিভিল এর ক্ষেত্রে শুধুমাত্র ৪র্থ শ্রেনীর কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতি বছর জুতা মোজা ছাতা পান এবং ১ বছর পর পর হাফ সাফারি ফুল সাফারি, শীতকালীন ও গ্রীষ্মকালীন পোষাক পেয়ে থাকেন। প্রথম বছর প্রায় ১০ হাজার টাকা মূল্যের পোষাক পেলে পরবর্তী বছর ৪ হাজার টাকা মূল্যে সাজ পোষাক পান। এছাড়া চাকরি চলাকালীন দাপ্তারিক পোষাক পেয়ে থাকেন। প্রথমে অর্ডার হলে ১৬ গ্রেডের কর্মচারীগণ পেলেও পরবর্তীতে ২০১৯ সালের আদেশে তা বাতিল করা হয়।

সাজ পোষাক কি বকেয়া হয়? হ্যাঁ। অবশ্যই। বাজেট বরাদ্দ না থাকলে বা ভুলক্রমে বাদ পড়লে আপনি বকেয়া বা এরিয়ার গ্রহণ করতে পারবেন।

সাজ পোষাক কি ১ বছর পর পর নাকি ২ বছর পর পর পাওয়া যায়? ১ এক বছর পর পর অর্থাৎ ২ বছরের জন্য ফুল বা সম্পূর্ন পোষাক বা সাজপোষাক পাওয়া যায়। এক বছর জুতা মোজা ছাতা পাওয়া যায় পরবর্তী বছর জুতা মোজা ছাতা সহ সম্পূর্ন পোষাক যেমন-হাফ সাফারি ফুল সাফারি, সোয়েটার ইত্যাদি পাওয়া যায়। এক বছর অন্তর অন্তর অর্থাৎ দুই বছরের জন্য প্রযোজ্য।

সরকারি পোশাক প্রাপ্যতা ২০২৪ । ৪র্থ শ্রেণীর কর্মচারীদের পোশাক ভাতা সর্বশেষ আপডেট মোতাবেক কি কি পায়?

Caption: pdf download link১৬ গ্রেড বাতিল করার অর্ডার

সরকারি পোষাক প্রাপ্যতা ২০২৪ । সাজ পোষাক কি কি পাওয়া যায়?

  1. ফুল সাফারী
  2. হাফ সাফারী
  3. জুতা
  4. মোজা
  5. ছাতা
  6. নাম ফলক
  7. হ্যান্ড গ্লভস
  8. নাম ফলকের পরিবর্তে নামের ব্যাজ/নামের ট্যাগ প্রাসঙ্গিক
  9. ভি-গলা ফুল সোয়েটার
  10. ফুল সার্ট
  11. শাড়ী ও অনুষঙ্গ জর্জেট শাড়ী ও অনুষঙ্গ
  12. সুতি শাড়ী ও অনুষঙ্গ
  13. স্যান্ডেল/জুতা
  14. শাল অথবা সোয়েটার
  15. রেইন কোট (ছাতার পরিবর্তে)
  16. ব্যাগ

লিভারেজ বা সাজ পোষাক প্রাপ্যতার শর্তাবলী কি?

সাজ পোশাকের ক্ষেত্রে দেশীয় টেক্সাইল এবং দেশীয় দ্রব্য অগ্রাধিকার দিতে হবে। সাজ পোষাক ক্রয়ে সরকারি বিধি অনুসরণ করতে হবে। অফিস সময়ে গাড়ি চালক ও কারিগরী কর্মচারীদের প্রদত্ত সাজ পোশাক পরিধান করা বাধ্যতামূলক। অন্যথায় সংশ্লিষ্ট কর্মচারীর বিরূদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ক্রমেই নগদ অর্থ প্রদান করা যাবে না।

https://bdservicerules.info/%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97/

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *