সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২
বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার ভূক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিনিয়র স্কেল পাওয়া যায়। এক বা একাধিকবার এ পরীক্ষার প্রদানের মাধ্যমে সিনিয়র স্কেল অর্থাৎ ৯ম গ্রেড হতে ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পাওয়া যায়। একটি পদোন্নতির মাধ্যমে বিসিএস ক্যাডারগণ ৩টি গ্রেড অতিক্রম করে থাকে।
পদোন্নতি বা পদোন্নয়ন বলতে কোনো কর্মীকে তার বর্তমানে আসীন পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করাকে বুঝায়। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নয়ন কর্মীদের উত্তম কাজ হিসেবে গন্য করা হয়ে থাকে। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং যোগ্যতাসম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সম্ভব হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
মাঠ প্রশাসন-১ শাখা
নম্বর- ০৫.০০.০০০০.১৩৭.০০.০৫১.২২.২৬৮ তারিখ: – ২৭ সেপ্টেম্বর ২০২২
বিষয়: সিনিয়র স্কেল পদে (৬ষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান
উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেড: টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদানের সুপারিশ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমােদিত হয়েছে।

০২। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে যারা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত আছেন, তারা স্ব স্ব পদে একই কর্মস্থলে কর্মরত থাকবেন এবং নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যােগদানপত্র দাখিল করবেন। পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা সিনিয়র স্কেলভুক্ত পদে নেই, তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যােগদানপত্র প্রেরণ করবেন (Emailiapp@mopa.gov.bd) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।
০৩। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(শেখ শামছুল আরেফীন)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ২২৩৩৫৪৫৫৯ f
সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২ (১৩ জন কর্মকর্তা) : ডাউনলোড
সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২ (০৯ জন কর্মকর্তা): ডাউনলোড
সিনিয়র স্কেল পদে পদোন্নতি প্রজ্ঞাপন ২০২২ (২০৫ জন কর্মকর্তা): ডাউনলোড




একজন ৯ম গ্রেডভূক্ত কর্মকর্তা পিএইচডি ডিগ্রির জন্য প্রেষণে আছেন। প্রেষণে থাকাকালীন তার একই ব্যাচের সাথে ৬ষ্ঠ গ্রেডের পদে তার পদোন্নতি হয়েছে। তার ব্যাচের সবাই পদোন্নতি আদেশ পেয়েই উচ্চপদে যোগদান করেছেন এবং ঐ দিন হতেই উচ্চ পদের বেতন স্কেল প্রাপ্ত হয়েছেন। কিন্তু তিনি প্রেষণে থাকাতে তার ব্যাচের অন্যদের সাথে যোগদান করতে সমর্থ হননি। পদোন্নতি আদেশে তার জ্যেষ্ঠতা অক্ষুন্ন থাকবে মর্মে উল্লেখ রয়েছে। এই কর্মকর্তা যদি ১/২ বছর পরে প্রেষণ শেষে এসে পদোন্নতি প্রাপ্ত পদে যোগদান করেন তাহলে তার উচ্চপদের বেতন স্কেল কি তার ব্যাচের অন্যরা যেদিন উচ্চপদে যোগদান করে উচ্চপদের বেতন স্কেল পেয়েছেন সেদিন থেকে তার উচ্চপদের বেতন স্কেল প্রাপ্য হবেন নাকি যেদিন প্রেষণ শেষে উচ্চপদে যোগদান করবেন সেদিন উচ্চপদের প্রারম্ভিক ধাপে তার বেতন নির্ধারণ হবে? সুচিন্তিত মতামত ও প্রমানক চাচ্ছি। দয়া করে কেউ জানলে জানাইয়েন।
প্রেষণ শেষে যখন উচ্চপদে যোগদান করবে সেদিন হতে কার্যকর হবে। বেতন কম থাকলেও জে্যষ্ঠতা হারাবে না।