ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বেতন ভাতাদি প্রদানের নিমিত্ত ২৩ মার্চ’২৫ (শনিবার) সিজিএ কার্যালয় ও এর আওতাধীন অফিসসমূহ খোলা রাখা হবে-এজি অফিস বন্ধের দিন খোলা ২০২৫
আইবাস++ কি? আইবাস++ (iBAS++) হলো সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি। এটি একটি কেন্দ্রীয় সার্ভার। এসপিএফএমএস কর্মসূচির আওতায় এই পদ্ধতিটি বাস্তবায়িত হয়েছে। আইবাস++-এ প্রবেশ করতে, ইন্টারনেট ব্রাউজারের Address বারে ibas.finance.gov.bd লিখতে হবে। আইবাস++-এ প্রবেশ করতে, অর্থ বিভাগের FSMU (Financial System Management Unit) থেকে ব্যবহারকারীর পরিচিতি (User Name, Password) সংগ্রহ করতে হবে। আইবাস++ সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছাসেবীতার ভিত্তিতে একটি গ্রুপ আছে। আইবাস++-এর পূর্ণরূপ: Integrated Budget And Accounting System.
বেতন কি ২৩ তারিখ হবে? হ্যাঁ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীর মার্চ/২০২৫ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ/২০২৫ মাসের অবসর ভাতা ২৩ মার্চ/২০২৫ তারিখে প্রদানের জন্য অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং-০৭.০০.০০০০.142.02.001.21-1৪, তারিখ: 09/03/2025 খ্রি. মোতাবেক নির্দেশনা জারি করা হয়েছে ।
শনিবার কি আইবাস খোলা থাকবে? হ্যাঁ। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় এবং অধীন সকল চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস ও উপজেলা একাউন্টস অফিসসমূহ আগামী ২২ মার্চ ২০২৫ খ্রিঃ রোজ শনিবার খোলা রেখে বেতন ভাতাদি ও অবসরপ্রাপ্ত পেনশনারগণের পেনশন পরিশোধ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানদেরকে আদিষ্ট হয়ে অনুরোধ করা হয়েছে। তাই বেতন বিল দাখিল এবং পাশ শনিবার হবে।
এজি অফিস শনিবার খোলা থাকবে । আইবাস++ এ কি শনিবারও বেতন বিল দাখিল করা যাবে?
হিসাবরক্ষণ অফিসের কাজ হলো, কোনো প্রতিষ্ঠানের আর্থিক কাজ পরিচালনা করা। এতে হিসাব সংরক্ষণ, বিবরণী তৈরি, অডিট, ব্যাংকিং, বেতন-ভাতা, বিল-ভাউচার প্রস্তুতি, আয়-ব্যয়ের হিসাব রক্ষণ, আর্থিক লেনদেনের বিশ্লেষণ, আর্থিক অবস্থার প্রতিবেদন তৈরি ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত।
- হিসাব সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করা
- অডিটের জন্য প্রয়োজনীয় জবাব/বিবরণী প্রস্তুত করা
- বিভিন্ন ফরম বিক্রয়ের রেজিস্টার, রেকর্ড তদারক ও সংরক্ষণ করা
- দৈনন্দিন আর্থিক লেনদেন রেকর্ড করা
- ব্যাংক হিসাব পরিচালনা করা
- আর্থিক বিবরণী (ফাইনান্সিয়াল স্টেটমেন্ট) প্রস্তুত করা
- প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর নিয়মিত প্রতিবেদন তৈরি করা
- প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব রাখা
- আর্থিক লেনদেনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা
- হিসাবরক্ষণ অফিসের কাজকর্ম, প্রতিষ্ঠানভেদে কিছুটা ভিন্ন হতে পারে।
আইবাস++ বন্ধ থাকে কখন?
সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিনে আইবাস++ বন্ধ থাকে। সরকারি অফিস খোলা থাকলে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত আইবাস++ চালু থাকে।আইবাস++ এর পূর্ণরূপ হলো, ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন একটি সিস্টেম। আইবাস++ এর মাধ্যমে অনলাইনে অর্থ বিভাগে দাখিল করা যায়। এছাড়াও, আইবাস++ এর মাধ্যমে সংক্রান্ত যাবতীয় দলিল, প্রতিবেদন ও বিশ্লেষণ তৈরি করা হয়। তবে এইমাসে সাপ্তাহিক ছুটির দিনে শনিবার আইবাস++ খোলা থাকবে।