নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

সরকারি ট্রান্সফার বা বদলির নিয়ম ২০২৪ । কর্মচারীদের ০৩ বছর পর পর কি বদলি করতেই হবে?

সরকার বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের বদলীর ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নিকট ইতিমধ্যে অর্পণ করিয়াছেন। তবে, নির্দিষ্ট কোন কোন ক্ষেত্রে সরকার জনস্বার্থে এইরূপ বদলীর ক্ষমতা সংরক্ষণ করিতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় যে, থানা নির্বাহী অফিসারদের এক কর্মস্থল হইতে বদলীর ক্ষমতা সরকার রক্ষণ করিতে পারে। এই জেলায় বদলি করা হলে পরদিনই যোগদান করতে হবে।

১। একই পদে ৩ বৎসর অতিক্রান্ত হওয়ার অব্যবহিত পূর্বেই মন্ত্রণালয়/বিভাগ ও উহার অধীনস্থ দপ্তর/পরিদপ্তসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নতুন পদে /স্থানে বদলী করিতে হইবে।

২। কর্মকর্তা ও কর্মচারী সকলের ক্ষেত্রে উক্ত আদেশ প্রযোজ্য হইবে যদি বর্তমানে প্রচলিত নিয়মানুযায়ী পদটি বদলীযোগ্য হইয়া থাকে।

৩। বিশেষজ্ঞ ও কারিগরি ধরনের পদে যে কর্মচারী ও কর্মকর্তা নিয়োজিত আছেন উক্তরোক্ত আদেশের বলে তাহাদিগকে অকস্মাৎ বদলী করা হইলে কাজকর্মের ব্যাঘাত সৃষ্টি হইতে পারে বলিয়া এই সমস্ত ক্ষেত্রে উপরোক্ত আদেশ যথোপযুক্ত বিবেচনার পর শিথিল করা যাইতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ কোন বিশেষ কর্মচারী ও কর্মকর্তাকে একই পদে রাখার পূর্ণযৌক্তিকতা প্রদর্শন করিয়া বিষয়টি সংস্থাপন বিভাগে পাঠাইতে হইবে। সংস্থাপন বিভাগ যৌক্তিকতা পরীক্ষাপূর্বক এই বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করিবেন তাহাই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

৪। যে সমস্ত কর্মকর্তা/ কর্মচারী এবং তাহাদের স্ত্রী উভয়ে একই স্থানে সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাস্তি সংস্থায় চাকুরীতে আছেন তাহাদেরও একই পদে ৩ বৎসরের অধিককাল চাকুরী হইলে বদলী করা যাইবে। তবে এইক্ষেত্রে নূতন বদলীর স্থানে উভয়ের উপযোগী পদ থাকিতে হইবে এবং উভয়কে একসঙ্গে বদলী করিতে হইবে।

৫। বেসামরিক কর্মচারীদিগের পুত্রকন্যাগণ স্কুল কলেজে অধ্যয়নরত থাকার কারণে এই বদলীর আদেশের কোন ব্যতিক্রম করা যাইবে না।

৬। উপরিউল্লিখিত কারণ ছাড়া অন্য কোন কারণে বদলীর নির্দেশ ব্যতিক্রম করিতে হইলে সংশ্লিষ্ট কর্মচারী ৩ বৎসর কাল অতিক্রম করিবার অন্তত পক্ষে ৩ মাস পূর্বে সংস্থাপন বিভাগের বিবেচনার জন্য পাঠাইতে হইবে এবং এই বিষয়ে সংস্থাপন বিভাগের প্রদত্ত মতামত চূড়ান্ত বলিয়া বিবেচিত হইবে। সংস্থাপন মন্ত্রণালয়ের ইডি/এস এ ১-১/৮২-২৬৫ (১০০) তারিখ: ১১/০৬/৮২ মোতাবেক প্রতিবৎসর ৩১ ডিসেম্বরের মধ্যে উপরোক্ত বদলীর আদেশ কার্যকর করা হইয়াছে মর্মে একটি প্রত্যয়ন পত্র সংস্থাপন বিভাগে প্রেরণ করিতে হইবে।

(ইডি/এস এ ১-১/৮২-২২৭(১০০০) তারিখ: ৬-৫-৮২ইং

ইডি/এস এ ১-১/৮২-২৩২(১০০) তারিখ: ২৪/০৫/৮২ইং

ইডি/এসএ ১-১/৮২-২৬৪; তারিখ: ১১/০৬/৮২ইং

৭। ক) সরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা/দপ্তর/পরিদপ্তর এবং অন্যান্য বদলীযোগ্য কর্মকর্তা যাহারা একই স্থানে/একই পদে তিন বৎসরের অধিককাল যাবত কর্মরত আছেন, তাহাদের অবিলম্বে বদলী করিতে হইবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ অবশ্য এই আদেশের আওতাভূক্ত নহে। (২২/৫/৮৩ইং তারিখের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত)।

খ) উল্লিখিত মন্ত্রিপরিষদ সিদ্ধান্তের কোন ব্যতিক্রম ঘটিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে সরকারি আইন ও সরকারি বিধি অনুসারে চাকুরীচ্যুতি সহ যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে।

(ইডি/এস এ ১-১৩/৮৩-২৫৭(১০০) তারিখ: ১৩/৬/৮৩ইং

৮। ইদানিং লক্ষ করা যাচ্ছে যে, কর্মকর্তাদেরকে এক স্থান/ পদ হইতে অন্যত্র বদলী করিলে তাহারা বদলিকৃত পদে/ স্থানে যোগদান করিতে অহেতুক বিলম্ব করেন।

এই বিলম্বের ফলে নানাবিধ প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। অতএব, সরকার নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করিতে বাধ্য হইয়াছেন।

ক) যেই ক্ষেত্রে স্থান পরিবর্তন প্রয়োজন নয়, সেই সকল ক্ষেত্রে বদলীর আদেশ জারির ৭ (সাত) দিনের মধ্যে অবশ্যই কার্যভার হস্তান্তরপূর্বক নতুন পদে যোগদান করিতে হইবে।

খ) যেইক্ষেত্রে স্থান পরিবর্তন প্রয়োজন, সেই সকল ক্ষেত্রে বদলী আদেশ জারির ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে অবশ্যই কার্যভার হস্তান্তরপূর্বক নূতন পদে যোগদান করিতে হইবে।

উপরোক্ত নিদের্শের ব্যতিক্রম ঘটিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সরকারি আইন ও সংশ্লিষ্ট বিধি অনুসারে চাকুরীচ্যূতিসহ যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইতে পারে।

[সার্কুলার নং ইডি/এস এ -১-৭৪/৮৩-২৫/৩০০ তারিখ: ৬/৬/৮৩ইং]

০৯। সাধারণভাবে কোন সরকারি কর্মচারীকে তাহার অবসর গ্রহণের পূর্বের তিন বৎসরের চাকুরীকালীন সময়ে কোন নতুন পদে বা নতুন কোন কর্মস্থলে বদলী করা যাইবে না। তবে সরকার, সরকারি চাকুরীর কোন জরুরীত্বে প্রয়োজন বলিয়া বিবেচনা করিলে এবং সংশ্লিষ্ট কর্মচারীপদের দায়িত্ব সন্তোষজনকভাবে প্রতিপালনে ব্যর্থ হইলে এই নিয়মের ব্যত্যয় করিতে পারে।

[স্মারক নং এমই আর(রেগ-৪)-১৭৫/৮৩-৮৭ তারিখ: ২৫/০৮/৮৩ইং

১০। অনেক কর্মকর্তা বর্তমান কর্মস্থলে থেকে বদলীর আদেশ জারি করার পরও নতুন কর্মস্থলে যোগদান করেন না বরং যাহাতে নূতন কর্মস্থলে যোগদান না হয় এইজন্য কালক্ষেপন করেন এবং বদলী বাতিলের জন্য অবাঞ্চিত তদবিরের আম্রয় নেন। তাছাড়া অনেক কর্মকর্তা বিশেষ স্থানে বা বিশেষ পদে যাওয়ার জন্যও তদবিরের আশ্রয় নেন। এই ধরনের তদবির ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার আওতায় অসদাচরণ বলিয়া গণ্য করা হয় এবং তাহা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা যাইতেছে এবং এই ধরনের তদবিরের আশ্রয় নেয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হইতেছে। যাহারা এই ধরনের তদবিরের আশ্রয় নিবেন, ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার আওতায় তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনেও তাহা সন্নিবেশিত করা হইবে।

[সম/উনি-১/৫৭/৮৬-১৮(১০০) তারিখ: ১৩/০১/৮৭ইং]

১১। কোন কর্মকর্তাকে বদলী করার সময় বদলীর যোগ্য কর্তৃপক্ষ নিম্নোক্ত বিষয়গুলি বিবেচনায় রাখিবেন:

(ক) বদলীর আদেশ জারি করিবার পূর্বে সবদিক বিবেচনা করিয়া দেখিতে হইবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হইবে এবং তুচ্ছ কারণে বদলী পরিহার করিতে হইবে।

খ) বদলীর আদেশে বদলীকৃত কর্মকর্তা কবে পুরাতন কর্মস্থল ত্যাগ করিয়া নতুন কর্মস্থলে যোগদান করিবেন, তাহা পরিস্কারভাবে উল্লেখ করিতে হইবে।

গ) কোন কর্মচারীর বদলীর আদেশ জারি করা হইয়াছে, সেই পর্যায়ের একধাপ উপরের অফিস হইতে বাতিল, পরিবর্তন বা স্থগিত করা যাইবে।

ঘ) কেবলমাত্র স্বাস্থ্য কারণে কোন বদলী সাময়িকভাবে স্থগিত করিবার প্রয়োজনীয়তা দেখা দিলে, উহা সচিব বা যিনি বদলী করিয়াছেন সে পর্যায়ে স্থগিত করা যাইবে।

[সম/উনি-১-৫৭/৮৬-৩৩(২০০); তারিখ: ২১/১/৮৮ ইং]

১২। ক) একই নিয়োগকারী কর্তৃপক্ষের অধীনস্থ দপ্তরে যদি সমমানের পদ থাকে, তবে কর্মচারীর আবেদনক্রমে, যথাসম্ভব মানবিক কিংবা পারস্পারিক স্বার্থেক কারণে, উক্ত নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগবিধিতে এইরূপ বদলীর শর্ত থাকিলে কেবলমাত্র তাহার অধীনস্থ দপ্তরে বদলী করিতে পারিবেন। নিয়োগবিধিতে এইরুপ বদলীর শর্ত না থাকিলে যথানিয়মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগবিধি সংশোধন না করা পর্যন্ত, এই ধরনের বদলী করা যাইবে না।

খ) সরকারি অফিসের কোন কর্মচারীকে স্বায়ত্তশাসিত /আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় বদলী করা যাইবে না এবং স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত সংস্থার কোন কর্মচারীকেও অনুরূপভাবে সরকারি অফিসে বদলী করা যাইবে না। উপরের (ক) অনুচ্ছেদ অনুযায়ী বদলীর উদ্দেশ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন প্রেরণ করিতে হইবে না।

[সম(প্রশাসন-৩)-১০৭/৮৬-২৪৪ (৫০); তারিখ: ১৩/৬/৮৮ ইং]

১৩। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বদলীকৃত কোন সরকারি কর্মচারীর বদলীর মেয়াদ হইবে ২ বৎসর।

নোট: কোন সরকারি কর্মচারী চট্টগ্রাম পর্বত্য অঞ্চলের বাসিন্দা হউন বা হউন, এই আদেশ সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।

[ইডি (টিপি এইচ-সি এইচটি এস)/৫(১)-৮৩-১৯৮(১৫০) তারিখ-২৬/৬/৮৩ ইং]

১৪। একজন কর্মরত স্বামী এবং কর্মরত স্ত্রীকে যতদুর সম্ভব একই কর্মস্থলে স্বামী-স্ত্রী হিসাবে পদায়িত রাখিতে হইবে।

[পিএস/ডব্লিউ-৯৫/৭৭-১৪৭(৩৯) তারিখ: ১/২/৭৭ ইং]

১৫। সরকারি ও বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় বদলীযোগ্য কর্মকর্তা যাহারা একই স্থানে তিন বৎসরের অধিককাল যাবত কর্মরত আছেন তাহাদের অবিলম্বে বদলী করিবার নির্দেশ দেওয়া হইয়াছে। এই নির্দেশ সম্পূর্ণভাবে বাস্তবায়িত করিতে হইবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অবশ্যই এই আদেশের অন্তর্ভূক্ত নহে অথচ তাহাদের অনেকে বদলী করিয়া হয়রানি করা হইয়াছে বলিয়া অভিযোগ পাওয়া গিয়াছে। সংস্থাপন বিভাগ এই বিষয়ে তদন্ত করিয়া দেখিবে ও সরকারি আদেশের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করিবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ দাখিল করিবে। (মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত)

১৬। উক্ত মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত সকল মন্ত্রণালয়/বিভাগকে অবহিত করিলে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/পরিদপ্তর তাহাদের অধীনস্থ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলীর যৌক্তিকতা উল্লেখ করিয়া প্রশাসনিক কারণে তাহাদেরকে বদলী করা প্রয়োজন বলিয়া উল্লেখ করার প্রেক্ষিতে সরকার পরবর্তীতে আন্ত:মন্ত্রণালয় পর্যায়ে আলোচনার মাধ্যমে মন্ত্রিপরিষদ কর্তৃক গৃহীত ও রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলী সংক্রান্ত বিষয়ে নীতিমালা জারি করেন। এই গুলি নিম্নে প্রদত্ত হইল:

ক) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বদলীযোগ্য পদে কর্মচারীগণকে বদলীর প্রয়োজন হইলে প্রথমে তাহাদেরকে একই কর্মস্থলের জন্য অফিসে বদলী করা যাইতে পারে।

খ) একই কর্মস্থলে অন্য অফিসে বদলীর সুবিধা না থাকিলে নিকটতম অফিসে বদলী করা যাইতে পারে।

গ) তাহাদের বেলায় বদলীর জন্য কোন নির্দিষ্ট সময় সীমা থাকিবে না।

ঘ) শুধুমাত্র প্রশাসনিক প্রয়োজনেই এই দুই শ্রেণীর কর্মচারীকে বদলী করা যাইবে।

উপরোক্ত সিদ্ধান্ত লঙ্ঘন করিয়া তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীকে বদলী করা হইলে উহা অবশ্যই “হয়রানিমূলক” বলিয়া ধরা হইবে এবং এই সিদ্ধান্ত লঙ্ঘন করা “অসদাচরণের” সামিল হইবে।

[এমই (এডি-৩)-৩৮৮৪-১৩০; তারিখ: ১০/২/৮৭ইং]

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

31 thoughts on “সরকারি ট্রান্সফার বা বদলির নিয়ম ২০২৪ । কর্মচারীদের ০৩ বছর পর পর কি বদলি করতেই হবে?

  • [সার্কুলার নং ইডি/এস এ -১-৭৪/৮৩-২৫/৩০০ তারিখ: ৬/৬/৮৩ইং]

    উক্ত স্মারক এর কপিটা প্রয়োজন। অনুগ্রহ করে ই-মেইল-এ প্রদান করলে কৃতজ্ঞ থাকব।

  • কতৃপক্ষ আমাকে ছাড়পত্র দিয়ে দিয়েছেন, কিন্তু ছাড়পত্র গ্রহণ করার একদিন পর আমার বদলী আদেশ স্থগিত হয়েছে, আমি নতুন কর্মস্থলে যোগদান করি নাই, এখন আমি কোথায় যোগদান দিব।

  • ছাড়পত্র গ্রহণের পর নতুন চাকরিতে যোগদান করবেন।

  • আমি বাংলাদেশ ডাক বিভাগের ঢাকার একটি সার্কেলে মেইল অপারেটর হিসেবে কর্মরত আছি। অন্য সার্কেলের অধীন একই বেতন স্কেলে ডাকঘরের পোস্টাল অপারেটর হিসেবে বদলি আবেদন করা হলে বিধিবহির্ভূত বলে আবেদন প্রত্যাখ্যান করা হয়। উল্লেখ্য বর্তমানে কর্মরত সার্কেল ব্যতিত অন্য কোথাও মেইল অপারেটর এর পদ নায়। পরামর্শ চাই।

  • বিধিমালায় না থাকলে বদলি হওয়া যাবে না। পদ পরিবর্তনের সুযোগ আছে কিনা তা দেখে সেজন্য আবেদন করতে পারেন। অতপর বদলি’র আবেদন করুন।

  • আমার বদলী হয়েছে কিন্তু প্রতিষ্ঠান প্রদান ছাড়পত্র দেয়না করনীয় কি?

  • উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানান। কর্মকর্তা হলে ৭ দিন পর অটো রিলিজ।

  • আমি একজন ৩য় শ্রেণির কর্মচারী, প্রায় ২বছর পূর্বে আমার বদলীর আদেশ হয়েছে, কিন্তু কর্মকর্তা আমাকে ছাড়পত্র দিচ্ছেন না। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোন ব্যবস্থা নেন নি। এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট আবেদন করলে, জেলা প্রশাসকের কার্যালয় হতে ছাড়পত্র দেওয়ার জন্য পত্র দেওয়া হয়েছে। তবুও আমাকে ছাড়পত্র দেয়া হচ্ছে না। এমতাবস্থায় আমার করণীয় কি?

  • উর্ধ্বতন কর্তৃপক্ষকে পুন: অবগত ছাড়া করার কিছু নেই।

  • ইডি (টিপি এইচ-সি এইচটি এস)/৫(১)-৮৩-১৯৮(১৫০) তারিখ-২৬/৬/৮৩ ইং
    উক্ত স্মারক এর কপিটা প্রয়োজন। অনুগ্রহ করে ই-মেইল-এ প্রদান করলে কৃতজ্ঞ থাকব।

  • সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বদলী হলে এবং তিনি যদি সরকারি কোয়াটারে বাসকরেন তবে তিনি কতদিনের মধ্যে সরকারী বাসা ছাড়তে হবে এ বিষয়ে কোন বিধান আছে কি-না জানতে চাই।

  • সন্তানের পড়াশুনার জন্য ৬ মাস সর্বোচ্চ। বাসা বরাদ্দ বিধিমালা দেখুন।

  • আমি একজন ২য় শ্রেণীর করমকরতা।বদলীর আদেশ পেয়েছি।আমার বর্তমান কর্মস্থল থেকে যেদিন ছাড়পত্র নিবো সেদিনই বা একই দিনে কি নতুনে কর্মস্থলে যোগদান করতে পারবো?

  • একই জেলায় হলে পরদিনই যোগদান করতে হবে। অন্যথায় যোগদানকালীন সময় পাবেন।

  • তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সর্ববশেষ বদলী নীতিমালা

  • প্রতিটি দপ্তরের নিয়োগ বিধিমালা বিন্ন হয়ে থাকে।

  • আমার বদলী আদেশের পর আমি বর্তমান কর্মস্থল হতে রিলিজ নিয়েছি। কিন্তু বদলীকৃত কর্মস্থলে যোগদানের পূর্বেই নতুন করে অন্য স্থানে বদলীর আদেশ হয়েছে। এখন আমার করণীয় কী?

  • প্রথম বদলিকৃত কর্মস্থলে যোগদান করে সেখান হতে রিলিজ নিয়ে পুন: নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এখানে উল্লেখ্য যে, যদি শেষ বদলি অর্ডারে প্রথমে কর্মস্থলের নাম উল্লেখ থাকে তবে সরাসরি সর্বশেষ বদলিকৃত কর্মস্থলে যোগদান করা যাবে।

  • আসসালামুয়ালাইকুম,
    আমার কিছু দিন আগে বদলি অর্ডার হয়েছে। তারপর আমার অফিসার আমাকে রিলিজ দেই নি এবং আমি সরাসরি অবমুক্ত হয়ে আমার বদলিকৃত কর্মস্থলে যোগদান করি। যোগদান এর কিছুদিন পর আমার বদলি অর্ডার বাতিল করা হয়েছে। এখন আমি কোন অফিসে কাজ করব?

  • আসসালামুয়ালাইকুম
    আমার কিছুদিন আগে শূন্য বদলি অর্ডার হয়েছে কিন্তু আমার অফিসার আমাকে রিলিজ দেই নি এবং আমি সরাসরি অবমুক্ত হয়ে আমার বদলিকৃত কর্মস্থলে যোগদান করেছি কিন্তু আমার যোগদান এর কিছুদিন পর আমার বদলি অর্ডার বাতিল করা হয়েছে। এখন আমি এই অবস্থায় কি করতে পারি?প্লিজ একটু জানাবেন।

  • রিলিজ নিয়ে আগের আগের অফিসে যাবেন।

  • আগের কর্মস্থলে যোগদান করেন। অফিস বিধি মোতাবেক ব্যবস্থা নিবে। টেনশন করিবেন না সমাধান হবে।

  • আমি ১০ম গ্রেডে চাকরি করি। বর্তমানে চট্টগ্রামে কর্মরত আছি ০২ বছর । আমার ওয়াইফ প্রাইমারীতে কর্মরত আছে। আমাদের হোম ডিস্টিক একই। আমি কি পদ্ধতিতে আমার হোম ডিস্টিকে বদলি হতে পারবো।

  • রেফারেন্স দিয়ে স্ত্রীর কর্মরত থাকার প্রত্যয়নপত্র বা অফিস আদেশ যুক্ত করে একই কর্মস্থলে বদলির আবেদন করুন। রেফারেন্স একই https://bdservicerules.info/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F/

  • আমার ৪ মাস হয়েছে পৌরসভা তে ১৬ তম গ্রেড এ চাকরি হয়েছে আমি কি বদলি নিতে পারবো ? আমার স্থায়ী হতে আরও দুই মাস সময় লাগবে ?

  • প্রথমে স্থায়ী হউন অতপর বদলি নিতে পারবেন।

  • আমার বদলির অর্ডার হয়েছে এবং নিয়মানুযায়ী সাতদিন সময় দিয়ে স্টান্ডরিলিজের কথা লিখা আছে । সাতদিনের মধ্যে আমার উর্ধত্বন কর্ম কর্তা (সচিবালয়) আমার বদলী বিবেচনার জন্য লিখে দেন । এতিমধ্যে আমি রিলিজ না নেওয়ার পরেও আমার পোষ্টে অন্যজন যোগদান করেন এবং ঠিক ১৬ দিনের দিন আমার পূর্বের বদলির আদেশ বাতিল হয় ।এমতাবস্তায় আমার করনীয় কি ?
    আমি কি আমার আগের পদ ফিরে পাব?
    আমার পদে যে যোগদান করেছে তার কি হবে??
    প্লিজ একটু দ্রুত বলবেন ।

  • যিনি যোগদান করছেন তার যোগদান ঠিক আছে। আপনি এখন প্রধান অফিসের অধীন চলে গেছেন। আপনার অবস্থানে পদায়িত ব্যক্তির কোন ব্যবস্থা বা বদলি না হলে উক্ত পদে আপনি পুনরায় যোগদান করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *