শাস্তি । সাময়িক বরখাস্ত । অপসারণ

Govt. Job Come Back 2024 । চাকুরীতে পূর্নবহাল হলে কি সব সুবিধা ফিরে পাওয়া যাবে?

সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর বিধি-১৩ এর উপবিধি (২) এর বিধানমতে সাময়িক বরখাস্তের পর পুনর্বহাল বাংলাদেশ সার্ভিস রুলের বিধান দ্বারা নিয়ন্ত্রিত হইবে- Govt. Job Come Back 2024

সরকারি বেতন ভাতাদিও ফেরত পাওয়া যাবে? সসম্মানে অব্যাহতির ক্ষেত্রে সাময়িকভাবে বরখাস্তকৃত হলে কোন সরকারী কর্মচারী যেরূপ পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হতেন উক্তরূপ পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এবং উক্ত বরখাস্তকালীন সময় কর্মকাল হিসেবে গণ্য হবে। সসম্মানে অব্যাহতি দেয়া না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোন বেতন ভাতা মঞ্জুর করতে পারবেন এবং উক্ত বরখাস্তকালীন সময় কর্মরত বা ছুটি হিসাবে গণ্য করতে পারবেন। তবে আদেশে উল্লেখ না থাকলে তা কর্মরত বা ছুটি হিসাবে গণ্য করা যাবে না।

যদি ছুটি হিসেবে গন্য করা হয়? তবে ছুটি হিসাবে গণ্য করা হলে উক্ত ছুটির হিসাব হতে বাদ যাবে এবং সেক্ষেত্রে ছুটি কালীন বেতনের সাথে গ্রহণকৃত খোরপোষ ভাতা সমন্বয় করতে হবে। অসাধারণ ছুটি হিসাবে গণ্য করা হলে গৃহীত খোরপোষ ভাতা আদায় করা যাবে না। চাকরিকাল বা In Duty হিসেবে গন্য হলে ছুটির হিসাব হতে বাদ যাইবে না। বরং ছুটি যোগ হবে।

সরকারি চাকরিতে অবসর হতেও ফেরত আনা যায় । অবস্থা পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে।

Govt. Job Come Back । চাকুরীতে পূর্নবহাল হলে সব সুবিধা ফিরে পাওয়া যাবে

কর্মরত হিসেবে গন্য হলে সব সুবিধা বহাল হবে?

হ্যাঁ। জনস্বার্থে’ অবসর প্রদানের তারিখ হতে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (in duty) গণ্য করে তার বকেয়া বেতনভাতাদি, পদোন্নতি এবং চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন । ট্রাইব্যুনাল / আদালতে দায়েরকৃত মামলা প্রত্যাহার হবে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাময়িক বরখাস্তের পুনর্বহাল: খোরাকী ভাতা ছুটিকালীন বেতনের সহিত সমন্বয় করিতে হইবে।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *