প্রসূতি ছুটির আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটিতে যাওয়ার পূর্বেই কর্তৃপক্ষ কর্তৃক ছুটি মঞ্জুর এবং প্রসূতি ছুটিতে থাকাকালীন শিক্ষক যেন প্রতিমাসেই প্রাপ্য পূর্ণ বেতন পেতে পারেন তা’ নিশ্চিত করবেন-Govt. Salary Payment for Maternity Leave 2024
এ সংক্রান্ত আদেশটি নিম্নরুপ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬
স্মারক নং-প্রাশিঅ/৫পি/১৩বিদ্যা-ঢাকা/০৮/৩৮৯ (৫১০) তারিখ: ১৩ মে ২০০৯
পরিপত্র
বিষয়: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রসূতিকালীন প্রতিমাসে বেতন প্রদান।
সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০০৯ সনের এপ্রিল মাসে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত।
দেশে বিদ্যমান বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএসআর ১ম খন্ডে বিধি-১৯৭ অনুযায়ী প্রসূতি ছুটি ভোগের সুযোগ রয়েছে। প্রসূতি ছুটি ভোগরত অবস্থায় ছুটিতে যাওয়ার প্রাক্কালে উত্তোলিত বেতনের হারে পূর্ণ বেতন প্রাপ্য হবেন মর্মে নির্দেশনা থাকলেও বেতন প্রতিমাসে বা ছুটি শেষে একত্রে প্রাপ্য হবেন কিনা এ বিষয়ে কোন নির্দেশনা নাই। এ পরিপ্রেক্ষিতে প্রায়শ: লক্ষ্য করা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রসূতি ছুটি ভোগ শেষে সুস্থতার সনদ দাখিলক্রমে চাকুরিতে যোগদান পরবর্তীতে একত্রে ছুটিকালীন সময়ের পূর্ণ বেতন প্রদান করা হয়। এতে অর্থনৈতিকভাবে দূর্বল শিক্ষকগণ নিদারুন আর্থিক কষ্টে নিপতিত হয়।
০২। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট শিক্ষকদের প্রসূতি ছুটির আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটিতে যাওয়ার পূর্বেই কর্তৃপক্ষ কর্তৃক ছুটি মঞ্জুর এবং প্রসূতি ছুটিতে থাকাকালীন শিক্ষক যেন প্রতিমাসেই প্রাপ্য পূর্ণ বেতন পেতে পারেন তা’ নিশ্চিত করবেন।
স্বাক্ষরিত/-
১৩/০৫/২০০৯
শ্যামল কান্তিঘোষ
মহাপরিচালক।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রসূতিকালীন প্রতিমাসে বেতন প্রদান সংক্রান্ত পরিপত্র সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড