জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

GPF Approval Authority 2024 । সরকারি জিপিএফ, গৃহ নির্মাণ অগ্রিম মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে?

সরকারি কর্মচারীদের অগ্রিম মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে এটা নিয়ে প্রায়ই আমরা দ্বিধাদন্ধে থাকি। গৃহ নির্মাণ অগ্রিম ও বিশেষ বিবেচনায় অগ্রিম-GPF Approval Authority 2024

১। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান।

২। বিভাগীয় প্রধানের ক্ষেত্রে সরকার

৩। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে অফিস প্রধানের নিম্ন পদস্থ কোন কর্মকর্তা অগ্রিম গ্রহণকারী কর্মচারীর নিয়োগকারী কর্তৃপক্ষ হলে অফিস প্রধান। অফিস প্রধান নিয়োগকারী কর্তৃপক্ষ হলে বিভাগীয় প্রধান।

অফেরতযোগ্য অগ্রিম

১। গেজেটেড ও নন-গেজেটেড উভয়ের জন্য বিভাগীয় প্রধান।

২। বিভাগীয় প্রধানের ক্ষেত্রে সরকার।

অন্যান্য অগ্রিম

১। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান।

২। বিভাগীয় প্রধানের ক্ষেত্রে সরকার।

৩। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে -নিয়োগকারী কর্তৃপক্ষ।

[বিধি-১৩(১), জিপিএফ বিধিমালা, ৭৯]

**তহবিলে সঞ্চিত অর্থের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে যে মাসে অগ্রিম মঞ্জুর করা হবে তার পূর্ববর্তী ৩ মাসের জমাকৃত চাঁদা হিসাবে ধরা যাবে না। [বিধি-১৩(৭), জিপিএফ বিধিমালা, ১৯৭৯]

GPF Approval Authority 2024 । সরকারি জিপিএফ, গৃহ নির্মাণ অগ্রিম মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে?

সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ [বাংলা ও ইংলিশ ভার্সন)

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *