বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

Hill Allowance Bangladesh 2025 । সরকারি কর্মচারীদের মাসিক পাহাড়ি ভাতা কত টাকা?

সরকারি বেতন ভাতাদি আদেশ, ২০১৫ এর ২৭ নং অনুচ্ছেদ অনুযায়ী ০১ জুলাই, ২০১৬ তারিখ হইতে পার্বত্য জেলাসমূহের জেলা সদর ও সদর উপজেলায় নিযুক্ত সকল কর্মচারীর জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৩,০০০ (তিন হাজার) টাকা এবং অন্যান্য উপজেলার জন্য মূল বেতনের ২০% হারে সর্বোচ্চ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা পাহাড়ি ভাতা প্রদেয় হইবে।

পাহাড়ি ভাতা কি? পাহাড়ি ভাতা হল সেই ভাতা যা সরকার কর্তৃক পাহাড়ি অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রদান করা হয়। এই ভাতা সাধারণত মূল বেতনের একটি শতাংশ হিসেবে দেওয়া হয় এবং এর পরিমাণ অঞ্চল ও পদের ওপর ভিত্তি করে ভিন্ন হয়। বর্তমানে, পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ হারে পাহাড়ি ভাতা পেয়ে থাকেন। তবে, এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ৩ হাজার টাকা (জেলা পর্যায়ে) এবং ৫ হাজার টাকা (উপজেলা পর্যায়ে) পর্যন্ত সীমাবদ্ধ।

পাহাড়ি ভাতা কি বাড়বে? সম্প্রতি, বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন পাহাড়ি ভাতা মূল বেতনের সমপরিমাণ করার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন। এই প্রস্তাব অনুযায়ী, পাহাড়ি অঞ্চলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ও মানবিক দিক বিবেচনা করে এই ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। যদি এই প্রস্তাব সরকার কর্তৃক গৃহীত হয়, তাহলে পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল বেতনের সমান পরিমাণ পাহাড়ি ভাতা পেতে পারেন।

সকল জাতীয় পে স্কেল গেজেট (১৯৭৩-২০১৫)

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *