আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

ibas++ DDO ID Registration System। DDO হিসাবে USER ID এবং Password প্রাপ্তির পর করনীয় কি দেখুন

ডিডিও রেজিষ্ট্রেশন ফরমে যেই মোবাইল নম্বর উল্লেখ করবেন সেই মোবাইল নম্বরে DDO হিসাবে একটি USER ID এবং ONE TIME PASSWORD(OTP) এর SMS পাবেন ৷

এই SMS পাওয়ার পর ibas.finance.gov.bd/ibas2/security/login লিংকে গিয়ে সিষ্টেম থেকে প্রাপ্ত USER ID এবং PASSWORD দিয়ে Login দিলে পরবর্তীতে Changed Password নামে একটি Dialogbox আসবে ৷ এখানে আপনি সিষ্টেম থেকে প্রাপ্ত ONE TIME PASSWPRD (OTP) পরিবর্তন করে নিজের পছন্দমত ন্যুনতম ০৬ বর্নমালা এবং সংখ্যার মিশ্রনে একটি Password দিয়ে Save দিবেন ৷ Save করার পর পুনরায় ibas.finance.gov.bd/ibas2/security/login লিংকে যেয়ে সিষ্টেম থেকে প্রাপ্ত USER ID এবং Changed Password দিয়ে Login দিলেই আপনি DDO মডিউলে প্রবেশ করতে পারবেন ৷

একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, OTP (One Time Password) অবশ্যই পরিবর্তন করতে হবে ৷ কারন iBAS++ সিষ্টেম থেকে যেই Password টি পাবেন তা একবারই ব্যবহার হবে শুধুমাত্র Passwrd পরিবর্তন করার জন্য ৷ সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার মোবাইলে DDO USER ID এবং OTP (One Time Password) এর SMS এসেছে কিনা ৷ যদি এসে থাকে তাহলে উপরের প্রক্রিয়ায় Password Changed করে নিতে হবে ৷

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *