ডিডিও রেজিষ্ট্রেশন ফরমে যেই মোবাইল নম্বর উল্লেখ করবেন সেই মোবাইল নম্বরে DDO হিসাবে একটি USER ID এবং ONE TIME PASSWORD(OTP) এর SMS পাবেন ৷
এই SMS পাওয়ার পর ibas.finance.gov.bd/ibas2/security/login লিংকে গিয়ে সিষ্টেম থেকে প্রাপ্ত USER ID এবং PASSWORD দিয়ে Login দিলে পরবর্তীতে Changed Password নামে একটি Dialogbox আসবে ৷ এখানে আপনি সিষ্টেম থেকে প্রাপ্ত ONE TIME PASSWPRD (OTP) পরিবর্তন করে নিজের পছন্দমত ন্যুনতম ০৬ বর্নমালা এবং সংখ্যার মিশ্রনে একটি Password দিয়ে Save দিবেন ৷ Save করার পর পুনরায় ibas.finance.gov.bd/ibas2/security/login লিংকে যেয়ে সিষ্টেম থেকে প্রাপ্ত USER ID এবং Changed Password দিয়ে Login দিলেই আপনি DDO মডিউলে প্রবেশ করতে পারবেন ৷
একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, OTP (One Time Password) অবশ্যই পরিবর্তন করতে হবে ৷ কারন iBAS++ সিষ্টেম থেকে যেই Password টি পাবেন তা একবারই ব্যবহার হবে শুধুমাত্র Passwrd পরিবর্তন করার জন্য ৷ সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার মোবাইলে DDO USER ID এবং OTP (One Time Password) এর SMS এসেছে কিনা ৷ যদি এসে থাকে তাহলে উপরের প্রক্রিয়ায় Password Changed করে নিতে হবে ৷