চিকিৎসা । আর্থিক সহায়তা

ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষুধ প্রাপ্তি ও ভীড় কম?

সরকারি কর্মকর্তা/ কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গকে সরকারি কর্মচারি হাসপাতাল, ফুলবাড়িয়া, ঢাকায় চিকিৎসা সেবা গ্রহণের জন্য সরকার স্বতন্ত্র ব্যবস্থা করে রেখেছে-ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪

কাগজপত্র কি কি নিয়ে যেতে হবে? সরকারি কর্মচারী হাসপাতালে সেবা পেতে একজন সরকারি কর্মচারীকে তার নিজের অফিস আইডি বা পরিচয় পত্র যেটি এবং তার জাতীয় পরিচয় পত্র বা এন আই ডি অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। যদিও বর্তমান কর্তৃপক্ষ একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে বলা হয়েছে অফিস প্রধানের প্রত্যয়ন পত্রসহ ছবি ও অন্যান্য তথ্য নির্ধারিত ফর্মে জমা দিয়ে হাসপাতাল কার্ড সংগ্রহ করতে হবে। জানুয়ারি সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক প্রদত্ত কার্ড প্রদর্শন করতে হবে। বর্তমানে দ্বিতীয় তলায় গিয়ে জাতীয় পরিচয় পত্র ও দাপ্তরিক পরিচয় পত্রের অরিজিনাল কপি প্রদর্শন করে দশ টাকা ফিদিলেই টিকিট পাওয়া যায়। মাত্র ১০ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাতে পারবেন, বিভিন্ন প্রকার টেস্ট করতে পারবেন এবং ওষুধপত্র সংগ্রহ করতে পারবেন।

ঢাকার বাহির থেকে কর্মচারী হাসপাতালে কিভাবে যাবেন? যারা সাভার থেকে যাবেন তারা অবশ্যই শুভযাত্রাতে উঠবেন শুভযাত্রা পরিবহনে উঠলে আপনি সরাসরি কর্মচারী হাসপাতালে গেটে নামতে পারবেন। আপনি দেশের যেকোন প্রান্ত থেকে এই শুধু শাহবাগ মোড়ে চলে আসলে সরকারি কর্মচারী হাসপাতালে যাওয়া সহজ হবে। বাংলাদেশ সচিবালয়ের পাশেই কর্মচারী হাসপাতাল অবস্থিত এবং এটি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে। যে কোন সরকারি কর্মচারী ঢাকা শাহবাগ মোড়ে অথবা পিজি হাসপাতালের কাছাকাছি অবস্থান করে থাকলে তিনি একটি রিক্সাযোগেই দুই থেকে তিন কিলোমিটার পর পাড়ি দিয়ে সরকারি কর্মচারী হাসপাতালে পৌঁছে যেতে পারবেন। মোটকথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এরিয়া থেকে আপনি বাস অথবা সিএনজি অথবা রিকশাযোগে ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতালে যেতে পারবেন।

সদর হাসপাতাল ও কর্মচারী হাসপাতালের সেবার মধ্যে পার্থক্য কি? প্রতিটি জেলার সদর হসপিটাল বা জেনারেল হাসপাতালে যেমন টিকিট কেটে সেবা পাওয়া যায়। ঠিক সরকারি কর্মচারী হাসপাতালেও মাত্র 10 টাকায় টিকিট কেটে আপনি ডাক্তার দেখাতে পারবেন রক্ত পরীক্ষা প্রসাব পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করতে পারবেন। এছাড়া বিনামূল্যে ডাক্তার প্রেসক্রাইব করা ৭০% ঔষধ সংগ্রহ করতে পারবেন। সদর হাসপাতাল ও কর্মচারী হাসপাতাল এর মধ্যে বড় পার্থক্য হল কর্মচারী হাসপাতাল সাধারণ জনগণের জন্য উন্মুক্ত নয়। ফলে সদর বা জেনারেল হাসপাতালের মতো খুব বেশি ভিড় পরিলক্ষিত হয় না। পরীক্ষা-নিরীক্ষা ওষুধপত্র পেতেও ভিড় মাড়িয়ে যেতে হয় না। প্রতিটি ডাক্তার ৭০ থেকে ১০০ জন রোগী ফেস করে থাকে তার মানে আপনাকে সেবা পেতে প্রতিটি ক্ষেত্রে খুব বেশি বেগ পেতে হবে না।

সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড থাকলে থাকলে সেবা পেতে আর কোন কিছুই লাগবে না/ নির্ধারিত ফরম পূরণ করে সরকারি কর্মচারী হাসপাতালে জমা দিয়ে একবার তার সংগ্রহ করলে সেভাবে কোন অসুবিধায় পড়তে হবে না

সব ধরনের চিকিৎসায় কি এই হসপিটালে বিনামূল্যে পাওয়া যায়? হ্যাঁ। রক্ত পরীক্ষা কিডনি পরীক্ষা প্রসাব পরীক্ষা ও অন্য যেকোনো সেবা আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। সত্তর শতাংশ ঔষধ আপনি বিনামূল্যে পাবেন এতে খুব বেশি ভীর অথবা কষ্ট করতে হবে না। তাই ফ্রি চিকিৎসা সেবা পেতে সরকারি কর্মচারী সহ তার পরিবার পরিজন অবশ্যই ঢাকা ফুলবাড়িয়াতে চলে আসবেন।

Caption: Kormochari Hospital Form

সরকারি কর্মচারী হসপিটাল ফর্ম ২০২৪ । সত্যায়িত ছবি, তথ্য ও ফর্মে অফিস প্রধানের স্বাক্ষর থাকতে হবে

  • প্রথমে সরকারি কর্মচারী চাকরির প্রমাণকস্বরূপ নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র দাখিল করবেন।
  • অতঃপর পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণকসহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য প্রদান করতে হবে;
  • তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/(বাচ্চাদের ক্ষেত্রে) টিকা সনদের কপি জমা দিতে হবে;
  • নির্ধারিত স্থানে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে;
  • সরকারি কর্মচারীর নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদের নিবন্ধন সম্পন্ন করা হবে;
  • পিআরএল ভোগরত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পিআরএল আদেশের কপি ও এনআইডি’র কপি জমা দিতে হবে; অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) ও এনআইডি’র কপি জমা দিতে হবে;
  • আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব-স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতিত কোন সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ছাড়া সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না;
  • ৩১ জানুয়ারি, ২০২৫ তারিখের পর ‘সরকারি হিসেবে নিবন্ধিত আইডিসমূহ ‘বেসরকারি হিসেবে রূপান্তর করা হবে।
  • স্ব-স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার ‘সরকারি হিসেবে নিবন্ধন করে ‘স্বাস্থ্য কার্ড’ প্রদান করা হবে।

হাসপাতাল ফর্ম জমার সময় বাড়ছে?

হ্যাঁ। ফ্রিতে সরকারি সেবা পেতে ফর্ম জমা দিয়ে কার্য সংগ্রহ করতে হবে। সরকারি কর্মচারী হাসপাতালে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী সরকারি কর্মচারীগণকে (পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে) স্বাস্থ্য কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীগণ কর্তৃক স্ব- স্ব দপ্তর হতে নির্ধারিত ছকে সংগৃহীত প্রত্যয়নপত্র জমাদানের পরিপ্রেক্ষিতে পূর্ব নিবন্ধিত অথবা নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। আগ্রহী সরকারি কর্মচারীকে নমুনা ছক অনুযায়ী স্ব-স্ব কর্তৃপক্ষ হতে প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিয়ে আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে হাসপাতালের নিবন্ধন শাখা হতে ‘স্বাস্থ্য কার্ড’ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

দ্বিতীয় তলায় গিয়ে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয়

তৃতীয় তলায় গিয়ে ডাক্তার প্রদত্ত টেস্ট করাতে হয় বিনামূল্যে

ষষ্ঠ তলায় গিয়ে আপনাকে ডেস পাচ কক্ষে ফরম জমা দিতে হবে

তৃতীয় তলায় শিশু বিভাগের পাশেই ক্যান্টিন রয়েছে

অতিরিক্ত কোন খরচ করতে হয় না

আপনি চাইলে বেসিক টেস্ট বেসরকারিভাবে ৬৩০ টাকা দিয়ে করাতে পারেন

বেসরকারি লোকও টাকা দিয়ে চিকিৎসা নিতে পারে

দুপুরে একটা পর্যন্ত টিকিট দেওয়া হয়

দুপুর একটার পর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়

প্যাথলজিকাল রিপোর্ট কি ঐদিনই পাওয়া যায়? না প্যাথলজিকাল রিপোর্ট সাধারণত পরের দিন পাওয়া যায়। কোন টেস্টের রিপোর্ট পেতে আপনাকে হসপিটালে যেতে হবে না আপনি অনলাইনেই সেটি সংগ্রহ করতে পারেন। রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তীতে আপনি রিপোর্টসহ ডাক্তার দেখাতে পারবেন। মোটকথা একই দিনে আপনি পরীক্ষা-নিরীক্ষা করবেন আবার পুনরায় ডাক্তার দেখাবেন ব্যাপারটি এমন নয়। 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *