সন্তান হওয়ার ছুটি ২০২৪ । মাতৃত্বকালিন ছুটি কোন প্রকার ছুটি হতে বিয়োগ হয় না
সরকারি কর্মচারীদের মধ্যে মহিলারা মা হওয়ার সময় ৬ মাস ছুটি পেয়ে থাকেন। যদিও পুরুষের জন্য প্যাটারনিটি লিভের কোন আইন হয়নি। একাধিকবার এমন আলোচনা আসলেও পিতা হওয়ার জন্য কোন ছুটি পাশ হয়নি-সিজার বা নরমাল ভাবে মা হতে গেলে চাকরিজীবনে ২ বার মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়-সন্তান হওয়ার ছুটি ২০২৪
প্রসূতি ছুটি। –
(১) কোন কর্মচারীকে পূর্ণ গড় বেতনে সর্বাধিক ৬ (ছয়) মাস পর্যন্ত প্রসূতি ছুটি মঞ্জুর করা যাইতে পারে এবং উহা তাহার পাওনা ছুটি হইতে বাদ দেওয়া যাইবে না।
(২) প্রসূতি ছুটি মঞ্জুরির অনুরোধ কোনো নিবন্ধিত চিকিৎসক কর্তৃক সমর্থিত হইলে, উপযুক্ত কর্তৃপক্ষের বিবেচনার মতে কর্মচারীর প্রাপ্য অন্য যে কোনো ছুটির সহিত একত্রে বা সম্প্রসারিত করিয়া মঞ্জুর করা যাইতে পারে।
(৩) কর্পোরেশনের চাকরি জীবনে কোনো কর্মচারীকে ২ (দুই) বারের অধিক প্রসূতি ছুটি মঞ্জুর করা যাইবে না।
- সামাজিক নিরাপত্তা ভাতার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি ২০২৫ । ভাতার টাকা পেতে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে NID-নিবন্ধিত সিম বাধ্যতামূলক?
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: শুক্র-শনিবারে কাটছে ৯ দিন, লম্বা ছুটি কবে?
- Celebrate the Month of Love with Exclusive Bonuses at TK999APPS — Special Promotions for Bangladeshi Players
- সরকারি ক্রয় কার্যক্রমে বড় সংস্কার ২০২৫ । ই-জিপি-তে ডকুমেন্ট দাখিল বাধ্যতামূলক, সরলীকরণ হলো টু-স্টেজ টেন্ডার প্রক্রিয়া?
- রিয়েল এস্টেট ক্রেতাদের জন্য সুখবর ২০২৫ । জমি হস্তান্তর ও নামজারিতে অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ করলো সরকার?
মাতৃত্বকালিন ছুটি কোন প্রকার ছুটি হতে বিয়োগ হয় না এ সংক্রান্ত বিধিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর:
- প্রশ্ন: তিন বার কি এ ছুটি নেয়া যায়?
- উত্তর: না।
- প্রশ্ন: অর্জিত ছুটি হতে কি এ ছুটি বিয়োগ হবে?
- উত্তর: না।




