মিলিটারি পেনশন আইন ২০২৫ । স্বেচ্ছায় অবসরগ্রহনে প্রাপ্য পেনশন থেকে ২৫% কর্তন হয়?
স্বেচ্ছায় (অকালীন) অবসরগ্রহণের কারণে কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন, ১৯৮১, রুল-১৬ অনুযায়ী তাঁর প্রাপ্য পেনশন থেকে ২৫% কর্তন হবে-মিলিটারি পেনশন আইন ২০২৫
সেনাবাহিনী পেনশন রুলস কোনটি? বাংলাদেশে সেনাবাহিনীর সদস্যদের পেনশন সংক্রান্ত বিধিমালা মূলত “Compendium of Military Pension, 1981” শিরোনামে প্রকাশিত হয়েছে। এই বিধিমালার আওতায় কমিশনপ্রাপ্ত অফিসার, অনারারি কমিশনপ্রাপ্ত অফিসার, জুনিয়র কমিশনপ্রাপ্ত অফিসার এবং অন্যান্য পদমর্যাদার সদস্যদের অবসর ও পেনশন সুবিধা নির্ধারিত হয়েছে । এই বিধিমালার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের পেনশন, গ্র্যাচুইটি, অবসরকালীন ভাতা, এবং অন্যান্য সুবিধার বিস্তারিত নির্ধারণ করা হয়েছে। এতে পেনশন প্রাপ্তির যোগ্যতা, হিসাবের পদ্ধতি, এবং বিভিন্ন পরিস্থিতিতে প্রযোজ্য বিধানসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশ সেনা আইন, ১৯৫২ -এই আইনের ১৮ নম্বর ধারায় সেনা সদস্যদের অবসর, মুক্তি বা অব্যাহতি সংক্রান্ত বিধান রয়েছে । সার্ভিস পেনশন: নির্ধারিত চাকরির মেয়াদ পূর্ণ করার পর মাসিক পেনশন সুবিধা। চাকরির মেয়াদ অনুযায়ী এককালীন অর্থ প্রদান। নির্ধারিত সময়ের আগে অবসর গ্রহণের ক্ষেত্রে পেনশনের নির্দিষ্ট অংশ কর্তন করা হতে পারে। সেনা সদস্যের মৃত্যুর পর তার নির্ভরশীল পরিবার সদস্যদের জন্য পেনশন সুবিধা। অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য সামরিক হাসপাতাল ও আবাসন প্রকল্পে সুবিধা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রতিরক্ষা মন্ত্রণালয়
গণভবন কমপ্লেক্স
শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭
www.mod.gov.bd
নম্বর: ২৩.০০.০০০০.১৮০.১৩.০৭১.১৮.৪০২; তারিখ: ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রজ্ঞাপন
বাংলাদেশ সেনাবাহিনীর নিম্নবর্ণিত ৪ (চার) জন অফিসারকে তাদেঁর নামের পাশে বর্ণিত বিধি অনুযায়ী কর্তনসহ বাংলাদেশ আমি এ্যাক্ট সেকশন-১৮, আর্মি রুলস ১২ (১), আমি রেগুলেশন্স (রুলস) ২৬১, আর্মি রেগুলেশন্স (ইনস্ট্রাকশন্স ১৬৯ এবং কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন, ১৯৮১, রুল-১৬ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে স্বেচ্ছায় (অকালীন) অবসর প্রদান করা হলো:
১। বিএ-৫০২৬ লে. কর্নেল আসিফ ইকবাল,এইসি-স্বেচ্ছায় (অকালীন) অবসরগ্রহণের কারণে কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন, ১৯৮১, রুল-১৬ অনুযায়ী তাঁর প্রাপ্য পেনশন থেকে ২৫% কর্তন হবে।
২। বিএ-৬৩৪৪ মেজর, মো: দেলোয়ার হোসেন, এসপিপি, পিএসসি, আর্টিলারি-স্বেচ্ছায় (অকালীন) অবসরগ্রহণের কারণে কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন, ১৯৮১, রুল-১৬ অনুযায়ী তাঁর প্রাপ্য পেনশন থেকে ২৫% কর্তন হবে।
৩। বিএ-৬৬০৬ মেজর, মো: রাজীব উল ইসলাম, পদাতিক-স্বেচ্ছায় (অকালীন) অবসরগ্রহণের কারণে কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন, ১৯৮১, রুল-১৬ অনুযায়ী তাঁর প্রাপ্য পেনশন থেকে ২৫% কর্তন হবে।
৩। বিএ-৭২৭৫ মেজর, মো: নাজমুল হোসাইন, পদাতিক-স্বেচ্ছায় (অকালীন) অবসরগ্রহণের কারণে কমপেনডিয়াম অব মিলিটারি পেনশন, ১৯৮১, রুল-১৬ অনুযায়ী তাঁর প্রাপ্য পেনশন থেকে ২৫% কর্তন হবে।
২. প্রচলিত বিধি অনুযায়ী তাঁরা অবসর সংক্রান্ত প্রাপ্য আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
৩. এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
ওয়াহিদা সুলতানা
উপসচিব
ফোন: ৪৮১১০১০৪
স্বেচ্ছায় (অকালীন) অবসরগ্রহণের কারণে প্রাপ্য পেনশন থেকে ২৫% কর্তন হবে: ডাউনলোড