সরকারি চাকরিজীবী হিসেবে কেউ মারা গেলে তাঁর পরিবার পেনশন-গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড ছাড়াও অন্য যেসব আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন– পেনশন গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড 2024
সরকারি কর্মচারী চাকরি শেষে পেনশন পেয়ে থাকেন। এক্ষেত্রে তাকে তার বয়স ৫৯ বছর পূর্ণ করতে হয়। নতুবা চাকরির ২৫ বছর পূর্ণ করলে পেনশনে যেতে পারে। তবে তিনি যদি এই দুটি শর্ত পূরণ করার পূর্বেই মৃত্যুবরণ করে থাকে তখন পারিবারিক পেনশন মঞ্জুর করা হয়। পরিবারিক পেনশন তার পরিবার পেয়ে থাকেন। সরকারি নিয়ম অনুসারে পেনশনযোগ্য চাকরিকাল অনুসারে পেনশন দাবী নিষ্পত্তি করা হয়। কোন কর্মচারী চাকরি হইতে অবসর গ্রহণ করিলে উক্ত কর্মচারী অথবা তাঁহার মৃত্যুতে তাঁহার পরিবার নিম্নোক্ত সুবিধাদি পাইবেন।
কোন সরকারী কর্মচারী পেনশন প্রাপ্তির জন্য প্রয়োজনীয় নুন্যতম চাকরিকাল পূর্ণ হওয়ার পর চাকুরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের পর মৃত্যুবরণ করলে উক্ত কর্মচারীর পরিবারের ভরণ পোষণের জন্য যে পেনশন দেওয়া হয়, তাকে পারিবারিক পেনশন (Family Pension). উল্লেখ্য পারিবারিক পেনশন প্রাপ্তির জন্য নুন্যতম পেনশনযোগ্য চাকরিকাল ৫ বৎসর হতে হবে।
কর্মচারীর পারিবার নিম্নোক্ত ক্ষেত্রে পারিবারিক পেনশন প্রাপ্যঃ • পেনশনযোগ্য চাকরিকাল ৫ বৎসর বা তদুর্ধ্ব হওয়ার পর কোন কর্মচারী কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করলে; • পিআরএল ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে; • পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে;
পরিবারকে অবশ্যই এসব জেনে রাখা উচিৎ / শুধুমাত্র তথ্য না জানা থাকার কারণে অনেক পরিবার কর্মচারী কল্যাণ বোর্ডের মৃত্যুজনিত সুবিধা পায় না
একজন সরকারি কর্মচারি মারা গেলে তার পরিবার নিম্নোক্ত সুবিধা প্রাপ্য হবেনঃ এককালিন প্রাপ্য আনুতোষিক। বিধি মোতাবেক ১৫ বছর পারিবারিক পেনশন। স্ত্রী এবং প্রতিবন্ধী সন্তান অজীবন পূর্ণহারে পেনশন প্রাপ্য হবেন। ভবিষৎ তহবিলে জমাকৃত সমুদয় অর্থ। ছুটি নগদায়ন।
Caption: Full PDF for Family Download
পারিবারিক আর্থিক সুবিধা 2024 । যে সকল সুবিধা পরিবার প্রাপ্য হইবে
- জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এককালীন মঞ্জুরী ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা।
- বাংলাদেশ কমর্চারী কল্যাণ বোর্ড থেকে যৌথবীমার এককালীন ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।
- জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবৎ এককালীন ৩০,০০০/-(ত্রিশহাজার) টাকা এবং কল্যাণ
- তহবিল থেকে দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবৎ সহায়তা ১০,০০০/-(দশ হাজার) টাকা।
- কল্যাণ তহবিল থেকে মৃতব্যক্তির পরিবারকে ১৫ বছর পযর্ন্ত প্রতিমাসে ২,০০০/-টাকা ভাতা।[ ৩,৬০,০০০/- টাকা]
- কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং জটিল ও দুরারোগ্য ব্যধির
- চিকিৎসা অনুদান ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা। [চাকরিজীবীর মৃত্যুর ৬ মাসের মধ্যে আবেদন করতে হবে।যথাযথ কারণ ব্যাখ্যাসহ ১ বছরের মধ্যে আবেদন না করলে দাবী তামাদি হয়ে যাবে।]
- জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিরত অবস্থায় গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা।
সরকারি কাজ করতে গিয়ে পঙ্গু বা অক্ষম হলেও কি কোন সুবিধা পাওয়া যাবে?
হ্যাঁ। সরকারি বিধি মোতাবেক সুবিধাদি পাবেন কিন্তু কর্মচারী কল্যান বোর্ড কর্তৃক বেশ কিছু অনুদান পাওয়া যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং কর্মচারী কল্যাণ বোর্ড হতে সুবিধা গ্রহণ করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এককালীন মঞ্জুরী ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা পাওয়া যাবে এবং বাংলাদেশ কমর্চারী কল্যাণ বোর্ড থেকে যৌথবীমার এককালীন ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা পাওয়া যাবে। এছাড়া মাসিক কল্যাণ ভাতা ২০০০ টাকা করে পাওয়া যাবে।
আমি একজন পেনশন ভোগরত সরকারী কর্মচারী। বিগত 10/5/23 তারিখ আমার একমাত্র স্ত্রী মারা গিয়েছে। এখন যদি আমি 2য় বিয়ে করি তবে আমার মৃত্যুর পর 2য় স্ত্রী আমার পেনশন পাবে? জানালে উপকৃত হব।
না। পাবে না।