বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের চাপে সরকার আগামী জুলাই ২০২৫ হতে প্রত্যয় পেনশন স্কিম চালুর ঘোষণা দিয়েছিল তবে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কালে শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে প্রত্যয় পেনশন স্কিমটি বাতিল করা হয়েছে–প্রত্যয় সর্বজনীন পেনশন স্কিম বাতিল ২০২৪
পাবলিক বিশ্ববিদ্যালয় ও স্বশাসিত পেনশন স্কিমটি কি আগেরটাই থাকছে? হ্যাঁ। আপাতত আগেরটাই বা প্রচলিত পেনশন ব্যবস্থাই চালু থাকছে। বিশ্ববিদ্যালয়গুলোর পেনশন সরকারি প্রতিষ্ঠানের মত পূর্বের অবস্থার মতই কার্যকর থাকছে। সরকার নতুন কোন সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত প্রত্যয় পেনশন স্কিম বাতিল বলে গণ্য হবে। নতুন পেনশন স্কিম ঘোষণা করলে সেটি কার্যকর হতে পারে যা এখনও প্রতীয়মান হয়নি।
নতুন পেনশন স্কিম কি আসতে পারে? হ্যাঁ। সরকার চাইলে নতুন পেনশন স্কিম ঘোষনা করতে পারে। যেহেতু প্রত্যয় পেনশন স্কিমে সুযোগ সুবিধা কম ছিল তাই এটি শিক্ষক ও অন্যান্য প্রতিষ্ঠান মেনে নিতে পারছিলেন না। যদি প্রচলিত পেনশনের সমপরিমাণ সুযোগ সুবিধা প্রদান করা হয় তবে হয়তো শিক্ষক সমান মেনে নিবে।
প্রত্যয় পেনশন স্কিমে কবে বাতিল করা হয়? গত শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, “যাদের জন্য স্কিমটি তৈরি করা হয়েছিল, তাদের তো প্রত্যাহার করা হয়েছে। তাই আপাতত প্রত্যয় স্কিম বাতিল। এ প্রসঙ্গে সরকার পরবর্তীতে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নিবে।
সর্বজনীন প্রত্যয়ন পেনশন স্কীম ২০২৪ / কি ছিল প্রত্যয় পেনশন স্কিমে দেখুন
সরকারি প্রতিষ্ঠান বলতে অধিদপ্তর, দপ্তর, মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ, আর্মি, বর্ডার গার্ড ইত্যাদি সকল সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে বুঝায়।
প্রত্যয় পেনশন স্কিম নিয়ে বিস্তারিত জেনে নিন
সর্বজনীন পেনশন ২০২৪ । ৫০% ঋণ হিসেবে উত্তোলন করা যাবে?
সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বৎসর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বৎসর বয়স পর্যন্ত এবং ৫০ বৎসরের ঊর্ধ্ব বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি ৭৫ বৎসর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন।
চাঁদাদাতা কমপক্ষে ১০ বৎসর চাঁদা প্রদান করার পূর্বেই মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেয়া হবে।
চাঁদাদাতা তার জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ হিসাবে উত্তোলন করতে পারবে।
পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।
নিম্ন আয়সীমার নিচে থাকা নাগরিকগণের অথবা অস্বচ্ছল চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকার অনুদান হিসাবে প্রদান করবে।
আপাততঃ সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত হবেন। তবে ক্রমান্বয়ে তাদেরকে এ ব্যবস্থার অধীনে আনয়ন করা হবে।
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ রয়েছে।
পেনশনারদের প্রদত্ত চাঁদার টাকা বিনিয়োগ বিধিমালার আওতায় সর্বোচ্চ নিরাপদ ও লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে প্রাপ্য রিটার্ণের ভিত্তিতে পেনশনের মাসিক পরিমাণ নির্ধারিত হবে
প্রতি মাসে ৩ হাজার করে কাটালে কত টাকা মাসিক পেনশন পাওয়া যেত?
এটি নির্ভর করে আপনি কত বছর চাকরি করছেন সেটির উপর। আপনি যদি ২৫ বছর চাকরি করেন অথবা ২৫ বছর পর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তবে আপনি প্রতি মাসে ২৩,৮৬৪ টাকা হারে পেনশন পেতে থাকবেন। প্রচলিত পেনশনে ৫% হারে প্রতিবছর বৃদ্ধি পেলেও এখানে কোন বৃদ্ধি পাবে না। আপনি চাকরি শেষে লাম্পগ্র্যান্ট, গ্র্যাচুইটি, জিপিএফ এ জমাকৃত টাকা পেলেও এগুলো আর বিদ্যমান থাকবে না। এতে করে সরকারকে বাজেট হতে আর বিপুল পরিমাণ অর্থ সরকারি কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটির জন্য বরাদ্দ রাখতে হবে না।
সরকারি কর্মচারীদের জন্য প্রত্যয় স্কীম ২০২৪ । সর্বজনীন পেনশন স্কীমে গেলে কি এককালীন পাওয়া যাবে না? | প্রত্যয় পেনশন স্কিম ২০২৪ । সরকারি প্রতিষ্ঠান বাদে গতানুগতিক পেনশন স্কিম থাকছে না | |
আধা-সরকারি কর্মচারীদের প্রত্যয় পেনশন স্কিম ২০২৪ । নতুন পেনশন স্কিম মূল বেতনের ১০% কাটাবে?