জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

SB Personal Loan Papers List 2024 । সরকারি কর্মচারীর ৪ লক্ষ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ নেয়ার পদ্ধতি কি?

একজন সরকারি কর্মচারি চাকরিকালীন সময়ে তার বিভিন্ন প্রয়োজনে ব্যাংক ঋণ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে একটি বড় ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিউর অনুসরণ করতে হয়। কি কি ডকুমেন্ট প্রদান করতে হয় এবং কিভাবে তা রেডি করতে হয় তার একটি ডেমো আমি আপনাদের নিকট উপস্থাপন করা হবে-

পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি:

১। ঋণের আবেদনপত্র।

২। জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)।

৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)।

৪। হালনাগাদ বেতন বিবরণী (আবেদন ও জামিনদাতার)।

৫। প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।

৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র।

SB Personal Loan Papers List 2024 । সরকারি কর্মচারীর ৪ লক্ষ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ নেয়ার পদ্ধতি কি?

উপরোক্ত সকল ডকুমেন্টস কিভাবে রেডি করতে হবে তার নমুনা কপি এবং প্রতিটি কাগজপত্র কিভাবে তৈরি করতে হবে তার একটি ডেমো ফাইল সংযুক্ত করা হলো: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

9 thoughts on “SB Personal Loan Papers List 2024 । সরকারি কর্মচারীর ৪ লক্ষ টাকার ব্যক্তিগত ব্যাংক ঋণ নেয়ার পদ্ধতি কি?

  • AS

  • nishatailors&zannatul ferdushi

  • চাহিদা মত কাগজ পত্র যথাযথ দাখিলের পর সর্বোচ্চ কত সময় লাগবে এবং গ্রান্টারের যদি একই ব্যাংকে লোন থাকে তাহলে সমস্যা আছে কি?

  • অবশ্যই সমস্যা আছে। একই ব্যাংক বা অন্য ব্যাংকে লোন থাকলে তার লোন আর আপনার লোন যোগ করে রিক্স পরিমাপ করা হবে তাতে যদি আরও গ্যারান্টর লাগে তা দিতে হবে।

  • আমি একজন সরকারী চাকুরীজীবি।আমার বেতন ১৬৯১৪ টাকা,আমি কি কোনো ব্যাংক থেকে ৫০০০০ টাকা লোন নিতে পারবো।

  • পারবেন। ৮০০০ টাকা মাসিক কিস্তি ধরে ঋণ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *