নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

Govt. Allowance Deduction for Earned Leave । অর্জিত ছুটিতে বেতন থেকে যে ভাতাগুলো কর্তন করা যাবে

সরকারি কর্মচারী অর্জিত ছুটিতে থাকলে টিফিন ভাতা ও যাতায়াত ভাতা প্রাপ্য হইবে না। এছাড়া অন্যান্য ভাতাদি বেতনের সাথে প্রাপ্য হইবেন- Govt. Allowance Deduction for Earned Leave

গড় বেতন ও অর্ধ গড়-বেতনের ছুটিকালে যে সকল সুবিধা প্রাপ্য নয়:- গড় বেতনের ও অর্ধ গড় বেতনের ছুটিকালে ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, অপ্যায়ন ভাতা/আপ্যায়ন খরচ (টিফিন ভাতা), অর্ডারলি ও ছুটির মেয়াদ ১ মাসের অধিক হলে সরকারী খরচে পত্রিকার সুবিধা প্রাপ্য নয়। (No.ED(Reg-IV)-202/83-39 Date: 10-5-85; অম/অবি(ব্যস্ত-২)/ভাতা-১০/৯৮/১৭৪ তারিখ: ০৯-০৯-১৯৯৮ ইং।

ছুটিতে থাকলে কি চিকিৎসা ভাতা পাওয়া যায়? হ্যাঁ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ED(Reg-IV ) – 202 / 83-39, তারিখ: ১০ মে, ১৯৮৩ এর অনুচ্ছেদ-৪ অনুযায়ী একজন সরকারী কর্মচারী ছুটি ভোগকালে যে সকল সুবিধাদি প্রাপ্য এবং যে সমস্ত সুবিধাদি প্রাপ্য নয়, তাহা নিম্নে উল্লেখ করা হইল— ১। গড় বেতনে অর্জিত ছুটি ভোগকালে— (ক) নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য- (১) গড় বেতনে ছুটিকালীন বেতন; (২) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ বাড়ি ভাড়া ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ বাড়ি ভাড়া ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য; (৩) বাসায় টেলিফোন সুবিধা অব্যাহত রাখা; (৪) ছুটির মেয়াদ একমাসের কম হওয়ার ক্ষেত্রে সরকারী খরচে সংবাদ পত্রের সুবিধা ; (৫) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ চিকিৎসা ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ চিকিৎসা ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য।

ছুটিতে থাকলে কি টিফিন ভাতা পাওয়া যায় না? না। অর্জিত ছুটিতে থাকলে নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য নয়— (১) ভ্রমণ ভাতা; (২) যাতায়াত ভাতা; (৩) অর্ডারলি; (৪) আপ্যায়ন ভাতা বা আপ্যায়ন ব্যয় ।

অর্জিত ছুটি বিধিমালা ১৯৫৯। যে ছুটিতে থাকলে কিছু ভাতা পাওয়া যায় না

Govt. Allowance Deduction for Earned Leave । অর্জিত ছুটিতে বেতন থেকে যে ভাতাগুলো কর্তন করা যাবে

অর্জিত ছুটি বিধিমালা ১৯৫৯ ডাউনলোড

বেতন কখন অর্ধেক পাওয়া যায়? অর্ধ গড় বেতনে অর্জিত ছুটিকালীন ছুটি ভোগকালে (ক) নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য—

(১) অর্ধ গড় বেতনে ছুটিকালীন বেতন;

(২) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ বাড়ি ভাড়া ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ বাড়ি ভাড়া ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য।

(৩) বাসায় টেলিফোন সুবিধা অব্যাহত রাখা;

(৪) ছুটির মেয়াদ একমাসের কম হওয়ার ক্ষেত্রে সরকারী খরচে সংবাদ পত্রের সুবিধা ;

(৫) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ চিকিৎসা ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ চিকিৎসা ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য ।

প্রশ্নোত্তর পর্ব:

  • প্রশ্ন: মানে অর্জিত ছুটি নিলেই মাসিক বেতনের সাথে যাতায়াত এবং টিফিন ভাতা পাওয়া যাবে না?
  • উত্তর: না, পাওয়া যাবে না।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

4 thoughts on “Govt. Allowance Deduction for Earned Leave । অর্জিত ছুটিতে বেতন থেকে যে ভাতাগুলো কর্তন করা যাবে

  • মাতৃত্বকালীন ছুটি ভোগ কালীন সময়ে কোন কোন ভাতা কর্তন যোগ্য?

  • কোন ভাতাই কর্তন করা যাবে না। স্বাভাবিক চাকরিকালীন বেতনের ন্যায় বেতন পাবেন। সর্বোচ্চ টিফিন ও যাতায়াত কর্তন করতে পারেন কিন্তু আমার জানামতে অর্জিত ছুটির ক্ষেত্রে এগুলো কর্তন যোগ্য।

  • অর্ধগড় বেতনে যদি ৪ মাস ছুটি মঞ্জুর করা হয় তাহলে কি শুধুমাত্র মূল বেতন অর্ধেক হবে আর অন্যান্য ভাতাদি পূর্ণ থাকবে? দয়া করে জানাবেন।

  • শুধু মুল বেতন অর্ধেক। বাকী সব ঠিক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *