সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

৯ম গ্রেডে আবাসিক টেলিফোন নগদায়ন ভাতা ১৫৬৪ টাকা।

সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টানেট নীতিমালা, ২০১৮ এর  ১৬ (খ) ১ অনুচ্ছেদ অনুযায়ী নগদায়ন ভাতা গ্রহণকারী কর্মচারী প্রতিমাসের বেতন বিলের সাথে এ ভাতা উত্তোলন করবেন। 

এ নীতিমালার ১৫-ক এর গ, ঘ, চ ও ছ অনুচ্ছেদে নির্ধারণকৃত নগদায়ন ভাতা এবং ১৬ (খ) (১) অনুচ্ছেদ অনুযায়ী ইহার অতিরিক্ত ১৫% ভ্যাট, লাইন রেন্ট এবং লাইন রেন্ট এর ভ্যাট প্রাপ্য হবেন। প্রাপ্য ভাতা এবং ১৫% ভ্যাট, লাইনরেন্টসহ অতিরিক্ত সচিব, যুগ্ন সচিব, সম পদমর্যাদার কর্মচারী এবং ২য় ও ৩য় গ্রেডের অন্যান্য কর্মচারী প্রতিমাসে সর্বমোট ৩৪০৪ টাকা, উপ-সচিব, উপ-প্রধান, উপ- অর্থনেতিক উপদেষ্টা, সম পদমার্যাদার কর্মচারী এবং ৪র্থ গ্রেডের অন্যান্য কর্মচারী প্রতিমাসে সর্বমোট ২৪৮৪ টাকা, সিনিয়র সহকারী অর্থনৈতিক উপদেষ্টা, সম পদমর্যাদার কর্মচারী এবং ৪র্থ গ্রেডের অন্যান্য কর্মচারী প্রতিমাসে ২৪৮৪ টাকা, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী প্রধান, সম পদমর্যাদার কর্মচারী এবং ৫ম ও ৬ষ্ঠ গ্রেডের কর্মচারী প্রতিমাসে ২০২৪ টাকা এবং সহকারী সচিব, সহকারী প্রধান, সমপদমর্যাদার কর্মচারী এবং ৭ম-৯ম গ্রেডের অন্যান্য কর্মচারী প্রতিমাসে সর্বমোট ১৫৬৪ টাকা প্রাপ্য হবেন।

সরকারি আবাসিক টেলিফোন নগদায়ন ভাতা উত্তোলনের হিসাব ও বিস্তারিত তথ্য জানতে সংযুক্ত PDF টি সংগ্রহ করুন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *