উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫ এর বিধান অনুসরণপূর্বক ৮০% এর পরিবর্তে ১০০% পেনশন ও আনুতোষিক পেনশন ও আনুতোষিক মঞ্জুরের সিধ্ধান্ত গৃহীত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
পার-২ শাখা
www.mefwd.gov.bd
নম্বর: ৫৯.০০.০০০০.১১০.০৪.০০৩.১৭.৪৬০; তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২১
অফিস আদেশ
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অনুষ্ঠিত বিগত ০৭.০৯.২০২১ খ্রি: তারিখের আন্ত: মন্ত্রণালয় (জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) সভার সিদ্ধান্ত মোতাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাত স্থানান্তরিত কর্মচারীদের পেনশন ও আনুতোষিক হতে ২০% কর্তৃন বন্ধ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক এসআরও হিসেবে ২০.০৬.২০০৫খ্রি: তারিখ জারিকৃত “উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজটে স্থানান্তরিত পদের পদধারীদের নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা, ২০০৫” এর বিধান অনুসরণপূর্বক ৮০% এর পরিবর্তে ১০০% পেনশন ও আনুতোষিক পেনশন ও আনুতোষিক মঞ্জুরের সিধ্ধান্ত গৃহীত হ’ল।
০২। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে অনুষ্ঠিত বিগত ১৬.০৮.২০১৭ খ্রি: তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক ০৮.১০.২০১৭ খ্রি: তারিখে জারিকৃত ৫৯.০০.০০০০.১০৪.০৮.০০৭.২০১৭.৪৩৯ নম্বর স্মারকের কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হ’ল।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হ’ল।
(মোহাম্মদ মোহসীন উদ্দিন)
উপসচিব
ফোন: ০২-৯৫৪০৬৫৪
উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব বাজেটে স্থানান্তরিতদের ১০০% পেনশন ও আনুতোষিক মঞ্জরের সিদ্ধান্ত: ডাউনলোড