জনস্বার্থ সংস্থাসমূহের ফাইনান্সিয়াল রিপোর্টিং কার্যক্রমকে একটি সুনিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনয়ন, হিসাব ও নিরীক্ষা পেশার স্ট্যান্ডার্ডস প্রণয়ন, যথাযথ প্রতিপালন, বাস্তবায়ন, তদারকি এবং এতদসংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পাদনের নিমিত্ত একটি কাউন্সিল প্রতিষ্ঠার লক্ষ্যে ধিান করা সমীচীন ও প্রয়োজনীয়। উক্ত রোক্ত বিষয় বিবেচনা করে নিম্নোক্ত আইন করা হয়েছে।
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন।-(১) এই আইন ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ নামে অভিহিত হইবে।
২। সংজ্ঞাসমূহ।
৩। কাউন্সিল প্রতিষ্ঠা।
৪। কাউন্সিলের কার্যালয়।
৫। কাউন্সিলের গঠন, ইত্যাদি।
৬। কাউন্সিলের কোন সদস্যের অপসারণের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি।
৭। কাউন্সিলের সাধারণ উদ্দেশ্যসমূহ।
৮। কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলী।
৯। কাউন্সিলের সভা।
১০। বাছাই কমিটি।
১১। চেয়ারম্যানের নিয়োগ, যোগ্যতা, ইত্যাদি।
১২। নির্বাহী পরিচালকগণের নিয়োগ, যোগ্যতা, ইত্যাদি।
১৩। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকগণের অযোগ্যতা।
১৪। চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকগণের পারিশ্রমিক ও সুবিধাদি।
১৫। সম্মানী।
১৬। চেয়ারম্যানের দায়িত্ব ও কর্তব্য, ইত্যাদি।
১৭। কমিটি, ইত্যাদি।
১৮। কাউন্সিরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি।
১৯। প্রেষণে জনবল নিয়োগ।
২০। ক্ষমতা অর্পন।
২১। কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন।
৭৩। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ।
ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫: ডাউনলোড