বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরীরত অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মকর্তাদের বীমা ঝুঁকির ক্ষেত্রে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজণিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-২০,০০,০০০.০০ (বিশ লক্ষ) মাত্র এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মচারীগণের টাকা-৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র যৌথ বীমার এককালীন অনুদান মৃত কর্মকর্তা /কর্মচারীগণের পরিবারের সদস্যদেরকে প্রদান করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
সূত্র: ২৭-.১১.০০০০.২১২.০৫.০০৯.২০.৭৮২; তারিখ: ১৩/০৯/২০২০
দপ্তরাদেশ
বিষয়: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরীরত অবস্থায় মৃত্যু ও দূর্ঘটনাজনিত মৃত্যুর কারনে কর্মকর্তা/ কর্মচারীগণের যৌথ বীমা ঝুঁকির ক্ষেত্রে দ্বিগুন সুবিধাসহ এককালীন অনুদান বৃদ্ধিকরণ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৭-০৮-২০২০ ইং তারিখে অনুষ্ঠিত ১৮৫৭তম সাধারণ বোর্ড সভার সিদ্ধান্তক্রমে বিউবো’র কর্মকর্তা/ কর্মচারীদের মৃত্যুজণিত বীমা, দুর্ঘটনাজনিত ঝুঁকি ও ওপেন কভারেজ বীমা সুবিধা বহাল রেখে বিউবোর্ডে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তাগণের যৌথবীমার এককালীন অনুদান টাকা-২০০,০০০.০০ (দুই লক্ষ) মাত্র এর পরিবর্তে টাকা-১০,০০,০০০.০০০(দশ লক্ষ) টাকা মাত্র
এবং কর্মচারীগণের যৌথবীমার এককালীন অনুদান টাকা-১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র এর পরিবর্তে টাকা-৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) মাত্র বৃদ্ধি করা হ’ল।২। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরীরত অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মকর্তাদের বীমা ঝুঁকির ক্ষেত্রে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজণিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-২০,০০,০০০.০০ (বিশ লক্ষ) মাত্র
এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মচারীগণের টাকা-৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র যৌথ বীমার এককালীন অনুদান মৃত কর্মকর্তা /কর্মচারীগণের পরিবারের সদস্যদেরকে প্রদান করা হবে।৩। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যৌথ বীমা তহবিলে কর্মকর্তাগণ’কে মাসিক প্রিমিয়াম টাকা-২০০ (দুইশত) হারে কর্তন করতে হবে এবং কর্মচারীদের নিকট হতে কোন প্রিমিয়াম গ্রহণ করা হবে না।
৪। বিউবো’র কর্মকর্তা/কর্মচারীগণের যৌথ বীমার এককালীন অনুদান বৃদ্ধি ও কর্মকর্তাগণের মাসিক প্রিমিয়াম কর্তন ০১/০৯/২০২০ইং তারিখ হতে কার্যকর হবে।
বোর্ডের আদেশক্রমে,
(মো: ইমরুল হোসেন)
পরিচালক, শ্রম ও কল্যাণ পরিদপ্তর, বিউবো, ঢাকা।
বিউবো’তে কর্মরত অবস্থায় দূর্ঘটনাজণিত মৃত্যুর ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান: ডাউনলোড