উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীগণ শ্রান্তি-বিনোদন ভাতা প্রাপ্য নয়।
উন্নয়ন প্রকল্পসমূহ সরকারি হলেও (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) অস্থায়ী এবং মেয়াদভিত্তিক বিধায় উন্নয়ন প্রকল্পের চাকুরী চুক্তিভিত্তিক বলে গন্য।
- এ কারণে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) শ্রান্তিবিনোদন ভাতা প্রাপ্য হবেন না।
- চাকরি সন্তোষজনক না হলে রাজস্বখাতভুক্ত কর্মচারীও শ্রান্তিবিনোদন ভাতা প্রাপ্য নয়।
এ সংক্রান্ত আদেশটি নিম্নরুপ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
উন্নয়ন অনুবিভাগ।
নং-অম/অবি/উ:১/বিবিধ-৫২/৯৬/৩৫ তারিখ: ২৭/০৩/২০০১ খ্রি:
বিষয়: উন্নয়ন প্রকল্পে কর্মরত জনবলের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্যতা প্রসংগে।
উন্নয়ন প্রকল্পসমূহ সরকারি হলেও (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) অস্থায়ী এবং মেয়াদভিত্তিক বিধায় উন্নয়ন প্রকল্পের চাকুরী চুক্তিভিত্তিক বলে গণ্য করা হয়। এ কারণে উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ (স্কেল/সাকুল্য বেতনে নিয়োগ) শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্য হবে না।
সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সকল মন্ত্রণালয়/বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
মো: আব্দুল হালিম
সিনিয়র সহকারী সচিব (উ:১)
- ১৬টি গ্রেড ও প্রত্যাশিত বেতন ২০২৫ । সোশ্যাল মিডিয়ায় আলোচিত পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মিশ্র প্রতিক্রিয়া?
- প্রধান শিক্ষক ১০ম গ্রেড উন্নীতকরণ ২০২৫ । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ১০% কোটা সংরক্ষণ করতে হবে?
- সরকারি বেতন কাঠামো ২০২৫ । অষ্টম পে স্কেলের অসঙ্গতি, নতুন স্কেলে বৈষম্য নিরসনের প্রত্যাশা কি?
- বেতন বৈষম্যের বেড়াজাল ২০২৫ । ১০ বছরেও পে-স্কেল পায়নি ক্ষুদ্র কর্মচারীরা, দাবি ১:৪ অনুপাতের?
- জীবনযাত্রার ব্যয়ের নতুন চিত্র ২০২৫ । ৬ সদস্যের পরিবারের ন্যূনতম মাসিক খরচ প্রায় ৫৯,০০০ টাকা?
উন্নয়ন প্রকল্পে কর্মরতগণ শ্রান্তি-বিনোদন ভাতা প্রাপ্য নয় এ সংক্রান্ত পত্রটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড