সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সরকারের বাংলাদেশ ডিরেক্টরি ব্যবহার ও হালনাগাদ নির্দেশনা।

Digital Telephone Web Directory software এর ব্যবহার, হালনাগাদকরণ এবং মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের তথ্যাদি Digital Telephone Web Directory তে অন্তর্ভুক্তকরণের বিষয়ে প্রত্যেক মন্ত্রণালয়/ বিভাগ থেকে ২ জন কর্মকর্তা/কর্মচারীকে ফেব্রুয়ারি/২০২২ মাসের মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। উল্লেখ্য, প্রশিক্ষণ প্রদানের জন্য কর্মকর্তা/কর্মচারিগণের তালিকা ইতােমধ্যে সংগ্রহ করা হয়েছে। Digital Telephone Web Directory ডাউনলোড লিংক: এখানে ক্লিক করুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

লােক প্রশাসন কম্পিউটার কেন্দ্র (পিএসিসি)

www.mopa.gov.bd

স্মারক নম্বর: ০৫.০০.০০০০.২২৪.৩৫.০০১.২১.১১ তারিখ: ০৭ ফেব্রুয়ারি ২০২২

বিষয়: Digital Telephone Web Directory Software (Android/IOS) ব্যবহার এবং হালনাগাদকরণ।

উপযুক্ত বিষয়ে সদয় অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানাে যাচ্ছে যে, ইতােপূর্বে ব্যবহৃত Telephone Directory এর পরিবর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক Digital Telephone Web Directory (Android/IOS) software চালু করা হয়েছে। software টি Google Play store হতে ডাউনলােড করে মােবাইলে ব্যবহারযােগ্য। প্রথম পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রত্যেক মন্ত্রণালয়/বিভাগের কর্মকর্তাগণের তথ্যাদি উল্লিখিত Digital Telephone Web Directory তে সংযুক্ত করা হয়েছে। স্বস্ব মন্ত্রণালয়/বিভাগে বর্তমানে কর্মরত কর্মকর্তাগণের তথ্য দিয়ে উক্ত Digital Telephone Web Directory টি হালনাগাদ করতে হবে এবং কর্মকর্তাগণের বদলী/পদায়নের পরিপ্রেক্ষিতে হালনাগাদকরণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Digital Telephone Web Directory software এর ব্যবহার, হালনাগাদকরণ এবং মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের তথ্যাদি Digital Telephone Web Directory তে অন্তর্ভুক্তকরণের বিষয়ে প্রত্যেক মন্ত্রণালয়/ বিভাগ থেকে ২ জন কর্মকর্তা/কর্মচারীকে ফেব্রুয়ারি/২০২২ মাসের মধ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। উল্লেখ্য, প্রশিক্ষণ প্রদানের জন্য কর্মকর্তা/কর্মচারিগণের তালিকা ইতােমধ্যে সংগ্রহ করা হয়েছে।

এমতাবস্থায়, তার মন্ত্রণালয়/বিভাগের কর্মকর্তাগণের তথ্য Digital Telephone Web Directory তে নিয়মিত হালনাগাদের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণসহ আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের তথ্যাদি উক্ত Directory তে অন্তর্ভুক্তকরণের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।।

মাে: আঃ রাজ্জাক সরকার

যুগ্মসচিব

ফোন: ৯৫৪০৫১২ 

ইমেইল: paccbr@mopa.gov.bd

সিনিয়র সচিব/সচিব (সকল)

সরকারের বাংলাদেশ ডিরেক্টরি ব্যবহার ও হালনাগাদ নির্দেশনা: ডাউনলোড

প্রশ্নোত্তর:

প্রশ্ন: কর্মকর্তাদের ফোন নম্বর কি পাওয়া যাবে?

উত্তর: অবশ্যই।

প্রশ্ন: অ্যাপ ডাউনলোড করবো কিভাবে?

উত্তর: “Bangladesh Directory” লিখে গুগল করুন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *