শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ইস্যুকৃত সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের নিমিত্ত Profit Intimation প্রদানের লক্ষ্যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সকল জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো এবং জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোসমূহ সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার সকাল ১০.০০ টা হতে দুপুর ১.০০ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি সংক্রান্ত সর্বশেষ আদেশের নির্দেশনা অনুসরণে উক্ত সময়ে কর্মকর্তাগণ করোনা সংক্রান্ত সতর্কতা ও নিরাপত্তামূলক সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করবেন। জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালকগণ বিষয়টি মনিটিরিং করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় সঞ্চয় অধিদপ্তর

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

www.nationalsavings.gov.bd

নং-০৮.০৪.০০০০.০১২.৮৩.০০২.২০.১০৪৬   তারিখ: ১৫ এপ্রিল ২০২০

বিষয়: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন সীমিত পরিসরে সকল জেলা সঞ্চল অফিস /ব্যুরো ও জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরো অফিস খোলা রাখা প্রসঙ্গে।

সূত্র: ৬ ও ৭৮ নং পত্র।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ইস্যুকৃত সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের নিমিত্ত Profit Intimation প্রদানের লক্ষ্যে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন সকল জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো এবং জাতীয় সঞ্চয় বিশেষ ব্যুরোসমূহ সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার সকাল ১০.০০ টা হতে দুপুর ১.০০ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি সংক্রান্ত সর্বশেষ আদেশের নির্দেশনা অনুসরণে উক্ত সময়ে কর্মকর্তাগণ করোনা সংক্রান্ত সতর্কতা ও নিরাপত্তামূলক সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করবেন। জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালকগণ বিষয়টি মনিটিরিং করবেন। উপর্যুক্ত দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাগণ অফিসে যাতায়াতকালে বৈধ পরিচয়পত্র এবং এ আদেশটি সঙ্গে রাখবেন।

০২। এতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সদয় অনুমোদন রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারী করা হলো।

(মুহাম্মদ এনাম চৌধুরী)

পরিচালক (উপ-সচিব)

ফো: ০২৪১০৫০৫০৮

শুধুমাত্র অনলাইন সঞ্চয়পত্রের মুনাফা প্রতি রবিবার ব্যাংক হিসাবে জমা হবে: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3062 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *