অবসর যাওয়ার মাসে উৎসব ভাতা প্রাপ্যতা সংক্রান্ত।
সরকারী, আধা-সরকারী, রাষ্ট্রায়ত্ব ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা এবং সামরিক বাহিনীর কোন কর্মকর্তা/ কর্মচারী অবসরে যাওয়ার মাসে উৎসব অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারী পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন মর্মে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
প্রবিধি শাখা-১
পরিপত্র
নং-অম/অবি/বিধি-১/চা:বি:-৬/২০০৪/১৮৪
তারিখ: ২২ শে কার্তিক, ১৪১১ বাং/৬-/২০০৪/১৮৪
তারিখ: ২২ শে কার্তিক, ১৪১১ বাং/৬-১১-২০০৪ খ্রি:
বিষয়: অবসরপ্রাপ্ত সরকারী, আধা-সরকারী, রাষ্ট্রায়ত্ব ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠান, স্বসাশিত সংস্থা এবং সামরিক বাহিনীর কর্মকর্তা/কর্মচারীর উৎসব ভাতা প্রাপ্যতা সংক্রান্ত।
সরকারী, আধা-সরকারী, রাষ্ট্রায়ত্ব ব্যাংক, অর্থলগ্নী প্রতিষ্ঠান, স্বশাসিত সংস্থা এবং সামরিক বাহিনীর কোন কর্মকর্তা/ কর্মচারী অবসরে যাওয়ার মাসে উৎসব অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারী পূর্ববর্তী মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন মর্মে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই আদেশ জারীর তারিখ হতে কার্যকর হবে।
(এ,বি,এম, আবুর হাশেম)
যুগ্ন সচিব (প্রবিধি)
অবসর যাওয়ার মাসে উৎসব ভাতা প্রাপ্যতা সংক্রান্ত: ডাউনলোড
যোগদানের পরের মাসে যদি উৎসব হয় তা হলে কি হারে উৎসব ভাতা প্রাপ্য হবেন।
পূর্ববর্তী উত্তোলিত বেতন যা আহরণ করবে সেই হারে।