জাতীয় বেতন স্কেল ২০১৫, অনুচ্ছেদ ৭ এর আলোকে এবং মহামান্য সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট ডিভিশনের রিট মামলা নং- ১৩৩০০/২০১৬ এর রায় মোতাবেক ১০ বছর পূতিতে উচ্চতর গ্রেড মঞ্জুরী দিয়েছে বাংলাদেশ কৃষি গভেশণা ইনস্টিটিউট।

পিটিশনের কি অবস্থা? অঙ্গীকার নামা প্রদান করতে হচ্ছে। রিট পিটিশনের বিপরীত সিদ্ধান্তে উত্তোলিত অর্থ ফেরত দেওয়ার শর্তে মঞ্জুরী প্রদান করা হচ্ছে। এখন কর্মকর্তা ও কর্মচারীদের আবেদনের প্রেক্ষিতে প্রায় সকল দপ্তরই উচ্চতর গ্রেড মঞ্জুর করছে।

রায়ের স্থগিত চেয়ে সিভিল মিস পিটিশন 28/2017 করেছিলেন সরকার বাট চেম্বার জর্জ হাইকোর্টের রায়ের স্থগিত প্রদান না করে শুনানীর জন্য আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে রায় প্রদান করেন।যেহেতু হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ ও রায়ে নো অর্ডার প্রদান করেছেন বিধায় উচ্চতর গ্রেড প্রাপ্তিতে আর কোন বাঁধা নাই।এছাড়া 13300 /2016 হতে আদালত অবমাননা রিট নম্বর 536/2017 রিটের রায়েও সরকার পক্ষ ঠকেছেন এবং হাইকোর্টের রায় কার্যকর করতে আদেশ দিয়েছেন।

তাই আমি মনে করি রিটের সকলের উচ্চতর গ্রেড প্রাপ্তিতে কোন বাঁধা থাকার আইনগত ভিত্তি নাই ।এরপরও না পেলে আদালতে যাওয়াটাই শ্রেয়। তবে কিছু কিছু দপ্তর উচ্চতর গ্রেড মঞ্জুর করছে এবং তা হিসাবরক্ষণ অফিস প্রতিপাদন করেও দিচ্ছে। 

উচ্চতর বকেয়া মঞ্জুর হয়? অবশ্যই ১০ বছর যে তারিখে পূর্তি হয়েছে সেই তারিখ হতেই পাবেন

মামলার রায়ের কপি দেখে নিতে পারেন: ডাউনলোডমামলার অনলাইন স্টেটাস দেখে নিন : ডাউনলোড

  • সুপ্রিম কোর্ট পিটিশন কপি দেখে নিতে পারেন: ডাউনলোড
  • ২৪/০২/২০১৯ খ্রি: তারিখেও উচ্চতর গ্রেড মঞ্জর করা হয়েছে প্রুফ দেখুন: ডাউনলোড
  • শর্ত সাপেক্ষে উচ্চতর গ্রেড মঞ্জুরীর অফিস আদেশ প্রুফ হিসেবে দেখে নিতে পারেন: ডাউনলোড

উচ্চতর গ্রেড নিয়ে প্রশ্নোত্তর পর্ব

  • প্রশ্ন: উচ্চতর গ্রেড কি এখনও মঞ্জুর হচ্ছে?
  • উত্তর: হ্যাঁ, এখনও বিভিন্ন দপ্তরে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করা হচ্ছে। প্রমানক হিসাবে দেখে নিতে পারেন: ডাউনলোড
  • প্রশ্ন: ২০১৯ সালে কি ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হইছে?
  • উত্তর: হ্যাঁ, এখনও বিভিন্ন দপ্তরে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান করা হচ্ছে। প্রমানক হিসাবে দেখে নিতে পারেন: ডাউনলোড

আরও দেখুন:

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2976 posts and counting. See all posts by admin

18 thoughts on “Higher Scale for 10 Years of Service । কোন জটিলতা ছাড়াই ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড মঞ্জুর হচ্ছে?

  • আমি সরকারী চাকুরীতে 06-05-2009 তারিখে যোগদান করি। যোগদানের তারিখ হইতে অদ্যাবদি কোন টাইম স্কেল পাই নাই। বর্তমানে 10 বছর পূর্তিতে কোন উচ্চতর গ্রেড পাই নাই। হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করলে বালে উক্ত বিষয়ে মামলা চলমান দেয়া যাবে না। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে, কবে উক্ত উচ্চতর গ্রেড পাব, বা পাওয়া যাবে কিনা। সবিনয়ে জানাবেন কি?

  • এটির কোন তারিখ নির্ধারিত বলা যাচ্ছে না, তবে অবশ্যই বকেয়া হলেও পাবেন। ওয়েব সাইটটি ভিজিট করতে থাকুন এ সম্পর্কিত তথ্য তৎক্ষনিক পেয়ে যাবেন।

  • আমি ২০/০৩/২০১৩ তে যোগদান করি,
    আমি কি ১০ বছর পূর্তিতে টাইমস্কেল পেতে পারি।
    I mean 2023 sal e

  • না। ২০১৫ সালের পে স্কেলের পূর্বে প্রাপ্য হলে, পেতেন। ধন্যবাদ

  • প্রাথমিকে প্রধান শিক্ষকের ১০ম গ্রেড আদৌ হবে কিনা জানতে চাই।

  • আশা রাখতে পারেন।

  • উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তর ২০১৮/ ৩১ ডিসেম্বর। আমাদের সার্ভিস কাউন্ট করা ও অন্যান্য আনুতোষিক সুবিধা বহাল থাকার কথা বলা হলেও সিলেকশন এবং টাইমস্কেল কেন পাবোনা?? বা পেলে কত সাল নাগাদ পাবো। আমার যোগদান ২০/০২/২০০৮ এবং গ্রেড ১০ম।

  • আমি ২০০৪ সালে অফিস সহকারী পদে যোগদান করি। টাইপের উপর ১টি সিলেকশন গ্রেড পাই এবং ৮বছর পূর্তিতে ২০১২ সালে ১টি টাইম স্কেল পাই। আমি ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী ১০ অথবা ১৬ বছরের কোন উচ্চতর স্কেল পাবো কী?

  • আমার চাকুরিতে যোগদান ০৩/০৯/২০০৬খ্রিঃ। ২০১৪সালে আমি একটি টাইম স্কেল পেয়েছি।এখন আমি উচ্চতর স্কেল পাব কিনা? পেলে কখন পাব?

  • প্রশাসনিক মন্ত্রণালয় ১০ বছর পূর্তিতে উচ্চতরগ্রেড মঞ্জুর করার পরও জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন নির্ধারণ করছেন না,কোন লিখিত কারনও দিবেন না।এমতাবস্থায় করণীয় কি?

  • এবার গিয়ে আবার চেষ্টা করুন।

  • আমি ১৯৯৮ ইং সনে সহকারী তহসিলদার হিসাবে যোগদান করি ।যোগদানের পর চাকুরি ০৮ বছর পূর্ন হওয়ায় ১ম টাইম স্কেল পাই। সাড়ে এগার বছরের মাথায় পদোন্নতি পেয়ে ১৮/১০/২০০৯ইং তারিখে বর্তমান পদে যোগদান করে অদ্যবধি কোন
    টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পাই নাই। বর্তমানে ১৬ নং গ্রেড এ বেতন ভাতাদি ১৭৬০০/- মূল বেতন উত্তোলন করি। একই সাথে চাকুরীতে যোগদান করিয়া আমার সাথে যাহারা প্রমোশন পান নাই তাহারা ১ম,২য়, ৩য়, টাইম স্কেল পাইয়া আমার থেকে দুই ধাপ উপরে ১৪ গ্রেডে বেতন ভাতাদি উত্তোলন করেন।
    এখন কি যোগদান কৃত পদে ১০ বছর পূর্ন হওয়ায় উচ্চতর গ্রেড পাওয়া যাবে কি না । বিজ্ঞ জনের মতামত চাই।

  • Pingback:

  • Pingback:

  • একই পদে চাকরী ১৬ তম গ্রেডের কর্মচারী হিসাবে ১০ বছর পূর্তিতে পরবর্তী উচ্চতর গ্রেড কত নাম্বার গ্রেড হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *