অসম্পূর্ণভাবে প্রস্তাব আসায় ঋণ মওকুফ সংক্রান্ত প্রস্তাব ফেরত দেয়া হয়। ইহাতে বিষয়টির নিষ্পত্তিতে অহেতুক বিলম্ব ঘটে। যদ্দরুন মৃত কর্মচারীর পরিবারটি অনর্থক সংকটে নিপতিত হয় এবং দুর্ভোগ পোহায়। ইহা কোন অবস্থাতেই কাম্য হইতে পারে না বিধায় ইহার অবসান প্রয়োজন।
মৃত সরকারী কর্মচারীর গৃহ নির্মাণ অগ্রিম অথবা যানবাহন ক্ৰয় অগ্রিম ঋণের অপরিশোধিত টাকা (সুদসহ) অবলোপন করার প্রস্তাব যথাযথ তথ্য ও কাগজপত্র ব্যতীত অর্থ বিভাগে প্রেরণ করা হয়। এমনকি এই ধরনের প্রস্তাব অর্থ বিভাগের ২২/১২/৬৯ তারিখের এফবি-১/১এম/৫০/৬৯/১০০০/৮০/২৫১ নং মোতাবেক প্রশাসনিক মন্ত্রণালয়/ বিভাগের সচিবের সুপারিশ অর্থ বিভাগে প্রেরণ করার কথা থাকিলেও বর্তমানে তাহা যথাযথভাবে পালন করা হইতেছে না। ফলে অসম্পূর্ণ প্রস্তাব প্রাপ্তির পর যথাযথ তথ্যসহ সচিবের মাধ্যমে প্রেরণ করার জন্য নথি প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের নিকট ফেরৎ পাঠান হয়। ইহাতে বিষয়টির নিষ্পত্তিতে অহেতুক বিলম্ব ঘটে। যদ্দরুন মৃত কর্মচারীর পরিবারটি অনর্থক সংকটে নিপতিত হয় এবং দুর্ভোগ পোহায়। ইহা কোন অবস্থাতেই কাম্য হইতে পারে না বিধায় ইহার অবসান প্রয়োজন।
মৃত সরকারী কর্মচারীর গৃহ নির্মাণ অগ্রিম এবং যানবাহন ক্রয় অগ্রিম/ ঋণের অর্থ মওকুফের প্রস্তাব এতদসংগে সংযুক্ত ছকে (যথাযথভাবে পূরণের মাধ্যমে) অত্র বিভাগে প্রেরণ করা না হইলে তাহা বিবেচনার জন্য গ্রহণ করা হইবে না৷
মৃত সরকারী কর্মচারীর সরকারী ঋণ মওকুফের প্রস্তাব ও এ সংক্রান্ত ছক: ডাউনলোড