সর্বোচ্চ ১,২০,০০০ টাকা গৃহ নিমার্ণ ঋণের সুদ নির্ণয়।
সরকারি কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১,২০,০০০ টাকা সরকারি গৃহ নিমার্ণ ঋণ প্রদান বিধান রয়েছে। অনেকেই ১৯৮২ সালে এই পরিপত্র মোতাবেক ৫০০০০-১২০০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন। তার সুদ নির্ণয়ের জন্য এজি অফিসে প্রেরণ করতে হয়।
- অগ্রিম গ্রহণকারী কর্মকর্তা/কর্মচারী নাম, পদবী, অফিস, গৃহীত অগ্রিমের পরিমান উল্লেখ করতে হয়।
- মঞ্জুরীপত্র নং ও তারিখ, অগ্রিম গ্রহণের তারিখ, কর্তন শুরু করার মাস উল্লেখ করতে হয়।
- সচরাচর সুদের হার, দন্ড সুদের হার, ১ম ১ বৎসরের স্থীর সুদ, দন্ড সুদ ইত্যাদি উল্লেখ করতে হয়।
আসুন উদাহরণ হিসাবে সুদ নির্ণয় করি: ধরি কেউ ১০৮,০০০ টাকা গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করেছেন যা ১২০ কিস্তিতে পরিশোধ করবেন। সুদ নির্ণয় করতে হবে।
নির্ণেয় সুদ = আসল টাকা*(কিস্তি সংখ্যা+১)*সুদের হার/২৪০০
= ১,০৮,০০০*(১২০+১)*১০/২৪০০
= ৫৪,৪৫০ টাকা মাত্র।
আসল টাকার ০১ বৎসরের সরল সুদ = ১,০৮,০০০ টাকার ১০%
= ১০,৮০০ টাকা।
মোট সুদ হবে = ৫৪,৪৫০+১০,৮০০ = ৬৫,২৫০ টাকা মাত্র।
সর্বোচ্চ ১,২০,০০০ টাকা গৃহ নিমার্ণ ঋণের পরিপত্র পাওয়া যাবে?
গৃহঋণ এককালীন পরিশোধ করা যাই
যায়, হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন।