প্রশিক্ষণ । সংযুক্তি । উচ্চশিক্ষা। প্রেষণ

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ২০২৩ । যে সকল প্রশিক্ষণে কর্মচারীদের দক্ষ করে তুলতে অংশগ্রহণ প্রয়োজন

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন প্রান্তিকে প্রশিক্ষণ প্রদান করে থাকে। সরকারি কর্মচারীদের এসকল প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ জনবলে পরিনত করা সম্ভব। Basic Financial Management Course- ১৬-১১ গ্রেড ধারীদের জন্য প্রযোজ্য। আর্থিক ব্যবস্থাপনা কোর্স-১০-০১ গ্রেড ধারীদের করানো যেতে পারে। Computer Literacy Course-২০-১৭ তম গ্রেডধারীদের জন্যও বেসিক প্রশিক্ষন রয়েছে।

প্রশিক্ষণ নিতে চাইলে কি করতে হবে?

আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে  প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে মনোনয়ন প্রদানের জন্য পত্র প্রেরণ করা হয়। পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০০৮ শীর্ষক কর্মশালা-১দিন ব্যাপী ১০ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মচারীদের জন্য। আচরণ ও শৃঙ্খলা কোর্স-৫দিন ব্যাপী ১০ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মচারীদের জন্য হইবে। মৌল আর্থিক ব্যবস্থাপনা কোর্স-৫দিন ব্যাপী ১৬-১১তম গ্রেডের কর্মচারীদের জন্য করানো যেতে পারে। কম্পিউটার লিটারেসী কোর্স-৫দিন ব্যাপী ১৭-২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নির্ধারিত রয়েছে।

প্রশিক্ষণের জন্য লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মনোনয়পত্র প্রেরণ করতে হবে । এছাড়াও প্রতিটি দপ্তরে পিএটিসি পত্র প্রদানের মাধ্যমে কর্মচারী ও কর্মকর্তাদের প্রশিক্ষণ ব্যবস্থা করে

সরকারি কর্মচারীদের যে সকল প্রশিক্ষণে অংশগ্রহণ জরুরী।

RPATC or PATC তে যে প্রশিক্ষণ গ্রহণ করবেন । কোন প্রশিক্ষণ কোন কর্মচারীদের উপযোগী

  • জাতীয় শুদ্ধাচার কৌশল শীর্ষক কর্মশালা-১দিন ব্যাপী ১০ম ও তদুর্ধ্ব গ্রেডের কর্মচারীদের জন্য।
  • মৌল অফিস ব্যবস্থাপনা কোর্স-১৯ দিন ব্যাপী ১৬-১১তম গ্রেডের কর্মচারীদের জন্য।
  • কম্পিউটার লিটারেসী কোর্স-৫দিন ব্যাপী ১৭-২০তম গ্রেডের কর্মচারীদের জন্য।
  • কম্পিউটার লিটারেসী কোর্স-৫দিন ব্যাপী ১৭-২০তম গ্রেডের কর্মচারীদের জন্য।

এভাবে মোট ১৮ (আঠার) টি কোর্সের ব্যবস্থা রয়েছে। যে সকল কোর্স গ্রহণ করলে বাড়বে সরকারি সেবার মান ও বাড়বে কর্মদক্ষতা।

প্রশিক্ষণ কোর্সগুলির নাম ও সময় সহ তালিকাটির JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *