সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদেশ প্রশিক্ষণকালীন বাড়ী ভাড়া ভাতা বৃদ্ধি করা হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদেশ প্রশিক্ষণকালে স্বাগতিক কর্তৃপক্ষ প্রশিক্ষণার্থীকে বাসস্থান সুবিধা প্রদান না করিলে প্রশিক্ষণার্থীর নিজের এবং তাহার পরিবারবর্গের জন্য যে কোন দেশে প্রশিক্ষার্থীদের জন্য বাড়ি ভাড়া উক্ত দেশে অবস্থারত বাংলাদেশ দূতাবাস কর্তৃক মূল্যায়িত হারে (Assess Rate) প্রদান করা যেতে পারে। তবে ইহা সম্পূর্ন সর্বসাকুল্যে ভাতার (টিএ) ২৫% এর অধিক হবে না-2025
বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড
“সশস্ত্র বাহিনীর সদস্য” বলতে সাধারণত বোঝায় যারা কোনো দেশের সামরিক বাহিনীতে কর্মরত আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে, সশস্ত্র বাহিনীর সদস্যরা হলেন বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army), বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy), এবং বাংলাদেশ বিমান বাহিনী (Bangladesh Air Force)-তে কর্মরত সকল ব্যক্তি।
এর মধ্যে অন্তর্ভুক্ত আছেন:
- সেনা সদস্য (Soldiers): যারা সেনাবাহিনীতে কাজ করেন।
- নাবিক (Sailors): যারা নৌবাহিনীতে কাজ করেন।
- বিমানসেনা (Airmen/Airwomen): যারা বিমান বাহিনীতে কাজ করেন।
- এই সদস্যরা বিভিন্ন পদে ও র্যাঙ্কে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যান্য দায়িত্ব পালনের জন্য নিয়োজিত থাকেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক (Supreme Commander)।