কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন একবার ২০২২-২৩
সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কর্তন করতে হয়। কিছু ক্ষেত্রে আবার ভ্যাট কর্তন করতে হয় না যে, জ্বালানি, বিদ্যুৎ, পানি ইত্যাদি। উল্লেখিত বা তালিকা ভূক্ত ক্ষেত্রে বা খাত যদি খুজে না পান তবে ১৫% হারে অর্থাৎ বিধি রেট প্রযোজ্য হইবে।
২০২২-২০২৩ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা
০১. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১০%
০২. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৫%
০৩. মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%
০৪. আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%
০৫. জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%
০৬. যান্ত্রিক লন্ড্রি-১০%
০৭. ডকইয়ার্ড-১০%
০৮. নিলামকারী সংস্থা-১০%
০৯. নিলামকৃত পন্যের ক্রেতা-৭.৫%
১০. তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%
১১. ছাপাখানা-১০%
১২. ইন্ডেটিং সংস্থা-৫%
১৩. ইন্টারনেট সংস্থা-৫%
১৪. মেরামত ও সার্ভিসিং-১০%
১৫. শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%
১৬. বোর্ড সভায় যোগানদারকারী-১০%
১৭. ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%
১৮. ক্রয় বা যোগানদার -৭.৫%
২০২২-২০২৩ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা PDF পূর্নাঙ্গ কপি সংগ্রহে রাখুন: ডাউনলোড
ভ্যাট কর্তনের হার ২০২২-২০২৩ pdf
VAT Rate 2022-23 PDF File Download
২০২১-২০২২ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা PDF কপি সংগ্রহে রাখুন: ডাউনলোড
উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা ২০২১
উৎসে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা সংশোধনী ২০২২: ডাউনলোড
আরও দেখুন:
-
জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ পানির বিলে উৎসে মূসক কর্তন করতে হবে না।
-
প্রশ্নোত্তরে জানবো আয়কর, ভ্যাট কর্তন, জমা কোড সরাসরি ক্রয়সীমা।
-
সরকারি চাকুরিজীবির লাম্পগ্রান্ট, পেনশন ও আনুতোষিক আয়কর মুক্ত।
-
সর্বনিম্ন কত টাকার বিলে ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প লাগাতে হয়।
-
আয়কর আইন বিধি-৫০ বেতন (Salaries) সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।
-
ব্যাংক আমানত ১,০০,০০০ টাকার উপরে হলেই ১৫০ টাকা অবগারি শুল্ক ।
2022-2023 পিডিএফ টিতে সকল পেইজ আপলোড করা হয়নি। সংশোধন করার জন্য বিনিত অনুরোধ করছি।
অনুগ্রহ করে মূল্য সংযোজন কর আদায় বিধিমালা ২০২২ ডাউনলোড করে সংশোধনী দেখুন।
ভাইজান, কপি করার অপশন রাখলে আমাদের উপকার হতো।
মেইল এড্রেস দেন মেইল করে দিচ্ছি। অথবা নিচে ডাউনলোড ক্লিক করলেই PDF কপি ডাউনলোড হবে।
[email protected] Thanks
Sir, what the rate of vat on binding and flower buy in any govt office.What the limit of buying octen on any govt car or microbus in a month.
ফুল বা যে কোন কিছু ক্রয়ের উপর ৭.৫% হারে ভ্যাট প্রযোজ্য। দাপ্তরিক গাড়িতে প্রতিমাসে কি পরিমাণ তেল ব্যবহার করবে তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে। এক্ষেত্রে আনলিমিটেড প্রযোজ্য।