রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পুন:বন্টন সংক্রান্ত।
দাপ্তারিক কাজে গতিশীলতা আনয়ন ও সুষ্ঠুভাবে কাজকর্ম সম্পাদনের লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদেঁর নামের পার্শ্বে বর্ণিত শাখা/ দপ্তরের দায়িত্ব পুন:বন্টন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাষ্ট্রপতির কার্যালয়
জন বিভাগ
বঙ্গভবন, ঢাকা
www.bangabhaban.gov.bd
নম্বর: ০১.০০.০০০০.০০৯.১৯.০০১.১২.১৬৮; তারিখ: ১২ আগস্ট ২০২১
অফিস আদেশ
দাপ্তারিক কাজে গতিশীলতা আনয়ন ও সুষ্ঠুভাবে কাজকর্ম সম্পাদনের লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদেঁর নামের পার্শ্বে বর্ণিত শাখা/ দপ্তরের দায়িত্ব পুন:বন্টন করা হলো:-
ক্রমিক নং | নাম ও পদবি | বর্তমান শাখা/দপ্তর | পুন:বন্টনকৃত শাখা/দপ্তর |
১. | জনাব মো: শওকত আলী
উপসচিব |
সংবিধান শাখা, বাজেট শাখা, আইন শাখা এবং সচিবের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) | বাজেট শাখা
এবং সচিবের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) |
২. | জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম
উপসচিব |
প্রশাসন শাখা
ও আইসিটি শাখা |
সংবিধান শাখা
আইন শাখা, প্রাপ্তি ও জারি শাখা এবং আইসিটি শাখা |
৩. | জনাব দুলাল চন্দ্র সূত্রধর
উপসচিব (সংযুক্ত) |
সেবা শাখা | সেবা শাখা
এবং সচিব (সংযুক্ত) এর একা্ন্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) |
৪. | বেগম জানাতুন নাঈম
উপসচিব (সংযুক্ত) |
আবেদন ও তহবিল শাখা
এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব |
প্রশাসন শাখা,
আবেদন ও তহবিল শাখা, লাইব্রেরি শাখা এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব |
২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।
স্বাক্ষরিত/-
(মো: শওকত আলী)
উপসচিব
ফোন: ৯৫৫০৩১১
রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পুন:বন্টন সংক্রান্ত: ডাউনলোড