রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পুন:বন্টন সংক্রান্ত।

দাপ্তারিক কাজে গতিশীলতা আনয়ন ও সুষ্ঠুভাবে কাজকর্ম সম্পাদনের লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদেঁর নামের পার্শ্বে বর্ণিত শাখা/ দপ্তরের দায়িত্ব পুন:বন্টন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

রাষ্ট্রপতির কার্যালয়

জন বিভাগ

বঙ্গভবন, ঢাকা

www.bangabhaban.gov.bd

নম্বর: ০১.০০.০০০০.০০৯.১৯.০০১.১২.১৬৮; তারিখ: ১২ আগস্ট ২০২১

অফিস আদেশ

দাপ্তারিক কাজে গতিশীলতা আনয়ন ও সুষ্ঠুভাবে কাজকর্ম সম্পাদনের লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদেঁর নামের পার্শ্বে বর্ণিত শাখা/ দপ্তরের দায়িত্ব পুন:বন্টন করা হলো:-

ক্রমিক নং নাম ও পদবি বর্তমান শাখা/দপ্তর পুন:বন্টনকৃত শাখা/দপ্তর
১. জনাব মো: শওকত আলী

উপসচিব

সংবিধান শাখা, বাজেট শাখা, আইন শাখা এবং সচিবের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) বাজেট শাখা

এবং

সচিবের একান্ত সচিব

(অতিরিক্ত দায়িত্ব)

২. জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম

উপসচিব

প্রশাসন শাখা

আইসিটি শাখা

সংবিধান শাখা

আইন শাখা,

প্রাপ্তি ও জারি শাখা

এবং আইসিটি শাখা

৩. জনাব দুলাল চন্দ্র সূত্রধর

উপসচিব (সংযুক্ত)

সেবা শাখা সেবা শাখা

এবং

সচিব (সংযুক্ত) এর একা্ন্ত সচিব

(অতিরিক্ত দায়িত্ব)

৪. বেগম জানাতুন নাঈম

উপসচিব (সংযুক্ত)

আবেদন ও তহবিল শাখা

এবং

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব

প্রশাসন শাখা,

আবেদন ও তহবিল শাখা, লাইব্রেরি শাখা

এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।

স্বাক্ষরিত/-

(মো: শওকত আলী)

উপসচিব

ফোন: ৯৫৫০৩১১

রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পুন:বন্টন সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে [email protected] ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *