শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির জন্য আবেদন নমুনা।
সরকারি চাকরিজীবীগণ একজন সন্তানের জন্য ৫০০/- এবং দু’জন সন্তানের জন্য ১,০০০/- টাকা শিক্ষা ভাতা পেয়ে থাকেন।
স্বামী স্ত্রী দু’জন চাকরিজীবী হলেও কেবলমাত্র একজনই সর্বোচ্চ দুটি সন্তানের জন্য ১,০০০/- টাকা শিক্ষা ভাতা পেতে পারবেন। কর্মচারী বা কর্মচারীদের দুই বা ততোধিক সন্তান থাকলেও কেবল মাত্র দুটি সন্তানের জন্যই শিক্ষা সহায়ক ভাতা পাবেন।
বরাবর,
আবাসিক প্রকৌশলী
বাংলাদেশ বেতার, ঢাকা।
বিষয়: শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির জন্য আবেদন।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার দপ্তরে উচ্চমান সহকারী কাম কোষাধ্যক্ষ পদে কর্মরত আছি। আমার ছেলের বয়স গত ২০/০২/২০২১ তারিখে ৫ বছর পূর্ণ হয়েছে। আমার ছেলেকে গত জানুয়ারি মাসে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে ভর্তি করেছি।
অতএব, প্রার্থনা এই যে, আমার মাসিক বেতন ভাতার সাথে ৫০০/- টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক,
(সাগর হোসেন)
উচ্চমান সহকারী কাম কোষাধ্যক্ষ
বাংলাদেশ বেতার, ঢাকা।
সংযুক্তি:
০১। জন্ম সনদপ্ত্রের ফটোকপি।
০২। স্কুলে ভর্তির প্রত্যয়ণপত্রের কপি।
শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্তির জন্য আবেদন নমুনা: ডাউনলোড
শিক্ষা ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়সসীমা জেনে নিন।
শিক্ষা সহায়ক ভাতা পেতে কি কি কাগজপত্র লাগে।