সরকার সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বাংলায় “জনপ্রশাসন মন্ত্রণালয়” এবং ইংরেজীতে ” Ministry of Public Administration” নামকরণ করে প্রজ্ঞাপন জারী করেছে ( কপি সংযুক্ত)। এ পরিবর্তনের বিষয়টি তাঁর অধীনস্থ সকল দপ্তর/ অধিদপ্তর/সংস্থা/ প্রতিষ্ঠানকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশাসন-১ শাখা
নং-০৫.০০.০০০০.১১০.০০.০৩৯.১১.৬৬১; তারিখ: ০২ মে ২০১১
বিষয়: সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন।
সরকার সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বাংলায় “জনপ্রশাসন মন্ত্রণালয়” এবং ইংরেজীতে ” Ministry of Public Administration” নামকরণ করে প্রজ্ঞাপন জারী করেছে ( কপি সংযুক্ত)। এ পরিবর্তনের বিষয়টি তাঁর অধীনস্থ সকল দপ্তর/ অধিদপ্তর/সংস্থা/ প্রতিষ্ঠানকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
(মো: আব্দুস সামাদ)
সিনিয়র সহকারী সচিব
ফোন: ৭১৬০২১৮
সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন: ডাউনলোড